কলকাতা, ১৭ মার্চ : "মুক্ত ও সৎ প্রশাসন, স্বচ্ছ প্রশাসন চাই। দুর্নীতি মুক্ত সরকার চাই।" এই দাবিতে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রচার শুরু করলেন। আজ যাদবপুরের সোনারপুরে বিকাশবাবু রোড শো করেন। তিনি সোনারপুর দক্ষিণ বিধানসভার মালঞ্চ বাজার থেকে রাজপুর কালীতলা পর্যন্ত প্রচার করেন। বাসযাত্রীদের সঙ্গেও তিনি কথা বলেন। স্থানীয় বাজারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও প্রচার করেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এক সময় বিকাশবাবু ত্রিপুরার অ্যাডভোকেট জেনেরাল ছিলেন। এখনও তিনি দুঁদে আইনজীবী। এবার যাদবপুর লোকসভা আসনে বামফ্রন্ট তাঁকে মনোনীত করেছে। আজ বিধানসভার বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীও বিকাশবাবুর সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন।
বিকাশবাবু বলেন, "আগামী লোকসভা নির্বাচন দেশের মানুষের কাছে এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে। বিগত নির্বাচনে ৩৯ শতাংশ ভোট পড়েছিল। BJP ক্ষমতায় আসার পর সংসদীয় গণতন্ত্রের কাঠামো নড়বড়ে করার চেষ্টা করেছে। দেশের সামাজিক ও রাজনৈতিক ভিত্তি হল ধর্মনিরপেক্ষতা ও অখণ্ডতা। সেটিকে দেশের সরকার ভাঙার চেষ্টা করছে। বিভিন্ন ধর্ম ও চিন্তার মানুষ এখানে বসবাস করেন। এই অখণ্ডতা ভেঙে দেওয়া হচ্ছে। RSS স্বাধীন দেশকে প্রথম থেকেই হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। সেই তত্ত্ব খারিজ করে আমাদের সংবিধান তৈরি হয়েছিল। তারা ফের সেই তত্ত্ব হাজির করার চেষ্টা করছে। যার নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদি।"
নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিকাশবাবু বলেন, "মোদি সরকার অর্থনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতির আশ্রয় নিয়েছে। মোদি সরকার ইতিমধ্যেই দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। মোদি যদি সৎ এবং দুর্নীতি মুক্ত হতেন তাহলে রাফাল চুক্তির তদন্ত করতে কোনও আপত্তি থাকত না। কেন্দ্রীয় সরকার দেশের মানুষের স্বাধীন ও মৌলিক ভাবনাচিন্তাকে খর্ব করছে। কেন্দ্র একদিকে পদ্মাবতী চলচ্চিত্রটি বন্ধ করেছিল। অপরদিকে রাজ্য সরকার ভবিষ্যতের ভূত চলচ্চিত্রটি বন্ধ করে দেয়। দুই সরকার একই দিকে চলছে। RSS এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই অন্ধ কমিউনিস্ট বিরোধী। মুখোশ পরে মমতা বন্দ্যোপাধ্যায় BJP-র বিরুদ্ধে লড়াই করছেন। স্বচ্ছ প্রশাসন চাই। তাই ব্যাপকভাবে বামপন্থী প্রার্থীদের জয়ী করার আবেদন জানাই।"