ETV Bharat / state

ভাইরাল ভিডিয়ো : বিদ্যাসাগর মূর্তি ভাঙচুরের ছবি (সত্যতা যাচাই করা যায়নি)

কয়েকজন দুষ্কৃতী ভাঙছে বিদ্যাসাগরের মূর্তি ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
author img

By

Published : May 15, 2019, 1:31 PM IST

Updated : May 15, 2019, 2:16 PM IST

কলকাতা, 15 মে :মঙ্গলবার অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজ চত্বরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা । তৃণমূলের অভিযোগ, BJP-র কর্মী সমর্থকরাই এই কাজের সঙ্গে যুক্ত ছিল । অন্যদিকে, BJP-র বক্তব্য এসবই ষড়যন্ত্র । নিজেরাই ভেঙে পরের নামে দোষ চাপাচ্ছে । ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক ।

এই সংক্রান্ত আরও পড়ুন : গেট বন্ধ ছিল, বিদ্যাসাগরের মূর্তি BJP কর্মীরা ভাঙল কী করে ? অমিত

মূর্তি ভাঙচুরের পরই অগ্নিসংযোগের ঘটনা ঘটে কয়েকটি বাইকে । BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহর প্রশ্ন, "আমরা আমাদের নিজেদের বাইক নিজেরাই জ্বালিয়েছি ?"

এই সংক্রান্ত আরও খবর : সৌভাগ্যবান, প্রাণে বেঁচে ফিরেছি : অমিত

বুধবার সকালে আর্মহার্স্ট থানায় অমিত শাহর বিরুদ্ধে FIR দায়ের করে বিদ্যাসাগর কলেজের এক ছাত্রী । এরপর দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ প্রতিক্রিয়া দেন । বলেন, "দিদি, কেস দিয়ে আমাকে দমানো যাবে না । আমি কেসের ভয় পাই না ।"

বিদ্যাসাগর মূর্তি ভাঙচুরের ভিডিয়ো (সত্যতা যাচাই করা যায়নি)

এদিকে, মঙ্গলবার থেকেই সোশাল মিডিয়ায় মূর্তি ভাঙচুরের ছবি ছড়াতে শুরু করে । তারই একটি ক্লিপ উপরে দেওয়া ।

এই সংক্রান্ত আরও খবর : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আজ মিছিল মমতার

বিশেষ দ্রষ্টব্য : এই ভিডিয়োর সত্যতা ETV ভারত যাচাই করেনি ।

কলকাতা, 15 মে :মঙ্গলবার অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজ চত্বরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা । তৃণমূলের অভিযোগ, BJP-র কর্মী সমর্থকরাই এই কাজের সঙ্গে যুক্ত ছিল । অন্যদিকে, BJP-র বক্তব্য এসবই ষড়যন্ত্র । নিজেরাই ভেঙে পরের নামে দোষ চাপাচ্ছে । ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক ।

এই সংক্রান্ত আরও পড়ুন : গেট বন্ধ ছিল, বিদ্যাসাগরের মূর্তি BJP কর্মীরা ভাঙল কী করে ? অমিত

মূর্তি ভাঙচুরের পরই অগ্নিসংযোগের ঘটনা ঘটে কয়েকটি বাইকে । BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহর প্রশ্ন, "আমরা আমাদের নিজেদের বাইক নিজেরাই জ্বালিয়েছি ?"

এই সংক্রান্ত আরও খবর : সৌভাগ্যবান, প্রাণে বেঁচে ফিরেছি : অমিত

বুধবার সকালে আর্মহার্স্ট থানায় অমিত শাহর বিরুদ্ধে FIR দায়ের করে বিদ্যাসাগর কলেজের এক ছাত্রী । এরপর দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ প্রতিক্রিয়া দেন । বলেন, "দিদি, কেস দিয়ে আমাকে দমানো যাবে না । আমি কেসের ভয় পাই না ।"

বিদ্যাসাগর মূর্তি ভাঙচুরের ভিডিয়ো (সত্যতা যাচাই করা যায়নি)

এদিকে, মঙ্গলবার থেকেই সোশাল মিডিয়ায় মূর্তি ভাঙচুরের ছবি ছড়াতে শুরু করে । তারই একটি ক্লিপ উপরে দেওয়া ।

এই সংক্রান্ত আরও খবর : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আজ মিছিল মমতার

বিশেষ দ্রষ্টব্য : এই ভিডিয়োর সত্যতা ETV ভারত যাচাই করেনি ।

Last Updated : May 15, 2019, 2:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.