কলকাতা, 25 নভেম্বর: চলতি মাসে বাংলায় আসছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar is Coming to West Bengal) ৷ সূত্রের খবর, কলকাতা বিমানবন্দরে রাজ্যের হয়ে তাঁকে স্বাগত জানাতে হাজির থাকবেন দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) এবং জোৎস্না মান্ডি (Jyotsna Mandi) ৷
রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যের বাদ রেখে কেন এই দুই মন্ত্রীকে বাছা হল ? তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে । সম্প্রতি রাষ্ট্রপতিকে নিয়ে কারা প্রতিমন্ত্রীর আপত্তিকর মন্তব্যের জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে তৃণমূল। মন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন । এমনকী অখিলের আচরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষমা চেয়েছেন । এবার উপ রাষ্ট্রপতিকে স্বাগত জানাবার দায়িত্ব বীরবাহাদের দিয়ে রাজ্য প্রশাসন কার্যত কৌশলী পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে (Mamata Banerjee) ৷
সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী 29 বা 30 নভেম্বর সরকারি কর্মসূচিতে যোগ দিতে বাংলায় আসতে পারেন উপরাষ্ট্রপতি ৷ রাজ্যপাল থাকাকালীন শাসকদলের সঙ্গে তাঁর প্রায় প্রতিটি ব্যাপারে সংঘাত হত । তাই এক্ষেত্রে বেশ সতর্ক মমতা প্রশাসন ৷ এই মুহূর্তে রাষ্ট্রপতিকে নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চলছেই ৷ গতকালও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে মিছিল করে বিজেপি ৷ সেই সঙ্গে নানান রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি চলছে ৷
এই আবহে রাজ্য আসছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ প্রাক্তন রাজ্যপাল কী বলেন, সেদিকে সব রাজনৈতিক দলের নজর থাকবে ৷ রাজনৈতিক মহল মনে করছে এক্ষেত্রে সরকার আদিবাসীদের কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা বোঝাতেই হয়তো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে রাজ্য মন্ত্রিসভার দুই আদিবাসী প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা প্রশাসন ৷
আরও পড়ুন: 'অনুতাপ নেই অখিলের, বরখাস্ত হোক'; রাষ্ট্রপতি নিয়ে বিজেপির বিক্ষোভ এখনই থামছে না !
জগদীপ ধনকড়ের বাংলা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে ৷ সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসলেও, তার বাইরে ধনকড় কোনও মন্তব্য করেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল ৷