ETV Bharat / state

তৃতীয় ফেজ়েই কি আপার প্রাইমারির ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ ?

চলছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া । এরপর কি চতুর্থ ফেজ়ের ভেরিফিকেশন হবে ? প্রশ্ন উঠছে তৃতীয় ফেজ়েও ডাক না পাওয়া প্রার্থীদের মনে ।

আচার্য সদন
author img

By

Published : Jun 7, 2019, 5:02 AM IST

কলকাতা, 7 জুন : চলছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া । 4 জুন থেকে শুরু হয়েছে তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন । যা চলবে 12 জুন পর্যন্ত। এরপর কি চতুর্থ ফেজ়ের ভেরিফিকেশন হবে ? প্রশ্ন উঠছে তৃতীয় ফেজ়েও ডাক না পাওয়া প্রার্থীদের মনে । চতুর্থ ফেজ় হবে কি না জানতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তৃতীয় ফেজ়ে বহু প্রার্থী ডাকা হয়েছে তাই চতুর্থ ফেজ় না হওয়ার সম্ভাবনাই বেশি।

4 জুন শুরু হয়েছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন। হবে আগামী 7, 10, 11 ও 12 জুন । আপার প্রাইমারির প্রথম ও দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশনে ডাক পেয়েছিলেন প্রায় 23 হাজার প্রার্থী । মোট 13 হাজার 80 টি শূন্যপদের জন্য গেজেট মেনে 1:1:4 রেশিয়ো অনুযায়ী ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন । 10 হাজারের বেশি প্রার্থীকে ডাকা হয়েছে তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশনে । তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন শুরু হওয়ার আগে চতুর্থ ফেজ়ের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেছিলেন, "আমার মনে হয় তৃতীয় ফেজ়ে যদি খুব বেশি রিজেকশন না হয়, তাহলে পরবর্তীকালে মনে হয় করতে হবে না । এটা আমার অনুমান । আমার মনে হয় আর প্রয়োজন হবে না । তৃতীয় ফেজ় কমপ্লিট না হওয়া পর্যন্ত চতুর্থ ফেজ়ের চিন্তাভাবনা কমিশনের নেই ।"

আজ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার চতুর্থ ফেজ়ের বিষয়ে বলেন, "না, সেটা তো হওয়ার কথা নয় । এইজন্যে বেশি করে রেখেছি যাতে অনুপস্থিত হলেও মেকআপ হয়ে যায় ।" অন্যদিকে সূত্রের খবর, আপার প্রাইমারির শূন্যপদ বাড়তে পারে । প্রায় 1600 শূন্যপদ যুক্ত হতে পারে বর্তমান শূন্যপদের সঙ্গে । তবে, এই বিষয়ে কমিশনের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি ।

কলকাতা, 7 জুন : চলছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া । 4 জুন থেকে শুরু হয়েছে তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন । যা চলবে 12 জুন পর্যন্ত। এরপর কি চতুর্থ ফেজ়ের ভেরিফিকেশন হবে ? প্রশ্ন উঠছে তৃতীয় ফেজ়েও ডাক না পাওয়া প্রার্থীদের মনে । চতুর্থ ফেজ় হবে কি না জানতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তৃতীয় ফেজ়ে বহু প্রার্থী ডাকা হয়েছে তাই চতুর্থ ফেজ় না হওয়ার সম্ভাবনাই বেশি।

4 জুন শুরু হয়েছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন। হবে আগামী 7, 10, 11 ও 12 জুন । আপার প্রাইমারির প্রথম ও দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশনে ডাক পেয়েছিলেন প্রায় 23 হাজার প্রার্থী । মোট 13 হাজার 80 টি শূন্যপদের জন্য গেজেট মেনে 1:1:4 রেশিয়ো অনুযায়ী ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন । 10 হাজারের বেশি প্রার্থীকে ডাকা হয়েছে তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশনে । তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন শুরু হওয়ার আগে চতুর্থ ফেজ়ের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেছিলেন, "আমার মনে হয় তৃতীয় ফেজ়ে যদি খুব বেশি রিজেকশন না হয়, তাহলে পরবর্তীকালে মনে হয় করতে হবে না । এটা আমার অনুমান । আমার মনে হয় আর প্রয়োজন হবে না । তৃতীয় ফেজ় কমপ্লিট না হওয়া পর্যন্ত চতুর্থ ফেজ়ের চিন্তাভাবনা কমিশনের নেই ।"

আজ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার চতুর্থ ফেজ়ের বিষয়ে বলেন, "না, সেটা তো হওয়ার কথা নয় । এইজন্যে বেশি করে রেখেছি যাতে অনুপস্থিত হলেও মেকআপ হয়ে যায় ।" অন্যদিকে সূত্রের খবর, আপার প্রাইমারির শূন্যপদ বাড়তে পারে । প্রায় 1600 শূন্যপদ যুক্ত হতে পারে বর্তমান শূন্যপদের সঙ্গে । তবে, এই বিষয়ে কমিশনের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি ।

Intro:কলকাতা, 6 জুন: চলছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া। গত 4 জুন থেকে শুরু হয়েছে তৃতীয় ফেজের ভেরিফিকেশন। চলবে 12 জুন পর্যন্ত। এর পরে কি চতুর্থ ফেজের ভেরিফিকেশন হবে? প্রশ্ন উঠছে তৃতীয় ফেজেও ডাক না পাওয়া প্রার্থীদের মনে। চতুর্থ ফেজ হবে কি না জানতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তৃতীয় ফেজে বহু প্রার্থী ডাকা হয়েছে তাই চতুর্থ ফেজ না হওয়ার সম্ভাবনাই বেশি।
Body:তৃতীয় ফেজের ভেরিফিকেশন শুরু হওয়ার আগে চতুর্থ ফেজের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেছিলেন, "আমার মনে হয়, তৃতীয় ফেজে যদি খুব বেশি রিজেকশন না হয় তাহলে পরবর্তীকালে মনে হয় করতে হবে না। এটা আমার অনুমান। আমার মনে হয় আর প্রয়োজন হবে না। তৃতীয় ফেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত চতুর্থ ফেজের চিন্তাভাবনা কমিশনের নেই।"

আজ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার চতুর্থ ফেজের বিষয়ে বলেন, "না সেটা তো হওয়ার কথা নয়। এইজন্যে বেশি করে রেখেছি যাতে অনুপস্থিত হলেও মেক আপ হয়ে যায়।" গত ৪ জুন শুরু হয়েছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের তৃতীয় ফেজের ভেরিফিকেশন। হবে আগামী ৭, ১০, ১১ ও ১২ জুন। আপার প্রাইমারির প্রথম ও দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশনের ডাক পেয়েছিলেন প্রায় ২৩ হাজার প্রার্থী । মোট ১৩ হাজার ৮০টি শূন্যপদের জন্য গেজেট মেনে ১:১:৪ রেশিয়ো অনুযায়ী ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ১০ হাজারের বেশি প্রার্থীকে ডাকা হয়েছে তৃতীয় ফেজের ভেরিফিকেশনে। অন্যদিকে, সূত্রের খবর, আপার প্রাইমারির শূন্যপদ বাড়তে পারে। প্রায় ১৬০০ শূন্যপদ যুক্ত হতে পারে বর্তমান শূন্যপদের সঙ্গে। তবে, এব্যাপারে কমিশনের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.