ETV Bharat / state

লাইভ : উত্তর 24 পরগনায় একদিনে মৃত্যু 18 জনের - আনলক

Unlock
আনলক
author img

By

Published : Aug 24, 2020, 6:43 AM IST

06:37 August 24

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে  গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 274 জন । যা একদিনের নিরিখে সর্বোচ্চ । মৃত্যু হয়েছে 57 জনের ৷  
  • উত্তর 24 পরগনায় একদিনে মৃত্যু হয়েছে 18 জনের ৷
  • রাজ্যে সুস্থতার হার 77.78 শতাংশ ।

06:04 August 24

  • কোরোনায় আক্রান্ত কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ ।
  • কোরোনায় আক্রান্ত রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশমন্ত্রী সৌমেনকুমার মহাপাত্র । বর্তমানে তিনি পাঁশকুড়ার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ।
  • কোচবিহারে বিভিন্ন হাট ও বাজারের ব্যবসায়ীদের এবার থেকে সোয়াব টেস্ট বাধ্যতামূলক করল স্বাস্থ্যবিভাগ । যারা সোয়াব টেস্ট করাবেন না তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ।

06:37 August 24

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে  গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 274 জন । যা একদিনের নিরিখে সর্বোচ্চ । মৃত্যু হয়েছে 57 জনের ৷  
  • উত্তর 24 পরগনায় একদিনে মৃত্যু হয়েছে 18 জনের ৷
  • রাজ্যে সুস্থতার হার 77.78 শতাংশ ।

06:04 August 24

  • কোরোনায় আক্রান্ত কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ ।
  • কোরোনায় আক্রান্ত রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশমন্ত্রী সৌমেনকুমার মহাপাত্র । বর্তমানে তিনি পাঁশকুড়ার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ।
  • কোচবিহারে বিভিন্ন হাট ও বাজারের ব্যবসায়ীদের এবার থেকে সোয়াব টেস্ট বাধ্যতামূলক করল স্বাস্থ্যবিভাগ । যারা সোয়াব টেস্ট করাবেন না তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.