ETV Bharat / state

নগরপাল সৌমেন মিত্রের তত্বাবধানে যশ মোকাবিলায় কাজ শুরু কন্ট্রোল রুমে - সৌমেন মিত্র

এদিন সকাল সকাল লালবাজারে চলে আসেন কলকাতা পুলিশের 9 জন ডেপুটি কমিশনারসহ একাধিক কমব্যাটের আধিকারিকরা । সেখানে প্রথমে একটি মিটিংয়ের পর নগরপাল সৌমেন মিত্র চলে আসেন লালবাজারের কন্ট্রোল রুমে । চলে সিইএসসি, পৌরনিগমের সঙ্গে সমন্বয়সাধন ।

নগরপাল সৌমেন মিত্রের তত্বাবধানে যশ মোকাবিলায় কাজ শুরু কন্ট্রোলরুমে
নগরপাল সৌমেন মিত্রের তত্বাবধানে যশ মোকাবিলায় কাজ শুরু কন্ট্রোলরুমে
author img

By

Published : May 26, 2021, 1:01 PM IST

কলকাতা, 26 মে : ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের তত্ত্বাবধানে কন্ট্রোল রুমে নজরদারি চলছে । রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার । পরে তিনি নবান্নের উদ্দেশে রওনা দেন । পাশাপাশি এদিন ওসি ট্র্যাফিকের মনিটারিং করেন কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) রূপেশ কুমার ।

এদিন সকাল সকাল লালবাজারে চলে আসেন কলকাতা পুলিশের 9 জন ডেপুটি কমিশনারসহ একাধিক কমব্যাটের আধিকারিকরা । সেখানে প্রথমে একটি মিটিংয়ের পর নগরপাল সৌমেন মিত্র চলে আসেন লালবাজারের কন্ট্রোল রুমে । চলে সিইএসসি, পৌরনিগমের সঙ্গে সমন্বয়সাধন । এর মধ্যেই খবর আসে তিলজলা, তালতলা এলাকায় গাছের ডাল পড়েছে । কন্ট্রোল রুম থেকেই খবর যায় পৌরনিগম ও কলকাতা পুলিশের কিউআরটি ভ্যানে । ফলে কম সময়ের মধ্যেই ভেঙে পড়া ডালপালা সরানো সম্ভব হয়েছে ৷

আরও পড়ুন : দুপুরের দিকেই দিঘা, বালেশ্বরে প্রবেশের প্রক্রিয়া শুরু যশের

আমফানের স্মৃতি মাথায় রেখে ঘূর্ণিঝড় যশ আসার আগেই বিপর্যয় মোকাবিলায় তৎপর কলকাতা পুলিশ । যশের কারণে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই জন্য শহরের বাছাই করা আটটি উড়ালপুলের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে । এই আটটি উড়ালপুল হল মা উড়ালপুল, এজেসি উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, চিংড়িঘাটা উড়ালপুল, উল্টোডাঙা উড়ালপুল, পার্কস্ট্রিট উড়ালপুল, গার্ডেনরিচ এবং তারাতলা উড়ালপুল।

কলকাতা, 26 মে : ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের তত্ত্বাবধানে কন্ট্রোল রুমে নজরদারি চলছে । রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার । পরে তিনি নবান্নের উদ্দেশে রওনা দেন । পাশাপাশি এদিন ওসি ট্র্যাফিকের মনিটারিং করেন কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) রূপেশ কুমার ।

এদিন সকাল সকাল লালবাজারে চলে আসেন কলকাতা পুলিশের 9 জন ডেপুটি কমিশনারসহ একাধিক কমব্যাটের আধিকারিকরা । সেখানে প্রথমে একটি মিটিংয়ের পর নগরপাল সৌমেন মিত্র চলে আসেন লালবাজারের কন্ট্রোল রুমে । চলে সিইএসসি, পৌরনিগমের সঙ্গে সমন্বয়সাধন । এর মধ্যেই খবর আসে তিলজলা, তালতলা এলাকায় গাছের ডাল পড়েছে । কন্ট্রোল রুম থেকেই খবর যায় পৌরনিগম ও কলকাতা পুলিশের কিউআরটি ভ্যানে । ফলে কম সময়ের মধ্যেই ভেঙে পড়া ডালপালা সরানো সম্ভব হয়েছে ৷

আরও পড়ুন : দুপুরের দিকেই দিঘা, বালেশ্বরে প্রবেশের প্রক্রিয়া শুরু যশের

আমফানের স্মৃতি মাথায় রেখে ঘূর্ণিঝড় যশ আসার আগেই বিপর্যয় মোকাবিলায় তৎপর কলকাতা পুলিশ । যশের কারণে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই জন্য শহরের বাছাই করা আটটি উড়ালপুলের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে । এই আটটি উড়ালপুল হল মা উড়ালপুল, এজেসি উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, চিংড়িঘাটা উড়ালপুল, উল্টোডাঙা উড়ালপুল, পার্কস্ট্রিট উড়ালপুল, গার্ডেনরিচ এবং তারাতলা উড়ালপুল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.