ETV Bharat / state

Fake vaccination case : কলকাতা হাইকোর্টে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের - কলকাতা হাইকোর্টে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের

একটি মামলা করেছেন আইনজীবী তাপস মাইতি । তাঁর দাবি, দেবাঞ্জন দেব এবং রায়গঞ্জের হাসপাতাল থেকে কুড়ি লাখ টাকার কোভিভ টেস্ট কিট চুরি যাওয়ার সিবিআই তদন্ত হোক ৷

fraud vaccine
fraud vaccine
author img

By

Published : Jun 28, 2021, 4:33 PM IST

Updated : Jun 28, 2021, 5:15 PM IST

কলকাতা, 28 জুন : কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । একটি মামলা করেছেন আইনজীবী তাপস মাইতি । তাঁর দাবি, দেবাঞ্জন দেব এবং রায়গঞ্জের হাসপাতাল থেকে কুড়ি লাখ টাকার কোভিভ টেস্ট কিট চুরি যাওয়ার সিবিআই তদন্ত হোক ৷ পাশাপাশি কসবায় যারা ওই কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছিল তাদের মেডিকেল চেকআপের ব্যবস্থা করানোর দাবি করেছেন তিনি ৷ এছাড়া রাজ্যে জরুরি ওষুধ ব্যবহারের জন্য ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন ।

দ্বিতীয় মামলাকারী হলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছেন তিনি । তাঁর দাবি, কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ দিক আদালত । এবং দেবাঞ্জন কাণ্ডে যাবতীয় তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হোক । এর আগে গত 25 জুন ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন সন্দীপন দাস নামে এক আইনজীবী ।

আরও পড়ুন : Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অধীরের

ওই মামলাকারীর দাবি, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যে ভ্যাকসিন দেওয়া নিয়ে চূড়ান্ত অনিয়ম চলছে । উপরোক্ত সকলের দাবি, এমন গুরুতর ঘটনার যথাযথ তদন্তের জন্য রাজ্যের কোনও সংস্থা নয়, সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক । পাশাপাশি মামলার আর্জিতে আদালতকে টিকাকরণের ব্যাপারে একটা সঠিক নির্দেশিকা তৈরি করে দেওয়ার আবেদন জানানো হয়েছে ।

কলকাতা, 28 জুন : কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । একটি মামলা করেছেন আইনজীবী তাপস মাইতি । তাঁর দাবি, দেবাঞ্জন দেব এবং রায়গঞ্জের হাসপাতাল থেকে কুড়ি লাখ টাকার কোভিভ টেস্ট কিট চুরি যাওয়ার সিবিআই তদন্ত হোক ৷ পাশাপাশি কসবায় যারা ওই কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছিল তাদের মেডিকেল চেকআপের ব্যবস্থা করানোর দাবি করেছেন তিনি ৷ এছাড়া রাজ্যে জরুরি ওষুধ ব্যবহারের জন্য ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন ।

দ্বিতীয় মামলাকারী হলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছেন তিনি । তাঁর দাবি, কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ দিক আদালত । এবং দেবাঞ্জন কাণ্ডে যাবতীয় তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হোক । এর আগে গত 25 জুন ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন সন্দীপন দাস নামে এক আইনজীবী ।

আরও পড়ুন : Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অধীরের

ওই মামলাকারীর দাবি, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যে ভ্যাকসিন দেওয়া নিয়ে চূড়ান্ত অনিয়ম চলছে । উপরোক্ত সকলের দাবি, এমন গুরুতর ঘটনার যথাযথ তদন্তের জন্য রাজ্যের কোনও সংস্থা নয়, সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক । পাশাপাশি মামলার আর্জিতে আদালতকে টিকাকরণের ব্যাপারে একটা সঠিক নির্দেশিকা তৈরি করে দেওয়ার আবেদন জানানো হয়েছে ।

Last Updated : Jun 28, 2021, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.