ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত 2 কর্মী, বন্ধ কলকাতা পৌরনিগমের বিল্ডিং ও উদ্যান বিভাগ - কলকাতা পৌরনিগমের কর্মী কোরোনা আক্রান্ত

কলকাতা পৌরনিগমের বিল্ডিং ও উদ্যান বিভাগের দুই কর্মী কোরোনায় আক্রান্ত । এর জেরে বন্ধ করে দেওয়া হল ওই দুই বিভাগ ।

Two covid positive cases are found in Calcutta municipal corporation
Two covid positive cases are found in Calcutta municipal corporation
author img

By

Published : Jul 28, 2020, 3:24 AM IST

কলকাতা, 27 জুলাই : ফের কোরোনার থাবা কলকাতা পৌরনিগমে । বন্ধ হল কলকাতা পৌরনিগমের বিল্ডিং ডিপার্টমেন্ট ও উদ্যান বিভাগ । এই দুই বিভাগের দুই কর্মীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ।

এরপরই কলকাতা পৌরনিগমের বিল্ডিং ডিপার্টমেন্ট পাঁচদিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিল্ডিং ডিপার্টমেন্টের সব কর্মীদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

এছাড়া উদ্যান বিভাগটিও আগামী কয়েক দিনের জন্য বন্ধ রাখা হবে বলে জানিয়ে দিয়েছে পৌরনিগম কর্তৃপক্ষ । 1 আগস্ট এই দুই বিভাগ স্যানিটাইজ় করা হবে । তারপর চালু হবে বিভাগ দু'টি ।

কলকাতা পৌরনিগমের একাধিক বিভাগের বহু কর্মী ইতিমধ্যেই কোরোনায় আক্রান্ত হয়েছেন । সম্প্রতি অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের এক কর্মীর কোরোনায় মৃত্যু হয় ।

কলকাতা, 27 জুলাই : ফের কোরোনার থাবা কলকাতা পৌরনিগমে । বন্ধ হল কলকাতা পৌরনিগমের বিল্ডিং ডিপার্টমেন্ট ও উদ্যান বিভাগ । এই দুই বিভাগের দুই কর্মীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ।

এরপরই কলকাতা পৌরনিগমের বিল্ডিং ডিপার্টমেন্ট পাঁচদিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিল্ডিং ডিপার্টমেন্টের সব কর্মীদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

এছাড়া উদ্যান বিভাগটিও আগামী কয়েক দিনের জন্য বন্ধ রাখা হবে বলে জানিয়ে দিয়েছে পৌরনিগম কর্তৃপক্ষ । 1 আগস্ট এই দুই বিভাগ স্যানিটাইজ় করা হবে । তারপর চালু হবে বিভাগ দু'টি ।

কলকাতা পৌরনিগমের একাধিক বিভাগের বহু কর্মী ইতিমধ্যেই কোরোনায় আক্রান্ত হয়েছেন । সম্প্রতি অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের এক কর্মীর কোরোনায় মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.