ETV Bharat / state

মাথায় আঘাত করে লুট সাড়ে 5 লাখ, গ্রেপ্তার 2 - কলকাতা

17 জানুয়ারি সন্ধ্যায় কারখানা থেকে নগদ পাঁচ লাখ 41 টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন তারাপদ দে ৷ সেসময় তাঁকে পিছন থেকে মাথায় আঘাত করে টাকা ভরতি ব্যাগ নিয়ে পালায় দুষ্কৃতীরা ৷ প্রায় 10 দিন পর ঘটনায় সাফল্য পেল পুলিশ ৷ মহেশতলা থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 26, 2020, 11:18 PM IST

Updated : Jan 26, 2020, 11:23 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : মাথায় আঘাত করে পাঁচ লাখ 41 হাজার টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে কোনও সূত্র পাচ্ছিল না পুলিশ । ক্ষোভ বাড়ছিল পর্ণশ্রী থানা এলাকার সাতঘড়া গ্রামের বাসিন্দাদের । ঘটনায় অবশেষে সাফল্য পেল পুলিশ । আজ ভোররাতে গ্রেপ্তার করা হয় দু'জনকে । আলিপুর আদালতে তাদের তোলা হয় ৷

17 জানুয়ারি সন্ধ্যা সাতটা নাগাদ সাতঘড়া গ্রামের একটি কারখানা থেকে পাঁচ লাখ 41 হাজার টাকা নিয়ে বকুলতলার অফিসে যাচ্ছিলেন তারাপদ দে ৷ অভিযোগ, তখনই তাঁর মুখ চাপা দিয়ে পিছন থেকে ধাক্কা মারে কেউ ৷ না সামলাতে পেরে রাস্তায় পড়ে যান তিনি ৷ দুষ্কৃতীরা তাঁর মাথায় আঘাত করে ৷ তারপরই তাঁর কাছ থেকে টাকা ভরতি ব্যাগ নিয়ে পালিয়ে যায় ৷ ওইদিন রাতেই পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয় ৷

কীভাবে টাকা ছিনতাই নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা ? জানালেন তারাপদবাবু

ঘটনার তদন্তে নেমে তল্লাশি শুরু করে পুলিশ ৷ লালবাজারের অ্যান্টি স্ন্যাচিং বিভাগের কর্মীরা খবর পেয়ে মহেশতলা এলাকায় তল্লাশি চালান ৷ তখনই গ্রেপ্তার করা হয়েছে বিশাল কুমার পান্ডে ও অবিনাশ কুমার সাউ নামে দু'জনকে ৷ পুলিশ সূত্রে খবর, দু'জনই মহেশতলার বোগা নোয়াপাড়ার বাসিন্দা ৷ বিশালের বয়স 21 বছর ৷ আর 25 বছর বয়সি অবিনাশ সাতঘড়া গ্রামের ওই কারখানারই প্রাক্তন কর্মী ৷ তাই তারপদবাবু যে ওইদিন টাকা নিয়ে যাবে, তা সে জানত ৷ সেই সূত্র ধরেই তারাপদর কাছ থেকে টাকা ছিনতাই করে তারা ৷ দু'জনকে গ্রেপ্তার করলেও ছিনতাইয়ের টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ ৷

কলকাতা, 26 জানুয়ারি : মাথায় আঘাত করে পাঁচ লাখ 41 হাজার টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে কোনও সূত্র পাচ্ছিল না পুলিশ । ক্ষোভ বাড়ছিল পর্ণশ্রী থানা এলাকার সাতঘড়া গ্রামের বাসিন্দাদের । ঘটনায় অবশেষে সাফল্য পেল পুলিশ । আজ ভোররাতে গ্রেপ্তার করা হয় দু'জনকে । আলিপুর আদালতে তাদের তোলা হয় ৷

17 জানুয়ারি সন্ধ্যা সাতটা নাগাদ সাতঘড়া গ্রামের একটি কারখানা থেকে পাঁচ লাখ 41 হাজার টাকা নিয়ে বকুলতলার অফিসে যাচ্ছিলেন তারাপদ দে ৷ অভিযোগ, তখনই তাঁর মুখ চাপা দিয়ে পিছন থেকে ধাক্কা মারে কেউ ৷ না সামলাতে পেরে রাস্তায় পড়ে যান তিনি ৷ দুষ্কৃতীরা তাঁর মাথায় আঘাত করে ৷ তারপরই তাঁর কাছ থেকে টাকা ভরতি ব্যাগ নিয়ে পালিয়ে যায় ৷ ওইদিন রাতেই পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয় ৷

কীভাবে টাকা ছিনতাই নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা ? জানালেন তারাপদবাবু

ঘটনার তদন্তে নেমে তল্লাশি শুরু করে পুলিশ ৷ লালবাজারের অ্যান্টি স্ন্যাচিং বিভাগের কর্মীরা খবর পেয়ে মহেশতলা এলাকায় তল্লাশি চালান ৷ তখনই গ্রেপ্তার করা হয়েছে বিশাল কুমার পান্ডে ও অবিনাশ কুমার সাউ নামে দু'জনকে ৷ পুলিশ সূত্রে খবর, দু'জনই মহেশতলার বোগা নোয়াপাড়ার বাসিন্দা ৷ বিশালের বয়স 21 বছর ৷ আর 25 বছর বয়সি অবিনাশ সাতঘড়া গ্রামের ওই কারখানারই প্রাক্তন কর্মী ৷ তাই তারপদবাবু যে ওইদিন টাকা নিয়ে যাবে, তা সে জানত ৷ সেই সূত্র ধরেই তারাপদর কাছ থেকে টাকা ছিনতাই করে তারা ৷ দু'জনকে গ্রেপ্তার করলেও ছিনতাইয়ের টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ ৷

Intro:কলকাতা, 26 জানুয়ারি: কলকাতায় আবারও ঘটে ছিনতাইয়ের ঘটনা। এবার রীতিমতো আক্রমণাত্মক পথে ঘটেছিল সেই ঘটনা। অভিযোগ, মাথায় আঘাত করে 3 লাখ টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতী দল। ঘটনার তদন্তে পুলিশ নেমে প্রাথমিকভাবে ঘটনার কোন সূত্র পাচ্ছিল না পুলিশ। ঘটনা নিয়ে ক্ষোভ বাড়ছিল পর্ণশ্রী থানা এলাকার সাতঘড়া গ্রামে। ঘটনায় অবশেষে সাফল্য পেল পুলিশ। গ্রেপ্তার করা হলো দুজনকে।


Body:পুলিশ সূত্রে খবর, ঘটনা 17 জানুয়ারি রাতের। সাতঘড়া গ্রামের একটি কারখানা থেকে 5.41 লাখ টাকা পেমেন্ট নিয়ে ফিরছিলেন এক কর্মী। নাম তারাপদ দে। তিনি টাকা নিয়ে বকুলতলায় অফিসে যাচ্ছিলেন। অভিযোগ, হঠাৎই তার মুখ চাপা দিয়ে পেছন থেকে ধাক্কা মারে কেউ। এতে গুরুতর আঘাত লাগে ওই তার। অন্য একজন এসে তাকে ধাক্কায় রাস্তায় ফেলে দেয়। তখনই অন্যজন তার মুখ চেপে ধরে মাথায় আঘাত করে। অভিযোগ এমনটাই। তখন প্রথমজন তার ব্যাগ ভর্তি টাকা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। দেখা যায় দূরে একটি বাইক দাঁড় করানো আছে। সেই বাইকেই পালায় দুষ্কৃতীরা। 17 জানুয়ারি রাতেই পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের হয়েছে‌।


Conclusion:সেই ঘটনা তদন্তে নেমে গত রাতভর তল্লাশি চালায় পুলিশ। লালবাজারের আন্টি স্ন‍্যাচিং বিভাগের কর্মীরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সেই তল্লাশি চালায় মহেশতলা এলাকায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে বিশাল কুমার পান্ডে এবং অভিনাশ কুমার সাউকে। দুজনেই মহেশতলার বোগা নোয়াপাড়ার বাসিন্দা। বিশালের বয়স 21 বছর। আর অবিনাশ 25 বছরের যুবক। অবিনাশ ওই কারখানার প্রাক্তন কর্মী। সেই কারণেই সে জানতো তারা পদক মোটা টাকা পেমেন্ট নিয়ে যায়। সেই সূত্রেই তারা ওই ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ছিনতাইয়ের টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
Last Updated : Jan 26, 2020, 11:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.