ETV Bharat / state

অসম থেকে কলকাতায় গাঁজা পাচার, ধৃত 2 - 133 kg cannabis recovered in kolkata

পশ্চিম বন্দর থানা এলাকা থেকে ধনঞ্জয় দেবনাথ ও বিপ্লব দেবনাথ নামে দুই ব্যক্তিকে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। দু'জনেই অসমের নগাঁওয়ের বাসিন্দা। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় 133 কেজি গাঁজা উদ্ধার করা হয় ।

ছবি
author img

By

Published : Nov 19, 2019, 4:11 PM IST

কলকাতা, 19 নভেম্বর : অসম থেকে কলকাতায় গাঁজা পাচার করতে এসে ধরা পড়ল দু'জন। ধৃতদের নাম ধনঞ্জয় দেবনাথ ও বিপ্লব দেবনাথ। তাদের কাছে থেকে 133 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর ছিল যে, অসম থেকে কলকাতায় প্রচুর গাঁজা ঢুকছে । বন্দর এলাকায় সেগুলি পাচার করা হবে বলে । গতকাল দুপুরে বন্দর এলাকায় অপেক্ষায় ছিলেন গোয়েন্দারা। পশ্চিম বন্দর থানা এলাকার হাইড রোডে একটি গাড়িকে তাঁরা থামান । গাড়ির নাম্বার WB-06 G 2183। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে পাঁচটি বড় প্যাকেট পাওয়া যায় । প্যাকেটগুলিতে প্রায় 133 কেজি গাঁজা ছিল । গ্রেপ্তার করা হয় ধনঞ্জয় দেবনাথ ও বিপ্লব দেবনাথ নামে দুই ব্যক্তিকে । তারা দুজনেই অসমের নগাঁওয়ের বাসিন্দা।

image
উদ্ধার হওয়া গাঁজা

টাস্কফোর্সের গোয়েন্দারা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে । পাচার চক্রের পান্ডার খোঁজে তল্লাশি শুরু হয়েছে । আজ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

কলকাতা, 19 নভেম্বর : অসম থেকে কলকাতায় গাঁজা পাচার করতে এসে ধরা পড়ল দু'জন। ধৃতদের নাম ধনঞ্জয় দেবনাথ ও বিপ্লব দেবনাথ। তাদের কাছে থেকে 133 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর ছিল যে, অসম থেকে কলকাতায় প্রচুর গাঁজা ঢুকছে । বন্দর এলাকায় সেগুলি পাচার করা হবে বলে । গতকাল দুপুরে বন্দর এলাকায় অপেক্ষায় ছিলেন গোয়েন্দারা। পশ্চিম বন্দর থানা এলাকার হাইড রোডে একটি গাড়িকে তাঁরা থামান । গাড়ির নাম্বার WB-06 G 2183। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে পাঁচটি বড় প্যাকেট পাওয়া যায় । প্যাকেটগুলিতে প্রায় 133 কেজি গাঁজা ছিল । গ্রেপ্তার করা হয় ধনঞ্জয় দেবনাথ ও বিপ্লব দেবনাথ নামে দুই ব্যক্তিকে । তারা দুজনেই অসমের নগাঁওয়ের বাসিন্দা।

image
উদ্ধার হওয়া গাঁজা

টাস্কফোর্সের গোয়েন্দারা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে । পাচার চক্রের পান্ডার খোঁজে তল্লাশি শুরু হয়েছে । আজ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

Intro:কলকাতা, 19 নভেম্বর: শত ধরপাকরেও দমানো যাচ্ছে না উত্তর-পূর্বের মাদক পাচারকারীদের। উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে কলকাতায় গাঁজা পাচার চক্র সক্রিয় রয়ে গেছে। ফের তার প্রমাণ মিলল। অসম থেকে প্রচুর পরিমাণে গাঁজা কলকাতায় পাচার করতে এসে ধরা পরল দুই পাচারকারী। তাদের কাছে উদ্ধার হয়েছে 133 কেজি গাঁজা।Body:খবর ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কাছে। অসম থেকে কলকাতায় ঢুকছে প্রচুর গাঁজা। বন্দর এলাকায় পাচার করা হবে সেগুলি। সোর্সর কাছে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল দুপুরে বন্দর এলাকায় ছড়িয়ে পড়ে গোয়েন্দারা। পশ্চিম বন্দর থানা এলাকার হাইডরোডে একটি সন্দেহজনক গাড়িকে থামান গোয়েন্দারা। যার রেজিস্ট্রেশন নাম্বার WB-06 G 2183। গাড়িতে ছিল 32 বছরের ধনঞ্জয় দেবনাথ ওরফে বাবলু এবং 28 বছরের বিপ্লব দেবনাথ। তারা দুজনেই অসমের নগাঁওয়ে বাসিন্দা। গাড়িটিতে তল্লাশি চালাতে পাওয়া যায় পাঁচটি বড় প্যাকেট। সেগুলিতে ছিল প্রচুর গাঁজা। জারজন 133 কেজি। তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় দুই গাঁজা পাচারকারীকে। Conclusion:টাস্কফোর্সের গোয়েন্দারা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কার হাতে প্রচুর গাঁজা তুলে দিতো তা জানার চেষ্টা করছে। এই পাচার চক্রের মূল কিংপিনের খোঁজ চলছে। আজ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।




ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.