কলকাতা, 19 নভেম্বর : অসম থেকে কলকাতায় গাঁজা পাচার করতে এসে ধরা পড়ল দু'জন। ধৃতদের নাম ধনঞ্জয় দেবনাথ ও বিপ্লব দেবনাথ। তাদের কাছে থেকে 133 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর ছিল যে, অসম থেকে কলকাতায় প্রচুর গাঁজা ঢুকছে । বন্দর এলাকায় সেগুলি পাচার করা হবে বলে । গতকাল দুপুরে বন্দর এলাকায় অপেক্ষায় ছিলেন গোয়েন্দারা। পশ্চিম বন্দর থানা এলাকার হাইড রোডে একটি গাড়িকে তাঁরা থামান । গাড়ির নাম্বার WB-06 G 2183। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে পাঁচটি বড় প্যাকেট পাওয়া যায় । প্যাকেটগুলিতে প্রায় 133 কেজি গাঁজা ছিল । গ্রেপ্তার করা হয় ধনঞ্জয় দেবনাথ ও বিপ্লব দেবনাথ নামে দুই ব্যক্তিকে । তারা দুজনেই অসমের নগাঁওয়ের বাসিন্দা।
টাস্কফোর্সের গোয়েন্দারা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে । পাচার চক্রের পান্ডার খোঁজে তল্লাশি শুরু হয়েছে । আজ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।