কলকাতা, 28 নভেম্বর: রবিবার তৃণমূল সাংসদ শান্তনু সেন ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে যে টুইট যুদ্ধ শুরু হয়েছিল তা অব্যাহত সোমবারও ৷ এদিন তা নয়া মাত্রা পেয়েছে ৷ সুকান্তের বিরুদ্ধে তাঁর মেয়েকে আতঙ্কগ্রস্থ করার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ ৷ এই নিয়ে আইনি পথেও হাঁটছেন বলে জানিয়েছেন শান্তনু সেন (tweet war between Santanu Sen and Sukanta Majumdar continues) ৷
এই বিবাদের সূচনা রবিবার ৷ এদিন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের মেয়েকে নিয়ে একটি টুইট করেন ৷ যেখানে তাঁর অভিযোগ ছিল, মেডিক্যালের সর্বভারতীয় পরীক্ষা এনইইটি পাশ না-করেই এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছেন ৷ স্বাভাবিক ভাবেই বিষয়টি ভুল বলে জানান শান্তনু সেন ৷ তাঁর অভিযোগ ছিল, রাজনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে না-পেরে তাঁর পরিবার ও মেয়েকে নিয়ে মিথ্যাচার করছেন সুকান্ত ৷ তাঁর মেয়ে মেধামী ও এনইইটি পরীক্ষায় পাশ করেই ডাক্তারি পড়ছেন বলে জানান তৃণমূল সাংসদ (TMC MP Santanu Sen) ৷
আরও পড়ুন: টুইট যুদ্ধে সুকান্ত-শান্তনু, বিজেপি নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের
-
Thank you Dr. Sen for accepting the veracity of the documents shared by me. Rest, you're free to create hullabaloo and shy away from facts. I put one tweet and you had to tweet thrice in order to counter my claims and failed miserably. https://t.co/QT1gHDy74w
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you Dr. Sen for accepting the veracity of the documents shared by me. Rest, you're free to create hullabaloo and shy away from facts. I put one tweet and you had to tweet thrice in order to counter my claims and failed miserably. https://t.co/QT1gHDy74w
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 28, 2022Thank you Dr. Sen for accepting the veracity of the documents shared by me. Rest, you're free to create hullabaloo and shy away from facts. I put one tweet and you had to tweet thrice in order to counter my claims and failed miserably. https://t.co/QT1gHDy74w
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 28, 2022
সোমবার টুইটে একাধিক ছবি দিয়ে এর পালটা দাবি করেন সুকান্ত মজুমদার (BJP MP Sukanta Majumdar)৷ তিনি জানান, শান্তনু সেনের মেয়ে 1 লাখ 21 হাজারেরও বেশি ব়্যাঙ্ক করার পরেও ডাক্তারি পড়ার জন্য আরজি করে সুযোগ পেয়েছেন ৷ নির্দিষ্ট কোটার মাধ্যমে তাকে ওই সুযোগ করে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কোনও সাধারণ পড়ুয়া এই সুযোগ পেতেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি (tweet of Sukanta Majumdar) ৷
এরপরেই পালটা টুইটে এদিন তৃণমূল সাংসদ অভিযোগ করেন, নারী ক্ষমতায়ন ও 'বেটি পড়াও বেটি বাঁচাও'-এর নাম করা বিজেপি নেতা রাজনৈতিক ভাবে লড়তে না-পেরে তাঁর মেয়েকে নিয়ে মন্তব্য করছেন ৷ বিষয়টিকে তাঁর মেয়ের মানসিক হেনস্থা বলেও দাবি করেছেন শান্তনু ৷ জানিয়েছেন তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছেন ৷ এরপর আর একটি টুইট করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সেখানে তিনি লিখেছেন, "আমার দেওয়া তথ্যের সত্যতা স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ ৷ আমার একটা টুইটের জবাব দিতে আপনাকে পরপর তিনটে টুইট করতে হচ্ছে তার পরেও জিততে পারছেন না ৷ আপনি দৃষ্টি ঘোরানোর চেষ্টা করে, আসল তথ্য থেকে পালাতেই পারেন ৷ "