কলকাতা, 10 জুন : কোরোনা সংক্রমণের মাঝেই নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল যুব কংগ্রেস ৷ নাম "বাংলার যুবশক্তি" ৷ 11 জুন থেকে চালু হচ্ছে এই কর্মসূচি ৷ চলবে ১১ জুলাই পর্যন্ত ।
গতকাল তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্য ও জেলা স্তরের নেতারা ৷ সেখানেই এই কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয় ৷ কোরোনা পরিস্থিতির মাঝে প্রত্যেকের কাছে সরকারি সুবিধা পৌঁছাচ্ছে কি না তা খতিয়ে দেখবেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ৷ এছাড়া চিকিৎসার ব্যবস্থাও করা হবে ৷ নানাভাবে সাহায্য করা হবে সাধারণ মানুষকে ৷
এর আগে "দিদিকে বলো" থেকে শুরু করে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত "দিদিকে বলো" কর্মসূচি সফল বলেও দলীয় সূত্রে খবর ৷ আর সামনেই রাজ্যে বিধানসভা ভোট ৷ তার আগে কোরোনা সংক্রমণ ও আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেই চলেছে বিরোধীরা ৷ রাজ্যে সংক্রমণ বৃদ্ধির জন্য রাজ্য সরকারকেই দোষারোপ করছে তারা ৷ ডিজিটাল ব়্যালি করে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন অমিত শাহও ৷
এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে "বাংলার যুব শক্তি" নামে কর্মসূচি চালু করছে তৃণমূল যুব কংগ্রেস ৷ এর মূল লক্ষ্য হল-রাজ্যের মানুষকে কোরোনা সংক্রমণ থেকে বাঁচানো ৷ বাড়ি বাড়ি গিয়ে সচেতনও করবেন তাঁরা ৷