কলকাতা, 22 সেপ্টেম্বর: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের ভাইপো মন্তব্যের পর, এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের তরফে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে পদের অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে ৷ বিচারপতিকে সরাসরি রাজনীতির ময়দানে নামার চ্যালেঞ্জও জানিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল ৷
শুক্রবার কলকাতা হাইকোর্টে কোভিড ক্ষতিপূরণের একটি মামলায় ভাইপো প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মামলায় তিনি বলেন, ‘‘কে এক ভাইপো আছেন, তাঁর বাড়ি চারতলা । কোটি টাকার বাড়ি । কোথা থেকে আসে এত টাকা ? চোলাই মদ খেয়ে মৃত্যু হলে দু’লাখ, কোভিডে মৃত্যুতে কত ! আদৌ কি টাকা পাওয়া যায় ?’’
বিচারপতির এই মন্তব্যের সমালোচনা করল তৃণমূল কংগ্রেস ৷ এ দিন দুবাইয়ে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি বলেন, ‘‘পদের রক্ষাকবচকে কাজে লাগিয়ে, রাজনৈতিক উইশ লিস্ট পূরণের চেষ্টা করছেন বিচারপতি ।’’ তাঁর কড়া চ্যালেঞ্জ, ‘‘পদ ছেড়ে রাজনীতির ময়দানে আসুন ।’’
এ দিন কুণাল ঘোষ আরও বলেন, ‘‘তিনি বিচারপতির চেয়ারের অপব্যবহার করছেন । মহামান্য বিচারপতি চেয়ারের যে সম্মান এবং এর যে রক্ষাকবচ, তার সুযোগ নিয়ে রাজনীতি করছেন । বিরোধীদের ফুসমন্তর দিচ্ছেন এবং এমন ধরনের মন্তব্য করছেন যে ওঁর রাজনৈতিক উইশ লিস্ট এবং ওঁর রাজনৈতিক অবস্থান প্রকাশ্যে চলে আসছে ।’’
তৃণমূলের এই মুখপাত্র রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু ও তাঁর ছেলে চন্দন বসুর প্রসঙ্গ টানেন ৷ কুণাল ঘোষ বলেন, ‘‘মনে নেই কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের জ্যোতিবাবু যখন ছিলেন, তখন চন্দন বসুকে নিয়ে কী কী হয়েছিল ! বেঙ্গল ল্যাম্প নিয়ে যে সমস্ত কেলেঙ্কারি হয়েছিল সেই সময়, লজ্জা করে না । সেগুলি নিয়ে আলোচনা করতে পারেন না । আপনি যে কাজ করছেন, আপনার যদি ক্ষমতা থাকে চেয়ার ছাড়ুন । রাজনীতির ময়দানে আসুন ।’’
তিনি আরও বলেন, ‘‘বিচারপতির চেয়ারে বসে বিচারকের চেয়ারকে কলঙ্কিত করে আপনি যে কাজ করছেন তা করতে পারেন না । হাইকোর্টের একটি বেঞ্চ যেদিন বলছে অভিষেকের বিরুদ্ধে কোনও অর্থবহ প্রমাণ পাওয়া যাচ্ছে না, সেদিন ইচ্ছাকৃতভাবে অন্য খবর তৈরি করার জন্য বিচারপতি এই ধরনের মন্তব্য করছেন । আইনের বাইরে গিয়ে আপনি বিরোধিতা করছেন এবং বিরোধীদের হাওয়া দিচ্ছেন ।’’
আরও পড়ুন: 'আদালতের নির্দেশে স্পষ্ট, অভিষেকই টার্গেট,' দাবি তৃণমূলের