ETV Bharat / state

Trinamool Congress: কালীঘাটে ফিরছে জনতার দরবার, অভিযোগ শুনবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি - তৃণমূল কংগ্রেস

কোভিড অতিমারীর জন্য কালীঘাটে বন্ধ হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের জনতার দরবার ৷ গতকাল, রবিবার সেই শিবির আবার বসে৷ তবে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে আগামী রবিবার থেকে ৷ সেখানে সরাসরি গিয়ে এবার অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ ৷

Trinamool Congress
Trinamool Congress
author img

By

Published : May 15, 2023, 1:28 PM IST

Updated : May 15, 2023, 1:40 PM IST

কলকাতা, 15 মে: কোভিড অতিমারী বাঙালির দিনলিপিতে অনেক কিছুই বদল এনেছিল । একইভাবে বদল এসেছিল বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও । অতিমারীর আগে প্রত্যেক রবিবার কালীঘাটের বাড়িতে বসত তৃণমূল কংগ্রেসের জনতার দরবার । সারা রাজ্য থেকে কখনও সরকারি বিষয় নিয়ে অভিযোগ জানাতে, কখনও তৃণমূলের বিষয় নিয়ে ক্ষোভ জানাতে মানুষ সেখানে আসতেন । কিন্তু করোনাকালে এই ব্যবস্থা বন্ধ হয়ে যায় । বরং অনলাইনে ও ফোন মারফত অভিযোগ জানানোর প্রক্রিয়ায় জোর দেওয়া হয় ওই সময় ।

এবার আবার পুরনো চেহারায় ফিরছে জনতার দরবার । গতকাল অর্থাৎ রবিবার কোভিডের পর প্রথমবার কালীঘাট মিলন সংঘে জনতার দরবারে বসলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা । বাংলার শাসক দলের তরফে জানা গিয়েছে, এবার থেকে প্রত্যেক রবিবার নেত্রীর কাছে অভিযোগ জানানোর এই প্রক্রিয়া আবারও শুরু হল । এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আগামী রবিবার বসবেন ৷ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কালীঘাট মিলন সংঘে থাকবেন তিনি ।

এছাড়াও থাকবেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন-সহ আরও একাধিক নেতৃত্ব । মূলত, দলীয় স্তরে বিভিন্ন অভিযোগ ও ক্ষোভ ও বিক্ষোভের কথা সরাসরি যাঁরা তৃণমূল নেত্রীকে জানাতে চান, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সংযোগ স্থাপনের কাজ করবেন এই নেতৃত্ব । তাছাড়া সাধারণ মানুষ গিয়ে সরকারি অভিযোগও জানাতে পারেন ৷ সেই সব অভিযোগ শোনার জন্য একজন মুখ্যমন্ত্রীর দফতরের একজন আধিকারিক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উদ্ধারের ক্ষেত্রে সক্রিয় ভাবে কাজ করছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক (যদিও এই মুহূর্তে এই ভোটকুশলীর ঘোষণা অনুযায়ী প্রশান্ত কিশোর সরাসরি আইপ্যাকের সঙ্গে যুক্ত নন) ৷ তবে আইপ্যাকের হাত ধরে ‘দিদিকে বলো’ থেকে একের পর এক দলীয় কর্মসূচি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভালো লাভ দিয়েছে ।

তবে তৃণমূলের নিজস্ব জনসংযোগ প্রক্রিয়া যথারীতি চালু ছিল করোনাকাল পর্যন্ত । ফলে সেই সময় কালীঘাটে দলনেত্রীকে নিজের কথা জানাতে রবিবার প্রায় তিন-চারশো তৃণমূল কর্মীকে নিয়ম করে আসতেন এই জনতার দরবারে । শাসক দল মনে করে, অত্যাধুনিক ব্যবস্থা থাকলেও সশরীরে এসে ওই দরবারে অভিযোগ জানানোর গুরুত্বই আলাদা বলে মনে করে সাধারণ মানুষ থেকে দলের কর্মীরা । আর তাই পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন করে আবার জনতার দরবার শুরু হওয়ায় মনে করা হচ্ছে, আবার আগের মতোই ভিড় লক্ষ্য করা যাবে কালীঘাটে ।

আরও পড়ুন: মাতৃদিবসে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী, লিখলেন কবিতা 'মা'

কলকাতা, 15 মে: কোভিড অতিমারী বাঙালির দিনলিপিতে অনেক কিছুই বদল এনেছিল । একইভাবে বদল এসেছিল বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও । অতিমারীর আগে প্রত্যেক রবিবার কালীঘাটের বাড়িতে বসত তৃণমূল কংগ্রেসের জনতার দরবার । সারা রাজ্য থেকে কখনও সরকারি বিষয় নিয়ে অভিযোগ জানাতে, কখনও তৃণমূলের বিষয় নিয়ে ক্ষোভ জানাতে মানুষ সেখানে আসতেন । কিন্তু করোনাকালে এই ব্যবস্থা বন্ধ হয়ে যায় । বরং অনলাইনে ও ফোন মারফত অভিযোগ জানানোর প্রক্রিয়ায় জোর দেওয়া হয় ওই সময় ।

এবার আবার পুরনো চেহারায় ফিরছে জনতার দরবার । গতকাল অর্থাৎ রবিবার কোভিডের পর প্রথমবার কালীঘাট মিলন সংঘে জনতার দরবারে বসলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা । বাংলার শাসক দলের তরফে জানা গিয়েছে, এবার থেকে প্রত্যেক রবিবার নেত্রীর কাছে অভিযোগ জানানোর এই প্রক্রিয়া আবারও শুরু হল । এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আগামী রবিবার বসবেন ৷ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কালীঘাট মিলন সংঘে থাকবেন তিনি ।

এছাড়াও থাকবেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন-সহ আরও একাধিক নেতৃত্ব । মূলত, দলীয় স্তরে বিভিন্ন অভিযোগ ও ক্ষোভ ও বিক্ষোভের কথা সরাসরি যাঁরা তৃণমূল নেত্রীকে জানাতে চান, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সংযোগ স্থাপনের কাজ করবেন এই নেতৃত্ব । তাছাড়া সাধারণ মানুষ গিয়ে সরকারি অভিযোগও জানাতে পারেন ৷ সেই সব অভিযোগ শোনার জন্য একজন মুখ্যমন্ত্রীর দফতরের একজন আধিকারিক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উদ্ধারের ক্ষেত্রে সক্রিয় ভাবে কাজ করছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক (যদিও এই মুহূর্তে এই ভোটকুশলীর ঘোষণা অনুযায়ী প্রশান্ত কিশোর সরাসরি আইপ্যাকের সঙ্গে যুক্ত নন) ৷ তবে আইপ্যাকের হাত ধরে ‘দিদিকে বলো’ থেকে একের পর এক দলীয় কর্মসূচি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভালো লাভ দিয়েছে ।

তবে তৃণমূলের নিজস্ব জনসংযোগ প্রক্রিয়া যথারীতি চালু ছিল করোনাকাল পর্যন্ত । ফলে সেই সময় কালীঘাটে দলনেত্রীকে নিজের কথা জানাতে রবিবার প্রায় তিন-চারশো তৃণমূল কর্মীকে নিয়ম করে আসতেন এই জনতার দরবারে । শাসক দল মনে করে, অত্যাধুনিক ব্যবস্থা থাকলেও সশরীরে এসে ওই দরবারে অভিযোগ জানানোর গুরুত্বই আলাদা বলে মনে করে সাধারণ মানুষ থেকে দলের কর্মীরা । আর তাই পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন করে আবার জনতার দরবার শুরু হওয়ায় মনে করা হচ্ছে, আবার আগের মতোই ভিড় লক্ষ্য করা যাবে কালীঘাটে ।

আরও পড়ুন: মাতৃদিবসে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী, লিখলেন কবিতা 'মা'

Last Updated : May 15, 2023, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.