ETV Bharat / state

অমিত শাহের ফ্লপ শো থেকে নজর ঘোরাতেই সিবিআই হানা, দাবি তৃণমূলের - তৃণমূল কংগ্রেস

Trinamool Congress on CBI Raid: বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় সিবিআই অভিযান চলেছে ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, কলকাতায় অমিত শাহের সভা ফ্লপ হয়েছে ৷ সেটা থেকে নজর ঘোরাতেই এই সিবিআই অভিযান ৷

Trinamool Congress on CBI Raid
Trinamool Congress on CBI Raid
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 6:54 PM IST

কলকাতা, 30 নভেম্বর: অমিত শাহের সভার পরের দিনই একাধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায় ও মুখপাত্র কুণাল ঘোষ । তাঁদের অভিযোগ, "অমিত শাহের ফ্লপ শো থেকে নজর ঘোরাতেই সিবিআই হানা ।’’

এ দিন কুণাল ঘোষ বলেন, "কারও বাড়ি থেকে কিছু টাকা পাওয়া গেলে, তা বৈধ না অবৈধ তার উপসংহারে আসার সময় আসেনি । তিনি কোনও ব্যবসা করেন কি না, তার হিসেব তাঁর কাছে আছে কি না কিংবা ব্যাংক থেকে নিয়েছেন কি না, যাচাই সময়সাপেক্ষ । তার আগে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল নেতার বাড়িতে টাকা পাওয়া গিয়েছে বলে প্রচার করার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন ।’’

তিনি আরও বলেন, ‘‘আসলে অমিত শাহ ফ্লপ শো থেকে নজর ঘোরাতে বিজেপির গণসংঠন সিবিআইকে কাজে লাগিয়েছে । এর বাইরে কিছুই নয়। ফ্লপ শো থেকে নজর ঘোরাতেই সিবিআই হানা বলেই আমরা মনে করছি ।" তবে, অবৈধ টাকা পাওয়া গেলে তার বিরুদ্ধে দল যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে । দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স বলেও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে ।

সুকান্ত মজুমদারকে নিশানা করে কুণাল ঘোষের বক্তব্য, "সুকান্ত মজুমদার যে ভাষায় কথা বলছেন, তা নিয়ে কিন্তু বিশাল কিছু হয়ে যেতে পারে । ঘরে বাইরে চাপে পড়ে যাবেন । বুকে নেই দম, খাবে চমচম । শুভেন্দুর মতো চোরকে পাশে বসিয়ে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবে বিজেপির গণসংঠন সিবিআই ! সুকান্ত মজুমদার দুর্নীতি নিয়ে বলতে গেলে আগে পাশের চেয়ার থেকে শুভেন্দুকে গ্রেফতার করুন । তারপর দুর্নীতি, সিবিআই নিয়ে লাফালাফি করবেন সুকান্ত মজুমদার ।"

21 জুলাই ও তৃণমূলকে নিয়ে সুকান্ত মজুমদারকে সতর্ক করে বিধায়ক তাপস রায় বলেন, "আপনি রাজ্য সভাপতি, যে ভাষায় কথা বলছেন, তা রাজনৈতিক দলের নেতার ভাষা হতে পারে না । বিজেপি কর্মীদেরও বলছি রাজ্য সভাপতিকে সামলান । শুভেন্দুকেও বলছি যে ভাষায় কথা বলছেন, তা বলবেন না । আপনি তো নিজের আয়নায় অন্যের মুখ দেখেন । শুভেন্দুর বিষয়ে কুণাল অনেক বলেছে৷ আর বেশি কিছু বলব না । তাছাড়া, গতকাল সুপার ডুপার ফ্লপ শো থেকে নজর ঘোরাতেই এসব কর্মসূচি । রাজনৈতিক ভাবে দিশাহীন পাগলামি ।"

আরও পড়ুন:

  1. ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে নোটের বান্ডিল, এল টাকা গোনার মেশিন; চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
  2. রাজারহাট থেকে দেবরাজকে নিয়ে অন্যত্র তল্লাশিতে গেল সিবিআই
  3. বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, অধ্যক্ষের কাছে নালিশ তৃণমূলের

কলকাতা, 30 নভেম্বর: অমিত শাহের সভার পরের দিনই একাধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায় ও মুখপাত্র কুণাল ঘোষ । তাঁদের অভিযোগ, "অমিত শাহের ফ্লপ শো থেকে নজর ঘোরাতেই সিবিআই হানা ।’’

এ দিন কুণাল ঘোষ বলেন, "কারও বাড়ি থেকে কিছু টাকা পাওয়া গেলে, তা বৈধ না অবৈধ তার উপসংহারে আসার সময় আসেনি । তিনি কোনও ব্যবসা করেন কি না, তার হিসেব তাঁর কাছে আছে কি না কিংবা ব্যাংক থেকে নিয়েছেন কি না, যাচাই সময়সাপেক্ষ । তার আগে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল নেতার বাড়িতে টাকা পাওয়া গিয়েছে বলে প্রচার করার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন ।’’

তিনি আরও বলেন, ‘‘আসলে অমিত শাহ ফ্লপ শো থেকে নজর ঘোরাতে বিজেপির গণসংঠন সিবিআইকে কাজে লাগিয়েছে । এর বাইরে কিছুই নয়। ফ্লপ শো থেকে নজর ঘোরাতেই সিবিআই হানা বলেই আমরা মনে করছি ।" তবে, অবৈধ টাকা পাওয়া গেলে তার বিরুদ্ধে দল যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে । দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স বলেও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে ।

সুকান্ত মজুমদারকে নিশানা করে কুণাল ঘোষের বক্তব্য, "সুকান্ত মজুমদার যে ভাষায় কথা বলছেন, তা নিয়ে কিন্তু বিশাল কিছু হয়ে যেতে পারে । ঘরে বাইরে চাপে পড়ে যাবেন । বুকে নেই দম, খাবে চমচম । শুভেন্দুর মতো চোরকে পাশে বসিয়ে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবে বিজেপির গণসংঠন সিবিআই ! সুকান্ত মজুমদার দুর্নীতি নিয়ে বলতে গেলে আগে পাশের চেয়ার থেকে শুভেন্দুকে গ্রেফতার করুন । তারপর দুর্নীতি, সিবিআই নিয়ে লাফালাফি করবেন সুকান্ত মজুমদার ।"

21 জুলাই ও তৃণমূলকে নিয়ে সুকান্ত মজুমদারকে সতর্ক করে বিধায়ক তাপস রায় বলেন, "আপনি রাজ্য সভাপতি, যে ভাষায় কথা বলছেন, তা রাজনৈতিক দলের নেতার ভাষা হতে পারে না । বিজেপি কর্মীদেরও বলছি রাজ্য সভাপতিকে সামলান । শুভেন্দুকেও বলছি যে ভাষায় কথা বলছেন, তা বলবেন না । আপনি তো নিজের আয়নায় অন্যের মুখ দেখেন । শুভেন্দুর বিষয়ে কুণাল অনেক বলেছে৷ আর বেশি কিছু বলব না । তাছাড়া, গতকাল সুপার ডুপার ফ্লপ শো থেকে নজর ঘোরাতেই এসব কর্মসূচি । রাজনৈতিক ভাবে দিশাহীন পাগলামি ।"

আরও পড়ুন:

  1. ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে নোটের বান্ডিল, এল টাকা গোনার মেশিন; চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
  2. রাজারহাট থেকে দেবরাজকে নিয়ে অন্যত্র তল্লাশিতে গেল সিবিআই
  3. বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, অধ্যক্ষের কাছে নালিশ তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.