কলকাতা, 27 ফেব্রুয়ারি : প্রায় 60 লাখ টাকা প্রতারণার অভিযোগ কলকাতার এক ট্র্যাভেল এজেন্সির বিরুদ্ধে ৷ ওই ট্র্যাভেল এজেন্সি অফিস খুলেছিল পার্ক স্ট্রিট থানা এলাকার 4/2 কলিন লেনে ৷ সংস্থার নাম আবদুল আহাদ টুর অ্যান্ড ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড ৷ অভিযোগ, ওই সংস্থা 60 লাখ টাকা প্রতারণা করেছে হজে পাঠানোর নামে । ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পার্ক স্ট্রিট এবং জোড়াসাঁকো থানায় ।
প্রতারিতের নাম মহম্মদ আরশাদ ৷ তিনিও একটি ট্র্যাভেলস কম্পানির মালিক । জোড়াসাঁকো থানা এলাকার মদনমোহন বর্মণ স্ট্রিটে তাঁর অফিস । আরশাদের অভিযোগ, 2017 সাল থেকে তিনি বিভিন্নজনকে হজযাত্রায় সহযোগিতা করছেন । সেই সূত্রেই তাঁর সঙ্গে আলাপ হয় আবদুল আহাদ টুর অ্যান্ড ট্র্যাভেলসের । ওই সংস্থা দাবি করে, বিগত দিনে বহু মানুষকে তারা হজযাত্রার ব্যবস্থা করে দিয়েছে ৷ তাই, আরশাদ অনেককে লাখ লাখ টাকার বিনিময়ে ওই সংস্থার সঙ্গে হজে পাঠানোর পরিকল্পনা নেন । সেইজন্য ওই সংস্থার অ্যাকাউন্টে প্রায় 60 লাখ টাকা বিভিন্ন মানুষের থেকে নিয়ে পাঠিয়ে দেন ৷
আবদুল আহাদ টুর অ্যান্ড ট্র্যাভেলস সংস্থাটি চালান মহম্মদ খালেদ নামে এক ব্যক্তি ৷ অভিযোগ, সম্প্রতি কোনও টাকা পাওয়ার কথা অস্বীকার করেন খালেদ ৷ মাথায় আকাশ ভেঙে পড়ে আরশাদের ৷ তিনি 18 ফেব্রুয়ারি কলিন লেনে ঘটনার বিহিত করতে গেলে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ । এরপর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন ।
ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ৷