কলকাতা, 23 মার্চ : ভোটকেন্দ্রে শিশুদের নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। শিশুকে সঙ্গে নিয়ে ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হয়ে পড়ে বিড়ম্বনা। তাই অনেক সময় ভোটই দিতে যান না শিশুর মা। বিষয়টি বুঝে নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে বলা হয়েছে, প্রতি ভোটকেন্দ্রে রাখতে হবে প্রশিক্ষিত অ্যাটেনডেন্ট। যারা শিশুর দেখভাল করবে।
পাশাপাশি এবারের ভোটে বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করতে বলা হয়েছে কমিশনের তরফ থেকে। সুগম নির্বাচনের বছরে বিশেষভাবে সক্ষমদের জন্য বছরভর নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কোনও ভোটারই যাতে বাদ না পড়ে এই স্লোগান নিয়ে, সামারি রিভিশনে ঝাঁপিয়ে পড়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। যেখানে বিশেষভাবে সক্ষমদের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নেওয়া হয়েছিল বিশেষ উদ্যোগ। সূত্রের খবর, এখন ভোটার তালিকা সংশোধনের যে কাজ চলছে তাতে বিশেষভাবে সক্ষমদের নাম তালিকায় সংযোজন চোখে পড়ার মতোই। রাজ্যের এবার নির্বাচনী আইকন জিজা ঘোষও বিশেষভাবে সক্ষম। এবার কমিশনের নির্দেশ, বিশেষভাবে সক্ষমদের বুথে আনার জন্য নিতে হবে ব্যবস্থা। প্রয়োজনে তাঁদের বুথে আনার জন্য দিতে হবে পাবলিক ট্রান্সপোর্ট। এটা যদি না করা যায় তবে ভাড়া করা যানবাহনের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি বুথে রাখতে হবে ব়্যাম্পের ব্যবস্থা। যাতে সহজেই তারা ভোটকক্ষে পৌঁছতে পারেন।
নির্বাচন কমিশনের নির্দেশ, এবার ভোটে ভোটারদের জন্য ব্যবস্থা রাখতে হবে পানীয় জলের। ভোটকেন্দ্রে রাখতে হবে মেডিকেল কিট। যদি কোনও ভোটকেন্দ্রে বেশি বুথ থাকে তবে রাখতে হবে হেল্প ডেস্ক। বুথে ব্যবস্থা রাখতে হবে টয়লেটের। ইতিমধ্যেই এই নির্দেশিকা এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে পৌঁছেছে।