1. বেড়েছে শ্বাসকষ্ট, হাসপাতালে ভরতি বুদ্ধদেব ভট্টাচার্য
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে ৷ বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷
2. মতুয়ারা দেশের নাগরিক , তাদের আলাদা সার্টিফিকেটের দরকার নেই : মমতা
সিএএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে সিএএ , এনসিআর করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন তিনি ।
3. "একদিনে রেজিগনেশন দেব", কেন বললেন মমতা ?
"আট বছরে বাংলায় যা উন্নয়ন হয়েছে তা অন্য কোথাও হয়নি । তাই চ্যালেঞ্জ করে বলছি, আমার মতো কেউ কাজ করে দেখাতে পারলে একদিনের মধ্যে রেজিগনেশন পাঠিয়ে দেব ।" গোপালনগরের জনসভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আরও বলেন, "আমাকে দুঃখ দেবেন না । এত কাজ করার পরও আপনাদের থেকে দুঃখ পেলে অভিমান নিয়ে সরে যেতে পারি ।"
4. তুফানগঞ্জে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর দেহ, বিক্ষোভ
ফের ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ ৷ কোচবিহারের তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় এক হাইস্কুল থেকে দেহটি উদ্ধার হয় ৷
5. বাংলায় এলে দুঃখ হয়, লজ্জাও লাগে : নাড্ডা
দু'দিনের সফরে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের রাজ্য নেতৃত্ব।
6. চালু হচ্ছে ভারত-বাংলাদেশ রেলপথ
2011 সালে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ঘোষণা করেছিলেন কোচবিহারের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত রেলপথ ফের চালু করা হবে।
7. ভারত বায়োটেক পরিদর্শনে 64 সদস্যের বিদেশি প্রতিনিধিদল
কোভিড ভ্যাকসিন তৈরির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে 28 নভেম্বর তিনটি শহর ঘুরে দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার ভারত বায়োটেক ও বায়োলজিকাল ই পরিদর্শনে এসেছে 64 সদস্যের বিদেশি প্রতিনিধিদল।
8. ক্রিকেটের সব ফরম্য়াটকে বিদায় পার্থিব প্যাটেলের
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট 25টি টেস্ট ম্য়াচ খেলেছেন পার্থিব পটেল ৷ সেখানে 31.13 গড়ে মোট 934 রান করেছেন তিনি ৷ একই সঙ্গে ভারতের হয়ে 38টি ওয়ান’ডে এবং দু‘টি টি-20 ম্য়াচে প্রতিনিধিত্ব করেছেন পার্থিব ৷ শেষবার 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে ভারতের জার্সিতে টেস্ট ম্য়াচ খেলেছিলেন বাঁ হাতি এই উইকেটকিপার ব্য়াটসম্য়ান ৷
9. হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাহুল রায়, চলবে স্পিচ থেরাপি
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাহুল রায় । গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি । এবার তাঁর স্পিচ থেরাপি শুরু করা হবে বলে জানিয়েছেন পরিচালক নীতীন কুমার গুপ্ত ।
10. কুয়াশায় ঢাকা পড়ল হাওড়া শহর , ট্রেন চলাচলে সমস্যা
কুয়াশার চাদরে ঢাকল হাওড়া শহর । আজ সকাল থেকেই গোটা শহর কুয়াশাচ্ছন্ন রয়েছে । ফলে, ট্রেন চলাচলে কিছুটা সমস্যায় হচ্ছে । ধীর গতিতে চলছে দূরপাল্লা ও লোকাল ট্রেন । কুয়াশার কারণে সিগন্যাল ঠিকঠাক দেখা যাচ্ছে না । এদিকে , হাওড়া ব্রিজ, হাওড়ার বিভিন্ন রাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে ।