ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5টা - Top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

author img

By

Published : Dec 22, 2020, 5:03 PM IST

Updated : Dec 22, 2020, 5:12 PM IST

1. প্রাথমিকে 16 হাজার 500 শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

10 জানুয়ারি থেকে নিয়োগের আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

2. 'তোলাবাজ' ভাইপোর হাত থেকে বাংলা বাঁচানোর ডাক শুভেন্দুর

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর প্রথমবার শুভেন্দু অধিকারীর জনসভা। মঙ্গলবার তিনি জনসভা করছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। সভায় উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

3. দেশের জন্য মতাদর্শগত পার্থক্য সরিয়ে রাখা উচিত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কথায়, দেশ বর্তমানে এমন একটা পথে এগিয়ে চলেছে, যেখানে ধর্মের ভেদাভেদ সরিয়ে রেখে প্রত্যেকের জন্য সাংবিধানিক অধিকার ও ভবিষ্যত সুরক্ষিত করা যাচ্ছে। কোনও সম্প্রদায়কেই দূরে সরিয়ে দেওয়া হচ্ছে না। ধর্মীয় পক্ষপাতিত্ব সরিয়ে রেখেই সরকারের যোজনাগুলিকে গরিবদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

4. বাধ্যতামূলক আরটি-পিসিআর, ব্রিটেন থেকে আগত যাত্রীদের জন্য এসওপি জারি

বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে । যদি কারও শরীরে কোরোনার হদিস মেলে তবে তাঁদের স্পাইক জিন-বেসড আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে ।

5. শিল্পে পঞ্চম রাজ্য, অমিত-বাণী উড়িয়ে দাবি সৌগতর

আজ শিক্ষা, বিদ্যুৎ, শিল্প-সহ একাধিক ক্ষেত্র সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেন সৌগত রায় । তিনিও বলেন, অমিত শাহর দেওয়া তথ্য ভুল ।

6. মে-তেই চাকরি যাচ্ছে পিকের, কটাক্ষ দিলীপের

"মে মাসে ওনার চাকরি যাওয়া নিশ্চিত ৷ বিজেপি নিয়ে ভাবতে হবে না ৷ তৃণমূল দু'সংখ্যার বাইরে বেরোতে পারবে কি ? সেটা ভাবুন, সেই জন্য আপনি টাকা নিয়েছেন ৷" প্রশান্ত কিশোরকে কটাক্ষ দিলীপ ঘোষের ৷ সম্প্রতি একটি টুইটে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, বিজেপি দুই সংখ্যা ছাড়াতে পারবে না 2021-এর বিধানসভা নির্বাচনে ৷ এবার তারই পালটা দিলেন দিলীপবাবু ৷

7. খুন হওয়ার 28 বছর পর বিচার পেলেন সিস্টার অভয়া

1992 সালে দুই ফাদার ও এক নানকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় খুন হতে হয়েছিল কেরালার সিস্টার অভয়াকে। তাঁর দেহ ফেলে দেওয়া হয় কুয়োয়। আজ সিবিআইয়ের এক বিশেষ আদালত দু'জনকে দোষীসাব্যস্ত করেছে। আগামীকাল সাজা ঘোষণা।

8. উদ্বেগ বাড়িয়ে লন্ডন থেকে কলকাতায় ফেরা দুই যাত্রীর শরীরে মিলল কোভিড-19

লন্ডন থেকে কলকাতায় বিমানটি গতকাল, সোমবার এসেছে । এই বিমানে 222 জন যাত্রী ছিলেনএই কোভিড-19 টেস্টের রিপোর্টে দুই যাত্রীর শরীরে কোভিড-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে ।

9. উইলিয়ামসের চোখ ধাঁধানো গোল, বেঙ্গালুরুকে 1-0 গোলে হারাল মোহনবাগান

দুই দলে একাধিক গোলের সুযোগ পেয়েছে বলা যাবে না । কিন্তু যেটুকু পেয়েছে, তার থেকেই কাজের কাজটি করে গিয়েছে সবুজ মেরুন । চলতি আইএসএলে প্রথমবার বিরতির আগে গোল করল এটিকে মোহনবাগান । 33 মিনিটে নিজেদের অর্ধ থেকে কার্ল ম্যাকহিউজ়ের লম্বা পাস ধরে ডেভিড উইলিয়ামসের দুরন্ত শটে গোল দলকে এগিয়ে দেয় ।

10. কোরোনা পজ়িটিভ রকুল

এবার কোরোনা থাবা বসাল রকুলপ্রীত সিংয়ের উপর । আপাতত কোয়ারানটিনে রয়েছেন অভিনেত্রী ।

1. প্রাথমিকে 16 হাজার 500 শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

10 জানুয়ারি থেকে নিয়োগের আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

2. 'তোলাবাজ' ভাইপোর হাত থেকে বাংলা বাঁচানোর ডাক শুভেন্দুর

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর প্রথমবার শুভেন্দু অধিকারীর জনসভা। মঙ্গলবার তিনি জনসভা করছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। সভায় উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

3. দেশের জন্য মতাদর্শগত পার্থক্য সরিয়ে রাখা উচিত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কথায়, দেশ বর্তমানে এমন একটা পথে এগিয়ে চলেছে, যেখানে ধর্মের ভেদাভেদ সরিয়ে রেখে প্রত্যেকের জন্য সাংবিধানিক অধিকার ও ভবিষ্যত সুরক্ষিত করা যাচ্ছে। কোনও সম্প্রদায়কেই দূরে সরিয়ে দেওয়া হচ্ছে না। ধর্মীয় পক্ষপাতিত্ব সরিয়ে রেখেই সরকারের যোজনাগুলিকে গরিবদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

4. বাধ্যতামূলক আরটি-পিসিআর, ব্রিটেন থেকে আগত যাত্রীদের জন্য এসওপি জারি

বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে । যদি কারও শরীরে কোরোনার হদিস মেলে তবে তাঁদের স্পাইক জিন-বেসড আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে ।

5. শিল্পে পঞ্চম রাজ্য, অমিত-বাণী উড়িয়ে দাবি সৌগতর

আজ শিক্ষা, বিদ্যুৎ, শিল্প-সহ একাধিক ক্ষেত্র সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেন সৌগত রায় । তিনিও বলেন, অমিত শাহর দেওয়া তথ্য ভুল ।

6. মে-তেই চাকরি যাচ্ছে পিকের, কটাক্ষ দিলীপের

"মে মাসে ওনার চাকরি যাওয়া নিশ্চিত ৷ বিজেপি নিয়ে ভাবতে হবে না ৷ তৃণমূল দু'সংখ্যার বাইরে বেরোতে পারবে কি ? সেটা ভাবুন, সেই জন্য আপনি টাকা নিয়েছেন ৷" প্রশান্ত কিশোরকে কটাক্ষ দিলীপ ঘোষের ৷ সম্প্রতি একটি টুইটে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, বিজেপি দুই সংখ্যা ছাড়াতে পারবে না 2021-এর বিধানসভা নির্বাচনে ৷ এবার তারই পালটা দিলেন দিলীপবাবু ৷

7. খুন হওয়ার 28 বছর পর বিচার পেলেন সিস্টার অভয়া

1992 সালে দুই ফাদার ও এক নানকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় খুন হতে হয়েছিল কেরালার সিস্টার অভয়াকে। তাঁর দেহ ফেলে দেওয়া হয় কুয়োয়। আজ সিবিআইয়ের এক বিশেষ আদালত দু'জনকে দোষীসাব্যস্ত করেছে। আগামীকাল সাজা ঘোষণা।

8. উদ্বেগ বাড়িয়ে লন্ডন থেকে কলকাতায় ফেরা দুই যাত্রীর শরীরে মিলল কোভিড-19

লন্ডন থেকে কলকাতায় বিমানটি গতকাল, সোমবার এসেছে । এই বিমানে 222 জন যাত্রী ছিলেনএই কোভিড-19 টেস্টের রিপোর্টে দুই যাত্রীর শরীরে কোভিড-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে ।

9. উইলিয়ামসের চোখ ধাঁধানো গোল, বেঙ্গালুরুকে 1-0 গোলে হারাল মোহনবাগান

দুই দলে একাধিক গোলের সুযোগ পেয়েছে বলা যাবে না । কিন্তু যেটুকু পেয়েছে, তার থেকেই কাজের কাজটি করে গিয়েছে সবুজ মেরুন । চলতি আইএসএলে প্রথমবার বিরতির আগে গোল করল এটিকে মোহনবাগান । 33 মিনিটে নিজেদের অর্ধ থেকে কার্ল ম্যাকহিউজ়ের লম্বা পাস ধরে ডেভিড উইলিয়ামসের দুরন্ত শটে গোল দলকে এগিয়ে দেয় ।

10. কোরোনা পজ়িটিভ রকুল

এবার কোরোনা থাবা বসাল রকুলপ্রীত সিংয়ের উপর । আপাতত কোয়ারানটিনে রয়েছেন অভিনেত্রী ।

Last Updated : Dec 22, 2020, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.