ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5 টা - Top news 5 p.m

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Aug 18, 2020, 5:14 PM IST

1. সুনসান বিশ্বভারতী, তৃণমূল বিধায়কসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘিরে দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তাল বিশ্বভারতী চত্বর । গতকাল ভেঙে দেওয়া হয় নির্মাণ সামগ্রী । আজ সুনসান এলাকা ।

2. কেন্দ্র নেতাজির সব ফাইল প্রকাশ করেনি, অভিযোগ তৃণমূলের

আজ সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান দিবসে তাঁকে স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্তর্ধানের রহস্য প্রসঙ্গ আসে । তিনি লেখেন, "আমরা এখনও জানি না তাঁর সঙ্গে কী ঘটেছিল । তাঁর সঙ্গে কী ঘটেছিল জানার অধিকার আছে জনগণের ।" কেন্দ্রের তরফে নেতাজির এখনও সমস্ত ফাইল প্রকাশ করা হয়নি । দাবি করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ।

3. গা-হাত-পা ব্যথা, AIIMS-এ ভরতি শাহ

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গতরাতে হাসপাতালে ভরতি হয়েছেন অমিত শাহ । গত তিন-চারদিন ধরে ক্লান্তিভাব এবং শরীরে ব্যথা হচ্ছিল তাঁর । তিনি স্থিতিশীল এবং হাসপাতাল থেকেই কাজ করবেন ।

4. এক সপ্তাহ পরেও কাটেনি সংকট, ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়

সংকটজনক অবস্থায় মাথায় অস্ত্রোপচার হয় । কিন্তু সংকট কাটেনি । দিল্লির সেনা হাসপাতালের তরফে আজ জানানো হয়, শারীরিক অবস্থার উন্নতি হয়নি । ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ।

5. মিড ডে মিলে সামগ্রী কম দেওয়ার অভিযোগ, ICDS কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দত্তপুকুরে

মিড ডে মিলে সামগ্রী কম দেওয়ার অভিযোগে ICDS কর্মীকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । উত্তর 24 পরগনার দত্তপুকুরের ছোটো জাগুলিয়ার ঘটনা ৷

6. একদিনে আক্রান্ত 55 হাজার 79, সংক্রমণের গণ্ডি ছাড়াল 27 লাখ

একদিনে আক্রান্ত হলেন 55 হাজার 79জন । দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত 27 লাখ 2 হাজার 743 । 24 ঘণ্টায় দেশে 876জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ।

7. নজরে একুশ, পাঁচ দিনের সাংগঠনিক বৈঠককে আলাদা গুরুত্ব বঙ্গ BJP-র

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজারহাটে দিলীপ ঘোষের বাসভবনে ৫ দিনের বিশেষ সাংগঠনিক বৈঠক ৷ BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে এবার বিধানসভা ধরে ধরে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

8. 45 দিন ভেন্টিলেশনে কাটিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন কোরোনা রোগী

কোরোনা আক্রান্ত হওয়ায় তাঁর ফুসফুসের দু'দিকই বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল ৷ তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৷ প্রায় 45 দিন ধরে চলে চিকিৎসা ৷ শেষমেশ গতকাল সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ৷

9. চলতি বছরে IPL-এর টাইটেল স্পনসর ড্রিম 11

IPL-এর টাইটল স্পনসরশিপের জন্য ড্রিম 11-এর প্রস্তাবিত মূল্য ছিল 222 কোটি টাকা। যেখানে আনঅ্যাকাডেমির 210 কোটি , টাটা সন্সের 180 কোটি এবং বাইজু'স-এর 125 কোটি টাকা।

10. "সুশান্তের মৃত্যুতে সাক্ষীদের খুন করা হতে পারে", আশঙ্কা নীরজ সিং বাবলুর

সম্প্রতি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নীরজ কুমার বাবলু বলেন, "সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে । কিন্তু, মুম্বই পুলিশ তাঁদের কোনও সুরক্ষা দিচ্ছে না । সাক্ষীদের যে কোনও সময় খুন করা হতে পারে । অবিলম্বে সাক্ষীদের সুরক্ষার দাবি জানাচ্ছি আমরা ।"

1. সুনসান বিশ্বভারতী, তৃণমূল বিধায়কসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘিরে দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তাল বিশ্বভারতী চত্বর । গতকাল ভেঙে দেওয়া হয় নির্মাণ সামগ্রী । আজ সুনসান এলাকা ।

2. কেন্দ্র নেতাজির সব ফাইল প্রকাশ করেনি, অভিযোগ তৃণমূলের

আজ সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান দিবসে তাঁকে স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্তর্ধানের রহস্য প্রসঙ্গ আসে । তিনি লেখেন, "আমরা এখনও জানি না তাঁর সঙ্গে কী ঘটেছিল । তাঁর সঙ্গে কী ঘটেছিল জানার অধিকার আছে জনগণের ।" কেন্দ্রের তরফে নেতাজির এখনও সমস্ত ফাইল প্রকাশ করা হয়নি । দাবি করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ।

3. গা-হাত-পা ব্যথা, AIIMS-এ ভরতি শাহ

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গতরাতে হাসপাতালে ভরতি হয়েছেন অমিত শাহ । গত তিন-চারদিন ধরে ক্লান্তিভাব এবং শরীরে ব্যথা হচ্ছিল তাঁর । তিনি স্থিতিশীল এবং হাসপাতাল থেকেই কাজ করবেন ।

4. এক সপ্তাহ পরেও কাটেনি সংকট, ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়

সংকটজনক অবস্থায় মাথায় অস্ত্রোপচার হয় । কিন্তু সংকট কাটেনি । দিল্লির সেনা হাসপাতালের তরফে আজ জানানো হয়, শারীরিক অবস্থার উন্নতি হয়নি । ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ।

5. মিড ডে মিলে সামগ্রী কম দেওয়ার অভিযোগ, ICDS কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দত্তপুকুরে

মিড ডে মিলে সামগ্রী কম দেওয়ার অভিযোগে ICDS কর্মীকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । উত্তর 24 পরগনার দত্তপুকুরের ছোটো জাগুলিয়ার ঘটনা ৷

6. একদিনে আক্রান্ত 55 হাজার 79, সংক্রমণের গণ্ডি ছাড়াল 27 লাখ

একদিনে আক্রান্ত হলেন 55 হাজার 79জন । দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত 27 লাখ 2 হাজার 743 । 24 ঘণ্টায় দেশে 876জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ।

7. নজরে একুশ, পাঁচ দিনের সাংগঠনিক বৈঠককে আলাদা গুরুত্ব বঙ্গ BJP-র

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজারহাটে দিলীপ ঘোষের বাসভবনে ৫ দিনের বিশেষ সাংগঠনিক বৈঠক ৷ BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে এবার বিধানসভা ধরে ধরে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

8. 45 দিন ভেন্টিলেশনে কাটিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন কোরোনা রোগী

কোরোনা আক্রান্ত হওয়ায় তাঁর ফুসফুসের দু'দিকই বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল ৷ তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৷ প্রায় 45 দিন ধরে চলে চিকিৎসা ৷ শেষমেশ গতকাল সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ৷

9. চলতি বছরে IPL-এর টাইটেল স্পনসর ড্রিম 11

IPL-এর টাইটল স্পনসরশিপের জন্য ড্রিম 11-এর প্রস্তাবিত মূল্য ছিল 222 কোটি টাকা। যেখানে আনঅ্যাকাডেমির 210 কোটি , টাটা সন্সের 180 কোটি এবং বাইজু'স-এর 125 কোটি টাকা।

10. "সুশান্তের মৃত্যুতে সাক্ষীদের খুন করা হতে পারে", আশঙ্কা নীরজ সিং বাবলুর

সম্প্রতি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নীরজ কুমার বাবলু বলেন, "সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে । কিন্তু, মুম্বই পুলিশ তাঁদের কোনও সুরক্ষা দিচ্ছে না । সাক্ষীদের যে কোনও সময় খুন করা হতে পারে । অবিলম্বে সাক্ষীদের সুরক্ষার দাবি জানাচ্ছি আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.