ETV Bharat / state

টপ নিউজ় @সকাল 11টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Jul 4, 2020, 11:30 AM IST

1. বেকারত্বে দেশের নিরিখে ভালো জায়গায় রাজ্য, টুইট মমতার
COVID-19 ও ঘূর্ণিঝড় আমফানের জেরে রাজ্যের আর্থিক পরিস্থিতি সংকটের মুখে ৷ এই অবস্থায় বিশেষ আর্থিক কৌশল গ্রহণ করছে রাজ্য সরকার ৷


2.কুলতলিতে SUCI-তৃণমূল যুব সংঘর্ষ, মৃত 2

জমি দখলকে কেন্দ্র করে SUCI-র সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সংঘর্ষ ৷ ঘটনায় দু'পক্ষেরই একজন করে কর্মীর মৃত্যু হয়েছে ৷


3.আন্দোলনে নেই দল, ক্ষোভ প্রকাশ মমতার

ডিজ়েল, পেট্রলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে 7 জুলাই থেকে আন্দোলন গড়ে তুলতে পথে নামতে হবে । নিজের নিজের এলাকায় সেই আন্দোলন করতে হবে । প্রতিবাদ গড়ে তুলতে হবে বুথস্তরে । দলীয় নেতৃত্বকে গতকাল এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।


4.পাওনার টাকা নিয়ে বচসা, অ্যাপ ক্যাবে খুন মহিলা

টাকা নিয়ে বচসার জেরে সাদার্ন অ্যাভিনিউতে অ্যাপ ক্যাবে খুন মহিলা ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ৷


5.লাদাখে সিন্ধু দর্শন পুজো প্রধানমন্ত্রীর, দেখুন ভিডিয়ো...

ভারত-চিন সংঘর্ষের পর সীমান্তের পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখতে গতকাল লাদাখ গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ হঠাৎ পরিদর্শনে যান তিনি ৷ হাসপাতালে চিকিৎসারত জখম জওয়ানদের সঙ্গে দেখা করেন ৷ পাশাপাশি নিমুতে সিন্ধু দর্শন পুজোও করেন প্রধানমন্ত্রী৷ দেখুন সেই ভিডিয়ো...

6.মাস্ক না পরে বাড়ি থেকে বেরোলেই এবার জরিমানা

এবার মাস্ক না পরলেই জরিমানা ৷ শোনা হবে না কোনও অজুহাত ৷ কড়া নির্দেশ নবান্নর ৷


7. 10 বছর বয়সেই 6টি অ্যাপ বানিয়ে তাক লাগিয়েছে আলিপুরদুয়ারের অনুব্রত

বয়স মাত্র 10 ৷ এই বয়সেই একের পর এক অ্যাপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে আলিপুরদুয়ারের অনুব্রত সরকার ৷


8.24 ঘণ্টায় 18 ! রাজ্যে নয়া রেকর্ড কোরোনা আক্রান্তের

আজ রাজ্যে 18 জনের মৃ্ত্যু হয়েছে । যা এপর্যন্ত একদিনে সর্বোচ্চ ।


9.শুটিং মিস করছে খুদেরা

মেকআপ, লাইট, ক্যামেরা, শুটিং ফ্লোর সব কিছুই এখন খুব মিস করছে অভিরূপ, লাড্ডু ও উদিতারা । বাড়িতে বন্দী অবস্থায় দিন কাটছে তাদের । মন খুবই খারাপ । কবে আবার শুটিং ফ্লোরে ফিরতে পারবে সেই কথাই চিন্তা করছে তারা । তবে মন খারাপ হলেও পরিস্থিতিকে মেনে নিতে হয়েছে তাদের ।


10.ইস্টবেঙ্গলের কাছে স্পোটিং রাইটস নিয়ে ব্যাখ্যা চাইল ফেডারেশন

2018 সালে ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধার সময় 70 শতাংশ অংশীদারিত্ব বিনিয়োগ সংস্থার হাতে চলে যায় । বিচ্ছেদ হলেও কেন তা নিয়ে সবকিছু সামনে আসছে না, তা নিয়ে অনেক শব্দ খরচ হয়েছে । বলা হচ্ছে ইস্টবেঙ্গলের আর্থিক দাবি মানতে রাজি নয় বিদায়ী সংস্থা ।

1. বেকারত্বে দেশের নিরিখে ভালো জায়গায় রাজ্য, টুইট মমতার
COVID-19 ও ঘূর্ণিঝড় আমফানের জেরে রাজ্যের আর্থিক পরিস্থিতি সংকটের মুখে ৷ এই অবস্থায় বিশেষ আর্থিক কৌশল গ্রহণ করছে রাজ্য সরকার ৷


2.কুলতলিতে SUCI-তৃণমূল যুব সংঘর্ষ, মৃত 2

জমি দখলকে কেন্দ্র করে SUCI-র সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সংঘর্ষ ৷ ঘটনায় দু'পক্ষেরই একজন করে কর্মীর মৃত্যু হয়েছে ৷


3.আন্দোলনে নেই দল, ক্ষোভ প্রকাশ মমতার

ডিজ়েল, পেট্রলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে 7 জুলাই থেকে আন্দোলন গড়ে তুলতে পথে নামতে হবে । নিজের নিজের এলাকায় সেই আন্দোলন করতে হবে । প্রতিবাদ গড়ে তুলতে হবে বুথস্তরে । দলীয় নেতৃত্বকে গতকাল এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।


4.পাওনার টাকা নিয়ে বচসা, অ্যাপ ক্যাবে খুন মহিলা

টাকা নিয়ে বচসার জেরে সাদার্ন অ্যাভিনিউতে অ্যাপ ক্যাবে খুন মহিলা ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ৷


5.লাদাখে সিন্ধু দর্শন পুজো প্রধানমন্ত্রীর, দেখুন ভিডিয়ো...

ভারত-চিন সংঘর্ষের পর সীমান্তের পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখতে গতকাল লাদাখ গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ হঠাৎ পরিদর্শনে যান তিনি ৷ হাসপাতালে চিকিৎসারত জখম জওয়ানদের সঙ্গে দেখা করেন ৷ পাশাপাশি নিমুতে সিন্ধু দর্শন পুজোও করেন প্রধানমন্ত্রী৷ দেখুন সেই ভিডিয়ো...

6.মাস্ক না পরে বাড়ি থেকে বেরোলেই এবার জরিমানা

এবার মাস্ক না পরলেই জরিমানা ৷ শোনা হবে না কোনও অজুহাত ৷ কড়া নির্দেশ নবান্নর ৷


7. 10 বছর বয়সেই 6টি অ্যাপ বানিয়ে তাক লাগিয়েছে আলিপুরদুয়ারের অনুব্রত

বয়স মাত্র 10 ৷ এই বয়সেই একের পর এক অ্যাপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে আলিপুরদুয়ারের অনুব্রত সরকার ৷


8.24 ঘণ্টায় 18 ! রাজ্যে নয়া রেকর্ড কোরোনা আক্রান্তের

আজ রাজ্যে 18 জনের মৃ্ত্যু হয়েছে । যা এপর্যন্ত একদিনে সর্বোচ্চ ।


9.শুটিং মিস করছে খুদেরা

মেকআপ, লাইট, ক্যামেরা, শুটিং ফ্লোর সব কিছুই এখন খুব মিস করছে অভিরূপ, লাড্ডু ও উদিতারা । বাড়িতে বন্দী অবস্থায় দিন কাটছে তাদের । মন খুবই খারাপ । কবে আবার শুটিং ফ্লোরে ফিরতে পারবে সেই কথাই চিন্তা করছে তারা । তবে মন খারাপ হলেও পরিস্থিতিকে মেনে নিতে হয়েছে তাদের ।


10.ইস্টবেঙ্গলের কাছে স্পোটিং রাইটস নিয়ে ব্যাখ্যা চাইল ফেডারেশন

2018 সালে ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধার সময় 70 শতাংশ অংশীদারিত্ব বিনিয়োগ সংস্থার হাতে চলে যায় । বিচ্ছেদ হলেও কেন তা নিয়ে সবকিছু সামনে আসছে না, তা নিয়ে অনেক শব্দ খরচ হয়েছে । বলা হচ্ছে ইস্টবেঙ্গলের আর্থিক দাবি মানতে রাজি নয় বিদায়ী সংস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.