1. কোরোনায় আক্রান্ত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকর সিং বাঘেলার শরীরের মিলল কোরোনা সংক্রমণের হদিস। রবিবার তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়।
2.শত্রুর চোখে চোখ রাখতে পারে ভারত : প্রধানমন্ত্রী
বছরের কয়েকটা মাস খারাপ গেছে বলে হতাশ হওয়ার কিছু নেই । সংকটের মধ্যেও সবক্ষেত্রে সৃজনশীলতা ফুটে উঠেছে । নতুন নতুন জিনিস তৈরি হয়েছে । মন কি বাত-এর 66 তম পর্বে দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
3.বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি
বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি । একটি সংবাদমাধ্যমের করা সমীক্ষায় দেখা গেছে, জুন মাসে 1.25 লাখ মানুষ প্রতিদিন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।
4. দেশে রেকর্ড আক্রান্ত, 24 ঘণ্টায় সংক্রমিত 19906
দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ পেরিয়েছে । মৃত্যু ছাড়িয়েছে 16 হাজারের গণ্ডি ।
5.সৎ মা'কে নগ্ন করে মারধর, পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
স্বামীর দেওয়া জমিতে বাড়ি বানাতে গিয়ে আক্রান্ত মহিলা ৷ সৎ ছেলে তাঁকে নগ্ন করে মারধর করে ৷ তার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে । ওই মহিলাকে পুড়িয়ে মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷
6.'দেশের মহান পুত্র, বন্ধু—পরামর্শদাতা তথা গাইডকে আমার শ্রদ্ধা'
নিজেই ফোন করে অর্থমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন । পরবর্তীতে দেশের অর্থনৈতিক সংস্কারে প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রী জুটি বহুল চর্চিত । প্রধানমন্ত্রীর থেকেও তিনি যেন ছিলেন বন্ধু-পথ প্রদর্শক-পরামর্শদাতা । পরবর্তীতে সেই অর্থমন্ত্রীই হয়েছিলেন প্রধানমন্ত্রী । প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের স্মৃতিচারণায় মনমোহন সিং ।
7.হিমশীতল মস্তিষ্ক-স্থির বুদ্ধির এক অদ্ভুত সংমিশ্রণ
২৮ জুন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত পিভি নরসিমা রাওয়ের জন্মদিন । কেমন ছিল তাঁর রাষ্ট্রনীতি-রাজনৈতিক চিন্তাভাবনা ? আলোচনা করলেন তাঁর আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা কে পদ্মনাভাই ।
8. লাদাখ ইশুতে সংস্থার টি-শার্ট পুড়িয়ে প্রতিবাদ জ়োমাটো কর্মীদের
15 জুন লাদাখে ভারত-চিন সীমান্তরেখায় গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সংঘর্ষে শহিদ হন 20 জওয়ান । তারপর থেকেই দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দেন অনেকে । চিনা পণ্য যেমন মোবাইল জ্বালিয়ে প্রতিবাদ জানান সাধারণ মানুষ । আর এবার চিনা বিনিয়োগকারী সংস্থার কর্মীরা চাকরি ছেড়ে লাদাখের ঘটনার প্রতিবাদ জানালেন ।
9.তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াতে সুশান্তের নামে ফাউন্ডেশন
বলিউডে নেপোটিজ়মের বিষয়টি নতুন কিছু নয় । কিন্তু, সুশান্তের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে এই বিষয়টি । অনেকের মতে, তথাকথিত গডফাদার না থাকলে প্রতিভা থাকা সত্ত্বেও কোণঠাসা করে দেওয়া হয় ইন্ডাস্ট্রিতে । সুশান্ত ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়ার কারণেই আত্মহননের পথ বেছে নেন তিনি । এই পরিণতি যাতে আর কারও না হয় তার জন্যই তৈরি করা হচ্ছে SSRF ফাউন্ডেশন । তার মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে তথাকথিত কোনও গডফাদার না থাকা তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াবে এই সংস্থা ।
10.কবে অনুশীলনে ফিরবে ভারতীয় দল ? ইঙ্গিত দিলেন সৌরভ
কোহলি, রোহিতদের অনুশীলনে ফিরতে এখনও মাসখানেকের অপেক্ষা ৷