ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Jun 18, 2020, 7:14 PM IST

1. চোখের জলে বিদায় শহিদকে

শহিদ কর্নেল সন্তোষ বাবুকে বিদায় জানাতে উপস্থিত হাজারের বেশি মানুষ ৷ চোখের জলে তাঁকে বিদায় জানালেন স্ত্রী ও ছেলে ৷ শেষকৃত্যের কাজ সম্পন্ন করলেন তাঁর বাবা ৷

2.জওয়ানরা কেউ নিরস্ত্র ছিলেন না : বিদেশমন্ত্রী

15 জুনের রাতে ভারতীয় সেনা জওয়ানরা কেউ নিরস্ত্র ছিলেন না । জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

3. পুলিশকর্মীদের কোরোনা ঠেকাতে SOP, কমছে না সংক্রমণ

কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মী কোরোনায় আক্রান্ত ৷ লকডাউনের সময় সংক্রমণের আশঙ্কায় তৈরি করা হয়েছিল SOP। নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হয়েছিল ডিউটি রোস্টার ৷ বেশি বয়সের মানুষজনকে কোরোনা সংক্রমণ এলাকায় ডিউটি দেওয়ার নিষেধ করা হয় ৷

4. বন্ধ অনুষ্ঠান, সংকটে ব্যবসায়ীরা

লকডাউনের জেরে শুধু বিয়েবাড়ি নয় ৷ ক্যাটারিং, ডেকরেটর, লাইট, সাউন্ড, পুল সব ব্যবসায়ীরই খারাপ অবস্থা ৷ এই ব্যবসার সঙ্গে যুক্ত বহু কর্মীও বর্তমানে বেকার ৷ ক্ষতির মুখে সব ব্যবসাই ৷

5. অস্ত্র ছাড়া জওয়ানদের বিপজ্জনক এলাকায় পাঠানোর জন্য কে দায়ি : রাহুল গান্ধি

ভারত-চিন সীমান্ত সমস্য়া নিয়ে ফের টুইটবার্তায় আক্রমণ রাহুল গান্ধির । তাঁর জিজ্ঞাসা, সীমান্তের এইরকম বিপজ্জনক এলাকায় নিরস্ত্র সেনাদের পাঠানোর জন্য কারা দায়ি ?

6. ভেষজ চাষের দিকে ঝুঁকছে দার্জিলিঙের চা-বলয়

দার্জিলিংয়ের চা বাগানগুলিতে রাসায়নিক সার ও পোকামাকড় নির্মূলের জন্য কীটনাশকের ব্যবহার ক্রমশ কমছে ৷ তার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে জৈব সার ৷ ভেষজ পদ্ধতিতে পোকামাকড়ের উপদ্রব কমানো হচ্ছে ৷

7. গ্রামীণ ভারতের জীবিকার সুযোগ বাড়াতে আসছে নতুন প্রকল্প, উদ্বোধনে প্রধানমন্ত্রী

ভারত সরকার গ্রামীণ মানুষের কাজের সুবিধার জন্য গরিব কল্যাণ রোজগার অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ৷

8. মানচিত্র পরিবর্তন : সংবিধান সংশোধনী বিল পাস নেপালের পার্লামেন্টে

নিম্নকক্ষের পর এবার নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষেও পাস হয়ে গেল মানচিত্র পরিবর্তন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল । দুই দেশের পারস্পরিক সম্পর্কে কতটা প্রভাব পড়তে চলেছে আগামীদিনে ?

9.সুশান্তের আত্মহত্যা : রেকর্ড করা হল রিয়ার বয়ান

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় নতুন মোড় । রেকর্ড করা হল তাঁর রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বয়ান ।

10. DGC-তে অনুশীলন করতে চেয়ে প্রধানমন্ত্রী-ক্রীড়ামন্ত্রীকে চিঠি গলফার রশিদের

রশিদ ও আরও কয়েকজন গলফারকে নিষিদ্ধ করেছিল DGC । এবার DGC-তে অনুশীলন করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রশিদ ।

1. চোখের জলে বিদায় শহিদকে

শহিদ কর্নেল সন্তোষ বাবুকে বিদায় জানাতে উপস্থিত হাজারের বেশি মানুষ ৷ চোখের জলে তাঁকে বিদায় জানালেন স্ত্রী ও ছেলে ৷ শেষকৃত্যের কাজ সম্পন্ন করলেন তাঁর বাবা ৷

2.জওয়ানরা কেউ নিরস্ত্র ছিলেন না : বিদেশমন্ত্রী

15 জুনের রাতে ভারতীয় সেনা জওয়ানরা কেউ নিরস্ত্র ছিলেন না । জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

3. পুলিশকর্মীদের কোরোনা ঠেকাতে SOP, কমছে না সংক্রমণ

কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মী কোরোনায় আক্রান্ত ৷ লকডাউনের সময় সংক্রমণের আশঙ্কায় তৈরি করা হয়েছিল SOP। নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হয়েছিল ডিউটি রোস্টার ৷ বেশি বয়সের মানুষজনকে কোরোনা সংক্রমণ এলাকায় ডিউটি দেওয়ার নিষেধ করা হয় ৷

4. বন্ধ অনুষ্ঠান, সংকটে ব্যবসায়ীরা

লকডাউনের জেরে শুধু বিয়েবাড়ি নয় ৷ ক্যাটারিং, ডেকরেটর, লাইট, সাউন্ড, পুল সব ব্যবসায়ীরই খারাপ অবস্থা ৷ এই ব্যবসার সঙ্গে যুক্ত বহু কর্মীও বর্তমানে বেকার ৷ ক্ষতির মুখে সব ব্যবসাই ৷

5. অস্ত্র ছাড়া জওয়ানদের বিপজ্জনক এলাকায় পাঠানোর জন্য কে দায়ি : রাহুল গান্ধি

ভারত-চিন সীমান্ত সমস্য়া নিয়ে ফের টুইটবার্তায় আক্রমণ রাহুল গান্ধির । তাঁর জিজ্ঞাসা, সীমান্তের এইরকম বিপজ্জনক এলাকায় নিরস্ত্র সেনাদের পাঠানোর জন্য কারা দায়ি ?

6. ভেষজ চাষের দিকে ঝুঁকছে দার্জিলিঙের চা-বলয়

দার্জিলিংয়ের চা বাগানগুলিতে রাসায়নিক সার ও পোকামাকড় নির্মূলের জন্য কীটনাশকের ব্যবহার ক্রমশ কমছে ৷ তার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে জৈব সার ৷ ভেষজ পদ্ধতিতে পোকামাকড়ের উপদ্রব কমানো হচ্ছে ৷

7. গ্রামীণ ভারতের জীবিকার সুযোগ বাড়াতে আসছে নতুন প্রকল্প, উদ্বোধনে প্রধানমন্ত্রী

ভারত সরকার গ্রামীণ মানুষের কাজের সুবিধার জন্য গরিব কল্যাণ রোজগার অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ৷

8. মানচিত্র পরিবর্তন : সংবিধান সংশোধনী বিল পাস নেপালের পার্লামেন্টে

নিম্নকক্ষের পর এবার নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষেও পাস হয়ে গেল মানচিত্র পরিবর্তন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল । দুই দেশের পারস্পরিক সম্পর্কে কতটা প্রভাব পড়তে চলেছে আগামীদিনে ?

9.সুশান্তের আত্মহত্যা : রেকর্ড করা হল রিয়ার বয়ান

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় নতুন মোড় । রেকর্ড করা হল তাঁর রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বয়ান ।

10. DGC-তে অনুশীলন করতে চেয়ে প্রধানমন্ত্রী-ক্রীড়ামন্ত্রীকে চিঠি গলফার রশিদের

রশিদ ও আরও কয়েকজন গলফারকে নিষিদ্ধ করেছিল DGC । এবার DGC-তে অনুশীলন করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রশিদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.