1. পাথরপ্রতিমা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
হেলিকপ্টারে পাথরপ্রতিমা পৌঁছাল দু'টি কেন্দ্রীয় প্রতিনিধি দল । কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অঞ্জু শর্মার নেতৃত্বে কলকাতা থেকে রওনা দিয়েছিল তাঁরা । আমফানে ক্ষতিগ্রস্ত দুই 24 পরগনার পরিস্থিতি খতিয়ে দেখতে দু'ভাগে এলাকা পরিদর্শন করবেন তাঁরা ।
2. উত্তরপ্রদেশে ট্রাক-স্করপিও সংঘর্ষ, মৃত 9
উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 9 ৷ আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে লখনউ - প্রয়াগরাজ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে ৷ হাইওয়েতে একটি স্করপিও গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ নিহতদের মধ্যে 4 জন পুরুষ, 3 জন মহিলা ও 2 জন শিশু ৷
3. রিলায়েন্স জিও-তে 9 হাজার 93 কোটি টাকা বিনিয়োগ করবে মুবাদালা
আবারও জিও-তে বিনিয়োগ বিদেশি সংস্থার ৷ জিও প্ল্যাটফর্মে এবার 9,093.60 কোটি টাকা বিনিয়োগ করবে আবু ধাবির মুবাদালা ৷ জিও-র 1.84 শতাংশ শেয়ারের পরিবর্তে বিনিয়োগ করবে ওই সংস্থা ৷
4. জম্মু ও কাশ্মীরে শহিদ এক জওয়ান
ফের গুলির লড়াই কাশ্মীরে । গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ও গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা । জবাব দেয় ভারতীয় সেনাও । পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন এক জওয়ান ।
5. দেশে একদিনেই কোরোনা আক্রান্ত প্রায় 10 হাজার, মৃত্যুও সর্বাধিক
ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । খুলতে শুরু করেছে দোকানপাট । আর এরই সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যাও । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 851 জন । যা দেশে একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ ।
6. রাজ্যে সাত হাজার ছুঁতে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা
একদিনে আক্রান্ত 368 । এর জেরে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছুঁতে চলেছে । গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্য়া ছিল 6 হাজার 508 জন । আরও 368 জন আক্রান্ত হওয়ায় আজ সেই সংখ্যাটা দাঁড়াল 6 হাজার 876 । আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে মোট 283 জনের মৃত্যু হয়েছে ।
7. লকডাউন আপডেট : কোরোনা নিয়ন্ত্রণে শনি-রবিবার সবকিছু বন্ধ থাকছে ওড়িশার 11 জেলায়
লকডাউনের আজ 73 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
8. লকডাউন আপডেট : কোরোনা আক্রান্ত হাওড়া সিটি পুলিশের হোমগার্ড
লকডাউনের আজ 73 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
9. রোহিত ও বিরাটের মধ্যে কোন তুলনাই চলে না : ব্রাড হগ
কেভিন পিটারসন এর পর ব্রাড হগ । সচিনের থেকে বিরাটকে এগিয়ে রেখেছিলেন কেভিন পিটারসন । এবার ব্র্যাড হগ রোহিতের থেকেও বিরাটকে এগিয়ে রাখলেন ।
10. প্রয়াত প্রখ্যাত ক্যামেরাম্যান বৈদ্যনাথ বসাক
পরলোকে পাড়ি দিলেন কিংবদন্তি ক্যামেরাম্যান বৈদ্যনাথ বসাক । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 93 বছর । খড়দহতে তাঁর বাড়িতে গতকাল অর্থাৎ 4 জুন রাত 10টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৈদ্যনাথবাবু ।