ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9 pm
top news @ 9 pm
author img

By

Published : Aug 13, 2020, 8:59 PM IST

1. কলকাতা মেডিকেলে ট্রলি থেকে পড়ে গেল কোরোনা রোগীর মৃতদেহ

বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্রিন বিল্ডিং থেকে ট্রলিতে চাপিয়ে একটি মৃতদেহ মর্গে নিয়ে যাচ্ছিলেন এক কর্মী । মাঝপথে ট্রলি থেকে দেহটি পড়ে যায় । জানা যায়, মৃতদেহটি এক কোরোনা রোগীর ।


2. অ্যাম্বুলেন্স না পেয়ে পথেই মৃত্যু রোগীর

সম্প্রতি জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর ৷ ছোটোজাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোরোনা পরীক্ষা করান৷ তারপর থেকে বাড়িতেই ছিলেন বিমল সানি ৷ আজ জ্বরের সঙ্গে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়৷ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ৷


3.হাসপাতাল চত্বরে পড়ে কোরোনায় মৃতের দেহ, খুবলে খেল কুকুর

হাসপাতাল চত্বরে পড়ে রইল কোরোনায় মৃত বৃদ্ধর দেহ । খুবলে খেল কুকুর । অন্ধ্রপ্রদেশের হাসপাতালের এই ঘটনায় টুইটারে সরব হলেন চন্দ্রবাবু নাইডু।


4.সৎ করদাতাদের "ভয়মুক্ত" করতে কর সংস্কারে নতুন প্ল্যাটফর্ম

যাঁরা সঠিক সময় কর প্রদান করে দেশের অগ্রগতিতে সাহায্য করেন তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ 'সৎ করদাতাদের সম্মান, স্বচ্ছ কর ব্যবস্থা' । অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।


5."বাবা জীবিত, ভুয়ো খবর ছড়াবেন না", ক্ষুব্ধ প্রণব পুত্র-কন্যা

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে প্রচার চলছিল । এর বিরুদ্ধেই তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে ।


6. কোরোনা আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি

কোরোনায় আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি ৷ তাঁকে মেদান্ত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷


7.নতুন চ্যালেঞ্জের মুখে গেহলত সরকার, অনাস্থা আনছে BJP

সবে দলের দ্বন্দ্ব মিটেেছে কংগ্রেসের। এরই মধ্যে নতুন চ্যালেঞ্জের মুখে রাজস্থানের অশোক গেহলত সরকার। বিধানসভায় অনাস্থা আনতে চলেছে BJP।


8.স্কুল খোলায় শোকজ়, ক্ষমা চাইতে গিয়ে চোখে জল প্রধান শিক্ষকের

সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে খুলেছিল দাসপুরের বি সি রায় উচ্চ বিদ্যালয় । এরপরই সমালোচনার মুখে পড়েন প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক ৷ গতরাতেই তাঁকে শোকজ় করা হয় ৷ এরপরই আজ থেকে ফের বন্ধ করে দেওয়া হয় স্কুল ৷ আজ শোকজ়ের চিঠি পেয়ে প্রকাশ্যে ক্ষমা চান প্রধান শিক্ষক ৷ সেই সময় চোখের জলও ধরে রাখতে পারেননি তিনি ৷ বলেন, 31 বছরের শিক্ষকতা জীবনে এমন অপমানিত কখনও হননি ৷


9.কোরোনায় আক্রান্ত যুগ্ম-কমিশনার (সদর), চিন্তায় লালবাজার

কোরোনায় আক্রান্ত এবার কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (সদর) শুভংকর সিনহা সরকার ৷ আজ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷


10. রাজনৈতিক চাপে পড়ে সুশান্ত মামলায় কোনও FIR দায়ের করেনি মুম্বই পুলিশ

সুপ্রিম কোর্টকে এমনই জানাল বিহার পুলিশ । জানাল যে, না তো মুম্বই পুলিশ কোনও FIR দায়ের করেছে, না বিহার পুলিশকে কোনওরকম সহযোগিতা করেছে ।

1. কলকাতা মেডিকেলে ট্রলি থেকে পড়ে গেল কোরোনা রোগীর মৃতদেহ

বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্রিন বিল্ডিং থেকে ট্রলিতে চাপিয়ে একটি মৃতদেহ মর্গে নিয়ে যাচ্ছিলেন এক কর্মী । মাঝপথে ট্রলি থেকে দেহটি পড়ে যায় । জানা যায়, মৃতদেহটি এক কোরোনা রোগীর ।


2. অ্যাম্বুলেন্স না পেয়ে পথেই মৃত্যু রোগীর

সম্প্রতি জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর ৷ ছোটোজাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোরোনা পরীক্ষা করান৷ তারপর থেকে বাড়িতেই ছিলেন বিমল সানি ৷ আজ জ্বরের সঙ্গে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়৷ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ৷


3.হাসপাতাল চত্বরে পড়ে কোরোনায় মৃতের দেহ, খুবলে খেল কুকুর

হাসপাতাল চত্বরে পড়ে রইল কোরোনায় মৃত বৃদ্ধর দেহ । খুবলে খেল কুকুর । অন্ধ্রপ্রদেশের হাসপাতালের এই ঘটনায় টুইটারে সরব হলেন চন্দ্রবাবু নাইডু।


4.সৎ করদাতাদের "ভয়মুক্ত" করতে কর সংস্কারে নতুন প্ল্যাটফর্ম

যাঁরা সঠিক সময় কর প্রদান করে দেশের অগ্রগতিতে সাহায্য করেন তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ 'সৎ করদাতাদের সম্মান, স্বচ্ছ কর ব্যবস্থা' । অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।


5."বাবা জীবিত, ভুয়ো খবর ছড়াবেন না", ক্ষুব্ধ প্রণব পুত্র-কন্যা

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে প্রচার চলছিল । এর বিরুদ্ধেই তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে ।


6. কোরোনা আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি

কোরোনায় আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি ৷ তাঁকে মেদান্ত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷


7.নতুন চ্যালেঞ্জের মুখে গেহলত সরকার, অনাস্থা আনছে BJP

সবে দলের দ্বন্দ্ব মিটেেছে কংগ্রেসের। এরই মধ্যে নতুন চ্যালেঞ্জের মুখে রাজস্থানের অশোক গেহলত সরকার। বিধানসভায় অনাস্থা আনতে চলেছে BJP।


8.স্কুল খোলায় শোকজ়, ক্ষমা চাইতে গিয়ে চোখে জল প্রধান শিক্ষকের

সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে খুলেছিল দাসপুরের বি সি রায় উচ্চ বিদ্যালয় । এরপরই সমালোচনার মুখে পড়েন প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক ৷ গতরাতেই তাঁকে শোকজ় করা হয় ৷ এরপরই আজ থেকে ফের বন্ধ করে দেওয়া হয় স্কুল ৷ আজ শোকজ়ের চিঠি পেয়ে প্রকাশ্যে ক্ষমা চান প্রধান শিক্ষক ৷ সেই সময় চোখের জলও ধরে রাখতে পারেননি তিনি ৷ বলেন, 31 বছরের শিক্ষকতা জীবনে এমন অপমানিত কখনও হননি ৷


9.কোরোনায় আক্রান্ত যুগ্ম-কমিশনার (সদর), চিন্তায় লালবাজার

কোরোনায় আক্রান্ত এবার কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (সদর) শুভংকর সিনহা সরকার ৷ আজ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷


10. রাজনৈতিক চাপে পড়ে সুশান্ত মামলায় কোনও FIR দায়ের করেনি মুম্বই পুলিশ

সুপ্রিম কোর্টকে এমনই জানাল বিহার পুলিশ । জানাল যে, না তো মুম্বই পুলিশ কোনও FIR দায়ের করেছে, না বিহার পুলিশকে কোনওরকম সহযোগিতা করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.