ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা - রাজ্য

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news at 9 am
Top news at 9 am
author img

By

Published : Jul 17, 2020, 9:01 AM IST

1.আজ উচ্চমাধ‍্যমিকের ফল, প্রকাশিত হবে না মেধাতালিকা


আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। বিকেল চারটে নাগাদ অনলাইনে বা SMS -এর মাধ‍্যমে নিজেদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা । যেহেতু এবছর উচ্চমাধ্যমিকের সবক'টি পরীক্ষা হয়নি, তাই CBSE-র পথে হেঁটে প্রকাশ করা হবে না উচ্চমাধ্যমিকের মেধাতালিকা ।

2.কুলগামে গুলির লড়াই, নিকেশ 2 জঙ্গি

জম্মু-কাশ্মীরের কুলগামে মৃত্যু হল দুই জঙ্গির । এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি । এখনও তল্লাশি অভিযান চলছে ।

3.টানা বৃষ্টিতে মুম্বইয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত 7

টানা বৃষ্টি৷ মুম্বইয়ে পৃথক দু'টি বাড়ি ভেঙে পড়ল৷ উদ্ধারকাজে দমকল, পুলিশ ও NDRF ৷


4.রাজনৈতিক খুন প্রমাণ করতে না পারলে রাজ্যপাল পদে থাকার বিশ্বাসযোগ্য়তা হারাবেন : মমতা

13 জুলাই রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে বলেছিলেন হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা অনেক প্রশ্ন তুলেছে ৷ তারমধ্যে প্রধান হল রাজনৈতিক খুনের অভিযোগ ৷ এবার পালটা জবাব মমতার ৷

5.উত্তর কোরিয়ার শাসকের মাসতুতো বোন মমতা, কটাক্ষ সায়ন্তনের

আক্রান্ত দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে গতকাল নারায়ণগড়ে আসেন সায়ন্তন বসু । সিঙ্গুর- নন্দীগ্রাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুরের মানুষের জন্য মুখ্যমন্ত্রী কী করেছেন ? খালি ভোটের সময় তাদের ব্যবহার করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর ব্রেনোলিয়া খাওয়া দরকার । তিনি ভুলে গেছেন তৎকালীন সময়ে লালকৃষ্ণ আদবানির সহায়তায় তিনি নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলন গড়ে তুলেছিলেন ৷’’

6.ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

ভূমিকম্প জম্মু-কাশ্মীরে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.9 । হতাহত ও ক্ষয়ক্ষতির খবর নেই ।


7.হ্যান্ড স্য়ানিটাইজ়ারে 18 শতাংশ GST, নির্দেশ গোয়া AAR-এর

গোয়া AAR-এর দ্বারস্থ হয়ে স্প্রিংফিল্ড ডিস্টিলারি দাবি করে, স্যানিটাইজ়ারের শ্রেণিবিভাগ করে GST নির্ধারণ করার জন্য ৷ পাশাপাশি তারা এও জানতে চায়, তাদের কি GST থেকে অব্যাহতি দেওয়া হবে ?


8.পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণে আগামী 10 বছরে 39.5 কোটি কর্মসংস্থান হতে পারে:WEF

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি গবেষণায় দেখা গিয়েছে, পরিবেশ রক্ষায় কার্যকরী ভূমিকা বাণিজ্য ও অর্থনীতির জন্য লাভজনক ৷ গবেষণার রিপোর্টে বলা হয়েছে, পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করে আগামী 10 বছরের মধ্যে কয়েক কোটি নতুন কর্মসংস্থান হতে পারে ৷


9.স্টোকস-সিবলের ব্যাটে ভর করে মার্জিত স্কোর ইংল্যান্ডের

প্রথম দিনের শেষে 3 উইকেট খুইয়ে 207 রান তুলল ইংল্যান্ড৷ দিনের শেষে 86 রানে অপরাজিত ডম সিবলে এবং 59 রানে ক্রিজ়ে বেন স্টোকস৷

10.সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানানোয় রিয়ার প্রশংসায় শেখর

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন রিয়া চক্রবর্তী । এর জন্য রিয়ার প্রশংসা করেছেন শেখর সুমন ।

1.আজ উচ্চমাধ‍্যমিকের ফল, প্রকাশিত হবে না মেধাতালিকা


আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। বিকেল চারটে নাগাদ অনলাইনে বা SMS -এর মাধ‍্যমে নিজেদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা । যেহেতু এবছর উচ্চমাধ্যমিকের সবক'টি পরীক্ষা হয়নি, তাই CBSE-র পথে হেঁটে প্রকাশ করা হবে না উচ্চমাধ্যমিকের মেধাতালিকা ।

2.কুলগামে গুলির লড়াই, নিকেশ 2 জঙ্গি

জম্মু-কাশ্মীরের কুলগামে মৃত্যু হল দুই জঙ্গির । এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি । এখনও তল্লাশি অভিযান চলছে ।

3.টানা বৃষ্টিতে মুম্বইয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত 7

টানা বৃষ্টি৷ মুম্বইয়ে পৃথক দু'টি বাড়ি ভেঙে পড়ল৷ উদ্ধারকাজে দমকল, পুলিশ ও NDRF ৷


4.রাজনৈতিক খুন প্রমাণ করতে না পারলে রাজ্যপাল পদে থাকার বিশ্বাসযোগ্য়তা হারাবেন : মমতা

13 জুলাই রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে বলেছিলেন হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা অনেক প্রশ্ন তুলেছে ৷ তারমধ্যে প্রধান হল রাজনৈতিক খুনের অভিযোগ ৷ এবার পালটা জবাব মমতার ৷

5.উত্তর কোরিয়ার শাসকের মাসতুতো বোন মমতা, কটাক্ষ সায়ন্তনের

আক্রান্ত দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে গতকাল নারায়ণগড়ে আসেন সায়ন্তন বসু । সিঙ্গুর- নন্দীগ্রাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুরের মানুষের জন্য মুখ্যমন্ত্রী কী করেছেন ? খালি ভোটের সময় তাদের ব্যবহার করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর ব্রেনোলিয়া খাওয়া দরকার । তিনি ভুলে গেছেন তৎকালীন সময়ে লালকৃষ্ণ আদবানির সহায়তায় তিনি নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলন গড়ে তুলেছিলেন ৷’’

6.ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

ভূমিকম্প জম্মু-কাশ্মীরে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.9 । হতাহত ও ক্ষয়ক্ষতির খবর নেই ।


7.হ্যান্ড স্য়ানিটাইজ়ারে 18 শতাংশ GST, নির্দেশ গোয়া AAR-এর

গোয়া AAR-এর দ্বারস্থ হয়ে স্প্রিংফিল্ড ডিস্টিলারি দাবি করে, স্যানিটাইজ়ারের শ্রেণিবিভাগ করে GST নির্ধারণ করার জন্য ৷ পাশাপাশি তারা এও জানতে চায়, তাদের কি GST থেকে অব্যাহতি দেওয়া হবে ?


8.পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণে আগামী 10 বছরে 39.5 কোটি কর্মসংস্থান হতে পারে:WEF

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি গবেষণায় দেখা গিয়েছে, পরিবেশ রক্ষায় কার্যকরী ভূমিকা বাণিজ্য ও অর্থনীতির জন্য লাভজনক ৷ গবেষণার রিপোর্টে বলা হয়েছে, পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করে আগামী 10 বছরের মধ্যে কয়েক কোটি নতুন কর্মসংস্থান হতে পারে ৷


9.স্টোকস-সিবলের ব্যাটে ভর করে মার্জিত স্কোর ইংল্যান্ডের

প্রথম দিনের শেষে 3 উইকেট খুইয়ে 207 রান তুলল ইংল্যান্ড৷ দিনের শেষে 86 রানে অপরাজিত ডম সিবলে এবং 59 রানে ক্রিজ়ে বেন স্টোকস৷

10.সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানানোয় রিয়ার প্রশংসায় শেখর

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন রিয়া চক্রবর্তী । এর জন্য রিয়ার প্রশংসা করেছেন শেখর সুমন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.