1. সৎ করদাতাদের "ভয়মুক্ত" করতে কর সংস্কার
যাঁরা সঠিক সময় কর প্রদান করে দেশের অগ্রগতিতে সাহায্য করেন তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ 'সৎ করদাতাদের সম্মান, স্বচ্ছ কর ব্যবস্থা' । অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
2. "চিকিৎসায় ধীরে সাড়া দিচ্ছেন বাবা", টুইট প্রণবপুত্রর
চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখোপাধ্যায় ৷ টুইটে জানালেন তাঁর ছেলে ৷
3."বাবা জীবিত, ভুয়ো খবর ছড়াবেন না", ক্ষুব্ধ প্রণব পুত্র-কন্যা
প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে প্রচার চলছিল । এর বিরুদ্ধেই তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে ।
4.কমলা হ্যারিস, এক দক্ষিণ এশীয় অ্যামেরিকান অভিবাসী স্বপ্ন
মনে করা হচ্ছে ট্রাম্পের বর্ণবাদ, পুরুষ প্রধান মানসিকতা, আইন— সব ক্ষেত্রেই বিতর্কে হ্যারিস তাঁকে কড়া লড়াই দেবেন । এই মুহূর্তে অবশ্য কমলা হ্যারিসের অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন, যা তিনি 2019 সালে মার্টিন লুথার কিংয়ের জন্মদিনে ঘোষণা করেছিলেন, সফল হতে সময় লাগবে । কিন্তু নতুন ইতিহাস তৈরি হতেই পারে ।
5.ব্রিটেনে প্রতারণার পর্দা ফাঁস, জাতীয় স্তরে সাইবার ক্রাইম ব্রাঞ্চের জয়জয়কার
রাজ্যের সাত পুলিশ আধিকারিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিশেষ সম্মান জানানো হচ্ছে এবছর । তার মধ্যে দুই আধিকারিক কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে কর্মরত । তার মধ্যে এক আধিকারিকের কাজের প্রশংসা করেছে খোদ লন্ডন পুলিশ ।
6.কোরোনায় আক্রান্ত যুগ্ম-কমিশনার (সদর), চিন্তায় লালবাজার
কোরোনায় আক্রান্ত এবার কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (সদর) শুভংকর সিনহা সরকার ৷ আজ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷
7.একদিনে রেকর্ড সংক্রমণ, দেশের মোট কোরোনা আক্রান্ত 24 লাখের দোরগোড়ায়
একদিনে দেশে আক্রান্ত হয়েছেন 66 হাজার 999 জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 23 লাখ 96 হাজার 638 ।
8.কোরোনা আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি
কোরোনায় আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি ৷ তাঁকে মেদান্ত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
9. রাজনৈতিক চাপে পড়ে সুশান্ত মামলায় কোনও FIR দায়ের করেনি মুম্বই পুলিশ
সুপ্রিম কোর্টকে এমনই জানাল বিহার পুলিশ । জানাল যে, না তো মুম্বই পুলিশ কোনও FIR দায়ের করেছে, না বিহার পুলিশকে কোনওরকম সহযোগিতা করেছে ।
10. আইলিগে খেলবে দিল্লির সুদেভা FC ও বিশাখাপটনমের শ্রীনিধি FC
বুধবার ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সভাপতিত্বে পদাধিকারীরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন । সচিব কুশল দাস, আই লিগ CEO সুনন্দ ধর অংশ নেন। আবেদনপত্র খতিয়ে দেখার পর চলতি বছরে সুদেভা FC এবং আগামী মরসুমে শ্রীনিধি FC-র ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়।