ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5টা - Top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ বিকেল 5টা
টপ নিউজ় @ বিকেল 5টা
author img

By

Published : May 7, 2021, 4:58 PM IST

1. মারা যাননি ছোটা রাজন, ভর্তি রয়েছেন দিল্লির এইমস হাসপাতালে

মারা যাননি ছোটা রাজন ৷ সংবাদসংস্থা এএইআই সূত্রে এমনটাই দাবি করা হল ৷

2. জীবিত সাংবাদিককে শীতলকুচিতে মৃত বলে প্রচার আইটি সেলের, ভুল স্বীকার বিজেপির

বিজেপি প্রাক্তন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলছেন, সম্ভবত ভুলবশত এমন ঘটনা ঘটেছে । দলের তরফ থেকে নিশ্চয়ই এই ভুল সংশোধন করে নেওয়া হবে ।

3. বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, উল্টোডাঙ্গা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

যেনতেন প্রকারেণ খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন ৷ তার জন্য বিতর্কে জড়াতেও পিছপা হন না ৷ কিন্তু ভোট পরবর্তী হিংসা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে জোর ফেঁসেছেন বলিউডের কন্ট্রোভার্সিয়াল কুইন কঙ্গনা রানাওয়াত ৷ বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আজ উল্টোডাঙা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করা হল ৷

4. দৈনিক 700 মেট্রিক টন অক্সিজেন পাঠাতে হবে দিল্লিতে, কেন্দ্রকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

কেন্দ্রের কাছে বহুবার চেয়েও পর্যাপ্ত অক্সিজেন পায়নি দিল্লি ৷ এমন অভিযোগ রাজধানী বারবার করেছে ৷ আর এবার খোদ সুপ্রিম কোর্ট রাজধানীর পাশে দাঁড়াল ৷ পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিল্লিকে 700 মেট্রিক টন করে অক্সিজেন দিতে হবে বলে কেন্দ্রকে, এমনটাই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷

5. ভারতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাতে অনুরোধ করবেন রেভ জেস জ্যাকসন

ভারতের করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে একমাত্র সমাধান ভ্যাকসিনেশন ৷ তাই প্রেসিডন্ট বাইডেনকে ভারতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠানোর অনুমতি জানাবেন রেভ জেস জ্যাকসন ৷

6. আগামী দিনে সংক্রমণের সংখ্যা বাড়লেও জুনের শেষে কমতে পারে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

আগামী দিনে বাড়তে চলেছে সংক্রমণ, বার বার বলছেন বিশেষজ্ঞরা ৷ সংক্রমণের সংখ্যা প্রতিদিনই রেকর্ড তৈরি করছে ৷ তারই মধ্যে আশার আলো, জুনের শেষে কমবে এই সংখ্যা ৷

7. ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ব্যাপারে কলকাতা হাইকোর্ট জানতে চাইলে রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "বেশ কিছু(15-16)টি ঘটনা ঘটেছে । ইতিমধ্যেই সেই সমস্ত ব্যাপারে পুলিশ ব্যবস্থা নিয়েছে ।"

8. কোভিড মোকাবিলায় বিরুষ্কার দান 2 কোটি

করোনা মোকাবিলায় স্বামী বিরাট কোহলির সঙ্গে মিলে কিছু একটা পদক্ষেপ করছেন তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন অনুষ্কা শর্মা ৷ কিছুদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ৷

9. দীর্ঘ সময়ের জন্য নয়, সাময়িক লকডাউন আর ভ্যাকসিন দিতে হবে, জানালেন অ্যান্থনি ফসি

ভারতের করোনা সংকট সামলাতে লকডাউন দরকার হলেও তা দীর্ঘ সময়ের জন্য নয় ৷ আর সংক্রমণের হার কমলে যত দ্রুত সম্ভব আরও বেশি সংখ্যক লোককে ভ্যাকসিন দেওয়া দরকার, জানালেন অ্যান্থনি ফসি ৷

10. দৈনিক সংক্রমণে আবারও নতুন রেকর্ড, মৃত্যু কমল কিছুটা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে 2 কোটি 14 লাখ 91 হাজার 598 ৷ মোট মৃত্যু হয়েছে 2 লাখ 34 হাজার 83 জনের ৷

1. মারা যাননি ছোটা রাজন, ভর্তি রয়েছেন দিল্লির এইমস হাসপাতালে

মারা যাননি ছোটা রাজন ৷ সংবাদসংস্থা এএইআই সূত্রে এমনটাই দাবি করা হল ৷

2. জীবিত সাংবাদিককে শীতলকুচিতে মৃত বলে প্রচার আইটি সেলের, ভুল স্বীকার বিজেপির

বিজেপি প্রাক্তন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলছেন, সম্ভবত ভুলবশত এমন ঘটনা ঘটেছে । দলের তরফ থেকে নিশ্চয়ই এই ভুল সংশোধন করে নেওয়া হবে ।

3. বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, উল্টোডাঙ্গা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

যেনতেন প্রকারেণ খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন ৷ তার জন্য বিতর্কে জড়াতেও পিছপা হন না ৷ কিন্তু ভোট পরবর্তী হিংসা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে জোর ফেঁসেছেন বলিউডের কন্ট্রোভার্সিয়াল কুইন কঙ্গনা রানাওয়াত ৷ বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আজ উল্টোডাঙা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করা হল ৷

4. দৈনিক 700 মেট্রিক টন অক্সিজেন পাঠাতে হবে দিল্লিতে, কেন্দ্রকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

কেন্দ্রের কাছে বহুবার চেয়েও পর্যাপ্ত অক্সিজেন পায়নি দিল্লি ৷ এমন অভিযোগ রাজধানী বারবার করেছে ৷ আর এবার খোদ সুপ্রিম কোর্ট রাজধানীর পাশে দাঁড়াল ৷ পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিল্লিকে 700 মেট্রিক টন করে অক্সিজেন দিতে হবে বলে কেন্দ্রকে, এমনটাই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷

5. ভারতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাতে অনুরোধ করবেন রেভ জেস জ্যাকসন

ভারতের করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে একমাত্র সমাধান ভ্যাকসিনেশন ৷ তাই প্রেসিডন্ট বাইডেনকে ভারতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠানোর অনুমতি জানাবেন রেভ জেস জ্যাকসন ৷

6. আগামী দিনে সংক্রমণের সংখ্যা বাড়লেও জুনের শেষে কমতে পারে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

আগামী দিনে বাড়তে চলেছে সংক্রমণ, বার বার বলছেন বিশেষজ্ঞরা ৷ সংক্রমণের সংখ্যা প্রতিদিনই রেকর্ড তৈরি করছে ৷ তারই মধ্যে আশার আলো, জুনের শেষে কমবে এই সংখ্যা ৷

7. ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ব্যাপারে কলকাতা হাইকোর্ট জানতে চাইলে রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "বেশ কিছু(15-16)টি ঘটনা ঘটেছে । ইতিমধ্যেই সেই সমস্ত ব্যাপারে পুলিশ ব্যবস্থা নিয়েছে ।"

8. কোভিড মোকাবিলায় বিরুষ্কার দান 2 কোটি

করোনা মোকাবিলায় স্বামী বিরাট কোহলির সঙ্গে মিলে কিছু একটা পদক্ষেপ করছেন তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন অনুষ্কা শর্মা ৷ কিছুদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ৷

9. দীর্ঘ সময়ের জন্য নয়, সাময়িক লকডাউন আর ভ্যাকসিন দিতে হবে, জানালেন অ্যান্থনি ফসি

ভারতের করোনা সংকট সামলাতে লকডাউন দরকার হলেও তা দীর্ঘ সময়ের জন্য নয় ৷ আর সংক্রমণের হার কমলে যত দ্রুত সম্ভব আরও বেশি সংখ্যক লোককে ভ্যাকসিন দেওয়া দরকার, জানালেন অ্যান্থনি ফসি ৷

10. দৈনিক সংক্রমণে আবারও নতুন রেকর্ড, মৃত্যু কমল কিছুটা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে 2 কোটি 14 লাখ 91 হাজার 598 ৷ মোট মৃত্যু হয়েছে 2 লাখ 34 হাজার 83 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.