ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5টা - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Oct 13, 2020, 5:04 PM IST

1. সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়, রাখা হতে পারে ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ‍্যাপ-এ কাজ না হওয়ার কারণে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


2. দিনে দু'টি করে ডবল ডেকার কলকাতায়, সপ্তমী থেকে বুকিং

সপ্তমী থেকে ডবল ডেকার বাসের অনলাইন বুকিং শুরু হবে । এই দোতলা বাসের জন্য বাংলায় আরও কর্মসংস্থান হবে । রোজ দু'টি করে বাস চলবে শহরের রাস্তায় ।


3.2019-'20 শিক্ষাবর্ষে ফি-তে 20 শতাংশ ছাড়, বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ হাইকোর্টের

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল আজ ।


4. হাতির পিঠ থেকে পড়ে গেলেন বাবা রামদেব

হাতির পিঠে চড়ে যোগাসন করছিলেন বাবা রামদেব । দু'হাত কপালে দিয়ে আসন করছিলেন তিনি । হঠাৎই ছন্দপতন । টাল সামলাতে না পেরে হাতির পিঠ থেকে পড়ে যান তিনি ।


5. 2021-র শুরুতেই দেশে একাধিক কোরোনার প্রতিষেধক, জানালেন হর্ষ বর্ধন

এই মুহূর্তে দেশে 4 টি কোরোনার প্রতিষেধক প্রি-ক্লিনিকাল ট্রায়ালের অ্যাডভান্স পর্যায়ে রয়েছে ।


6. পুজো কমিটিগুলো নির্দেশিকা মানছে তো ? খতিয়ে দেখতে পথে যুগ্ম কমিশনার

ঘুরে দেখলেন উত্তর থেকে দক্ষিণ কলকাতার কয়েকটি মণ্ডপ । সঙ্গে পুজো কমিটিগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তিনি।


7. পাগড়ি বিতর্কে জালিয়ানওয়ালাবাগের গণহত্যায় রবীন্দ্রনাথের প্রতিবাদ মনে পড়ছে রাজ্যপালের

যুব মোর্চার অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলার ঘটনাকে নিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্য সরকারকে ধর্মীয় ভাবাবেগে আঘাত না হেনে সহানুভূতির সঙ্গে বিষয়টিতে নজর দেওয়ার আবেদন করেন তিনি ৷


8. বেলেঘাটায় বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ

বেলেঘাটা গান্ধিভবনের পাশে একটি ক্লাবের ছাদের একাংশ বিস্ফোরণে উড়ে গেছে । ঘটনাস্থানে পৌঁছেছে বেলেঘাটা থানার পুলিশ । খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডকে ।


9. কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, 24 ঘণ্টায় মৃত 706

দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 71 লাখ 75 হাজার 881 । মোট সুস্থের সংখ্যা 62 লাখ 27 হাজার 295 ।


10. ব্যারাকপুরে BJP নেতার বাড়িতে তল্লাশি পুলিশের

আজ সকালে BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিজয় মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ ৷ এলাকায় অর্জুন ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি ৷

1. সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়, রাখা হতে পারে ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ‍্যাপ-এ কাজ না হওয়ার কারণে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


2. দিনে দু'টি করে ডবল ডেকার কলকাতায়, সপ্তমী থেকে বুকিং

সপ্তমী থেকে ডবল ডেকার বাসের অনলাইন বুকিং শুরু হবে । এই দোতলা বাসের জন্য বাংলায় আরও কর্মসংস্থান হবে । রোজ দু'টি করে বাস চলবে শহরের রাস্তায় ।


3.2019-'20 শিক্ষাবর্ষে ফি-তে 20 শতাংশ ছাড়, বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ হাইকোর্টের

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল আজ ।


4. হাতির পিঠ থেকে পড়ে গেলেন বাবা রামদেব

হাতির পিঠে চড়ে যোগাসন করছিলেন বাবা রামদেব । দু'হাত কপালে দিয়ে আসন করছিলেন তিনি । হঠাৎই ছন্দপতন । টাল সামলাতে না পেরে হাতির পিঠ থেকে পড়ে যান তিনি ।


5. 2021-র শুরুতেই দেশে একাধিক কোরোনার প্রতিষেধক, জানালেন হর্ষ বর্ধন

এই মুহূর্তে দেশে 4 টি কোরোনার প্রতিষেধক প্রি-ক্লিনিকাল ট্রায়ালের অ্যাডভান্স পর্যায়ে রয়েছে ।


6. পুজো কমিটিগুলো নির্দেশিকা মানছে তো ? খতিয়ে দেখতে পথে যুগ্ম কমিশনার

ঘুরে দেখলেন উত্তর থেকে দক্ষিণ কলকাতার কয়েকটি মণ্ডপ । সঙ্গে পুজো কমিটিগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তিনি।


7. পাগড়ি বিতর্কে জালিয়ানওয়ালাবাগের গণহত্যায় রবীন্দ্রনাথের প্রতিবাদ মনে পড়ছে রাজ্যপালের

যুব মোর্চার অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলার ঘটনাকে নিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্য সরকারকে ধর্মীয় ভাবাবেগে আঘাত না হেনে সহানুভূতির সঙ্গে বিষয়টিতে নজর দেওয়ার আবেদন করেন তিনি ৷


8. বেলেঘাটায় বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ

বেলেঘাটা গান্ধিভবনের পাশে একটি ক্লাবের ছাদের একাংশ বিস্ফোরণে উড়ে গেছে । ঘটনাস্থানে পৌঁছেছে বেলেঘাটা থানার পুলিশ । খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডকে ।


9. কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, 24 ঘণ্টায় মৃত 706

দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 71 লাখ 75 হাজার 881 । মোট সুস্থের সংখ্যা 62 লাখ 27 হাজার 295 ।


10. ব্যারাকপুরে BJP নেতার বাড়িতে তল্লাশি পুলিশের

আজ সকালে BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিজয় মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ ৷ এলাকায় অর্জুন ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.