ETV Bharat / state

টপ নিউজ @সকাল 11টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ @সকাল 11টা
টপ নিউজ @সকাল 11টা
author img

By

Published : Jun 20, 2020, 11:01 AM IST

1. জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না, বললেন বায়ুসেনা প্রধান

শান্তিরক্ষার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে । জওয়ানদের আত্মত্যাগ বিফলে যাবে না ৷ বললেন বায়ুসেনার প্রধান আর কে এস ভাদৌরিয়া ৷

2. কোরোনা আক্রান্ত কর্মচারী, বন্ধ হল বেঙ্গালুরুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস

এক কর্মচারী কোরোনা আক্রান্ত হওয়ায় বেঙ্গালুরুর সিটি সেন্টারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস স্যানিটাইজেশনের জন্য বন্ধ করা হল ৷

3. ''চিনের কাছে মাথা নত নয়'', দেশের সুরক্ষার প্রশ্নে কেন্দ্রের পাশে মমতা

লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও চিনকে যোগ্য জবাব দিতে কেন্দ্র সরকারকে পূর্ণ সমর্থন করা হবে, জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠক থেকে চিনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবাইকে এক হওয়ার আহ্বানও জানান ।

4. "চিনা দ্রব্য ব্যবহার করলে পা ভেঙে দেব", হুমকি জয় বন্দ্যোপাধ্যায়ের

দেশজুড়ে চিনা পণ্য পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন অনেকে । এরই মাঝে হুমকির সুরে BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, চিনা দ্রব্য ব্যবহারকারীদের মেরে পা ভেঙে দেওয়া উচিত ।

5. রিজেন্ট পার্কে যুবতিকে গুলি করে খুন, অভিযুক্ত প্রাক্তন প্রেমিক

রিজেন্ট পার্কের বাসিন্দা এক যুবতিকে গুলি করে খুনের অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে ৷ তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা ৷

6. শহিদ স্মরণে বালুরঘাটে মোমবাতি মিছিল

বালুরঘাটে BJP মহিলা মোর্চা এবং হিন্দু জাগরণ মঞ্চের তরফে শহিদদের শ্রদ্ধা জানানো হয় ৷ মোমবাতি মিছিলও করা হয় ।

7. অন্ডালের জামবাদ খনি অঞ্চলে ধস

অন্ডালের জামবাদ খনি অঞ্চলে ধসের জেরে তলিয়ে গেলেন এক মহিলা ৷ ধসে ভেঙে পড়েছে ECL-এর পাঁচটি পরিত্যক্ত আবাসনও ৷

8. উপসর্গহীন কোরোনা রোগীদের চিকিৎসায় আরও সেফ হোম চালুর দাবি চিকিৎসক সংগঠনের

কোরোনার মোকাবিলায় উপসর্গহীন অথবা সামান্য উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য রাজ‍্যজুড়ে আরও সেফ হোম চালুর দাবি জানাল সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ।

9. নতুন জার্সি ও লোগো কেমন হবে ? জল্পনা ATK-মোহনবাগানে

ISL -এ এবার নতুন নামে খেলবে ATK ৷ এবার কি আন্তেনিও লোপেজ হাবাসের দলের জার্সি এবং লোগোতে পরিবর্তন হবে ? তা নিয়ে জল্পনা তুঙ্গে ।

10. হত্যা না আত্মহত্যা ? ফিল্ম তৈরি হবে সুশান্তকে নিয়ে

সুশান্তের জীবন এবং সুশান্তের মৃত্যু দু'টোই খুব নাটকীয় । শুধু সেটাই নয়, তাঁর মৃত্যুর পরও কম নাটক হচ্ছে না জীবনের রঙ্গমঞ্চে । সবকিছু নিয়ে একটা দারুণ সিনেমা তৈরি হতে পারে । আর সেটাই হতে চলেছে ।

1. জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না, বললেন বায়ুসেনা প্রধান

শান্তিরক্ষার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে । জওয়ানদের আত্মত্যাগ বিফলে যাবে না ৷ বললেন বায়ুসেনার প্রধান আর কে এস ভাদৌরিয়া ৷

2. কোরোনা আক্রান্ত কর্মচারী, বন্ধ হল বেঙ্গালুরুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস

এক কর্মচারী কোরোনা আক্রান্ত হওয়ায় বেঙ্গালুরুর সিটি সেন্টারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস স্যানিটাইজেশনের জন্য বন্ধ করা হল ৷

3. ''চিনের কাছে মাথা নত নয়'', দেশের সুরক্ষার প্রশ্নে কেন্দ্রের পাশে মমতা

লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও চিনকে যোগ্য জবাব দিতে কেন্দ্র সরকারকে পূর্ণ সমর্থন করা হবে, জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠক থেকে চিনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবাইকে এক হওয়ার আহ্বানও জানান ।

4. "চিনা দ্রব্য ব্যবহার করলে পা ভেঙে দেব", হুমকি জয় বন্দ্যোপাধ্যায়ের

দেশজুড়ে চিনা পণ্য পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন অনেকে । এরই মাঝে হুমকির সুরে BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, চিনা দ্রব্য ব্যবহারকারীদের মেরে পা ভেঙে দেওয়া উচিত ।

5. রিজেন্ট পার্কে যুবতিকে গুলি করে খুন, অভিযুক্ত প্রাক্তন প্রেমিক

রিজেন্ট পার্কের বাসিন্দা এক যুবতিকে গুলি করে খুনের অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে ৷ তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা ৷

6. শহিদ স্মরণে বালুরঘাটে মোমবাতি মিছিল

বালুরঘাটে BJP মহিলা মোর্চা এবং হিন্দু জাগরণ মঞ্চের তরফে শহিদদের শ্রদ্ধা জানানো হয় ৷ মোমবাতি মিছিলও করা হয় ।

7. অন্ডালের জামবাদ খনি অঞ্চলে ধস

অন্ডালের জামবাদ খনি অঞ্চলে ধসের জেরে তলিয়ে গেলেন এক মহিলা ৷ ধসে ভেঙে পড়েছে ECL-এর পাঁচটি পরিত্যক্ত আবাসনও ৷

8. উপসর্গহীন কোরোনা রোগীদের চিকিৎসায় আরও সেফ হোম চালুর দাবি চিকিৎসক সংগঠনের

কোরোনার মোকাবিলায় উপসর্গহীন অথবা সামান্য উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য রাজ‍্যজুড়ে আরও সেফ হোম চালুর দাবি জানাল সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ।

9. নতুন জার্সি ও লোগো কেমন হবে ? জল্পনা ATK-মোহনবাগানে

ISL -এ এবার নতুন নামে খেলবে ATK ৷ এবার কি আন্তেনিও লোপেজ হাবাসের দলের জার্সি এবং লোগোতে পরিবর্তন হবে ? তা নিয়ে জল্পনা তুঙ্গে ।

10. হত্যা না আত্মহত্যা ? ফিল্ম তৈরি হবে সুশান্তকে নিয়ে

সুশান্তের জীবন এবং সুশান্তের মৃত্যু দু'টোই খুব নাটকীয় । শুধু সেটাই নয়, তাঁর মৃত্যুর পরও কম নাটক হচ্ছে না জীবনের রঙ্গমঞ্চে । সবকিছু নিয়ে একটা দারুণ সিনেমা তৈরি হতে পারে । আর সেটাই হতে চলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.