ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ়

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

TOP NEWS
TOP NEWS
author img

By

Published : Jun 15, 2021, 11:07 AM IST

1.Dev : বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার ভাবনা দেবের

বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী দেব ৷ সোমবার এবিষয়ে বৈঠক করেছিলেন তিনি ৷

2.বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 34 জন বিজ্ঞানী, গর্বিত জঙ্গলমহল

একজন বা দু'জন নয় ৷ বিদ্যাসাগর বিশ্ববিদ্য়ালয়ের 34 জন বিজ্ঞানী মুখ উজ্জ্বল করেছেন জঙ্গলমহলের ৷ বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছেন তাঁরা ৷

3.ছেলে বিজেপি করায় মাকে এলাকায় থাকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ছেলে বিজেপির কর্মী ৷ অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের রিভলবার দেখিয়ে হুমকি দিয়েছে, পাথর দিয়ে থেঁতলে মারার চেষ্টা করেছে ৷ নির্বাচনের ফল বেরনোর পর থেকে তিনি ঘরছাড়া ৷ এদিকে বিপাকে পড়ে মা পরিচারিকার কাজ করছেন, বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছেন ৷

4.Corona in India : করোনায় স্বস্তি, দেশে আরও কমল দৈনিক সংক্রমণ; কমল মৃত্যুও

গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 60 হাজার 471 জন ৷ মৃত্যু হয়েছে 2 হাজার 726 জনের ৷

5.Ayodhya temple Trust : নিয়ম মেনে জমি কেনা হয়েছে, দাবি অযোধ্যার ট্রাস্টের সম্পাদকের

অযোধ্যায় রাম মন্দিরের জমি কেনাবেচায় কোনও দুর্নীতি নেই ৷ গোটা বিষয়টিই স্বচ্ছভাবে ঘটেছে ৷ বিরোধীরা ভোটের রাজনীতি করছে বিষয়টি নিয়ে ৷ দাবি শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রাইয়ের (Champat Rai) ৷

6.Covid Vaccine : নোভাভ্যাক্স 90 শতাংশের বেশি কার্যকরী, দাবি সংস্থার

সংস্থার দাবি, নোভাভ্যাক্স মাঝারি ও গুরতর অসুস্থ উভয়ের জন্যই নিরাপদ ৷ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের টিকা 90.4 শতাংশ কার্যকরী ৷

7.Supreme Court : রাজ্যে ভোট পরবর্তী হিংসায় দুটি ধর্ষণের অভিযোগের শুনানি আজ সুপ্রিম কোর্টে

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) খেজুরি এলাকার 60 বছরের বৃদ্ধা সুপ্রিম কোর্টে মামলা করে জানিয়েছেন, তৃণমূলের কর্মীরা গত 4 মে তাঁর বাড়িতে ঢুকে ছয় বছরের নাতির সামনে তাঁকে ধর্ষণ করে ।

8.প্রবীণ মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার, 'পাকিস্তানি চর' বলে কাটা হল দাড়ি

অভিযোগ, সন্ধ্যায় নমাজ পড়তে যাচ্ছিলেন প্রবীণ আবদুল সামাদ ৷ সেই সময় তাঁকে অটো থেকে জোর করে নামায় কয়েকজন যুবক ৷ টানতে টানতে পাশের জঙ্গলে নিয়ে যায় তারা ৷ এরপরই চলে অত্য়াচার ৷

9.Arijit Singh : মুর্শিদাবাদ মেডিক্যালে ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের

গত মে মাসে মায়ের মৃত্যুর পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঁচটি হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন (high flow nasal oxygen) প্রদান করেছিলেন সঙ্গীতশিল্পী অভিজিৎ সিং ৷ এবার আরও পাঁচটি দিলেন ৷ এতে করোনার চিকিৎসায় বিশেষ সুবিধা হবে বলে জানান চিকিৎসকরা ৷

10.WTC Final : কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার হতছানি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট যদি শতরান করতে পারেন, তাহলে একটি অনন্য রেকর্ড গড়বেন তিনি ৷ অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরানে রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ বিরাটের সামনে ৷ বর্তমানে বিরাট ও রিকি পন্টিং, দু’জনেরই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শতরানের সংখ্যা 41 ৷

1.Dev : বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার ভাবনা দেবের

বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী দেব ৷ সোমবার এবিষয়ে বৈঠক করেছিলেন তিনি ৷

2.বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 34 জন বিজ্ঞানী, গর্বিত জঙ্গলমহল

একজন বা দু'জন নয় ৷ বিদ্যাসাগর বিশ্ববিদ্য়ালয়ের 34 জন বিজ্ঞানী মুখ উজ্জ্বল করেছেন জঙ্গলমহলের ৷ বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছেন তাঁরা ৷

3.ছেলে বিজেপি করায় মাকে এলাকায় থাকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ছেলে বিজেপির কর্মী ৷ অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের রিভলবার দেখিয়ে হুমকি দিয়েছে, পাথর দিয়ে থেঁতলে মারার চেষ্টা করেছে ৷ নির্বাচনের ফল বেরনোর পর থেকে তিনি ঘরছাড়া ৷ এদিকে বিপাকে পড়ে মা পরিচারিকার কাজ করছেন, বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছেন ৷

4.Corona in India : করোনায় স্বস্তি, দেশে আরও কমল দৈনিক সংক্রমণ; কমল মৃত্যুও

গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 60 হাজার 471 জন ৷ মৃত্যু হয়েছে 2 হাজার 726 জনের ৷

5.Ayodhya temple Trust : নিয়ম মেনে জমি কেনা হয়েছে, দাবি অযোধ্যার ট্রাস্টের সম্পাদকের

অযোধ্যায় রাম মন্দিরের জমি কেনাবেচায় কোনও দুর্নীতি নেই ৷ গোটা বিষয়টিই স্বচ্ছভাবে ঘটেছে ৷ বিরোধীরা ভোটের রাজনীতি করছে বিষয়টি নিয়ে ৷ দাবি শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রাইয়ের (Champat Rai) ৷

6.Covid Vaccine : নোভাভ্যাক্স 90 শতাংশের বেশি কার্যকরী, দাবি সংস্থার

সংস্থার দাবি, নোভাভ্যাক্স মাঝারি ও গুরতর অসুস্থ উভয়ের জন্যই নিরাপদ ৷ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের টিকা 90.4 শতাংশ কার্যকরী ৷

7.Supreme Court : রাজ্যে ভোট পরবর্তী হিংসায় দুটি ধর্ষণের অভিযোগের শুনানি আজ সুপ্রিম কোর্টে

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) খেজুরি এলাকার 60 বছরের বৃদ্ধা সুপ্রিম কোর্টে মামলা করে জানিয়েছেন, তৃণমূলের কর্মীরা গত 4 মে তাঁর বাড়িতে ঢুকে ছয় বছরের নাতির সামনে তাঁকে ধর্ষণ করে ।

8.প্রবীণ মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার, 'পাকিস্তানি চর' বলে কাটা হল দাড়ি

অভিযোগ, সন্ধ্যায় নমাজ পড়তে যাচ্ছিলেন প্রবীণ আবদুল সামাদ ৷ সেই সময় তাঁকে অটো থেকে জোর করে নামায় কয়েকজন যুবক ৷ টানতে টানতে পাশের জঙ্গলে নিয়ে যায় তারা ৷ এরপরই চলে অত্য়াচার ৷

9.Arijit Singh : মুর্শিদাবাদ মেডিক্যালে ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের

গত মে মাসে মায়ের মৃত্যুর পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঁচটি হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন (high flow nasal oxygen) প্রদান করেছিলেন সঙ্গীতশিল্পী অভিজিৎ সিং ৷ এবার আরও পাঁচটি দিলেন ৷ এতে করোনার চিকিৎসায় বিশেষ সুবিধা হবে বলে জানান চিকিৎসকরা ৷

10.WTC Final : কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার হতছানি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট যদি শতরান করতে পারেন, তাহলে একটি অনন্য রেকর্ড গড়বেন তিনি ৷ অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরানে রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ বিরাটের সামনে ৷ বর্তমানে বিরাট ও রিকি পন্টিং, দু’জনেরই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শতরানের সংখ্যা 41 ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.