1.লোকাল ট্রেন পরিষেবা চালু করতে রাজ্যকে চিঠি রেলের
রেল কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখে লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালুর আর্জি রেলের । এ ব্যাপারে রাজ্যকে চিঠি দিল রেল ৷ রাজ্যের তরফে এখনও মেলেনি কোনও সদুত্তর ।
2.Newtown Shoot-out : এনকাউন্টারের আগের রাতে জয়পালদের ফ্ল্যাটে দুই মহিলা, উদ্ধার কন্ডোম
রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন, শুট আউটের আগের রাতে সাপুরজীর বহুতলে গ্যাংস্টারদের ফ্ল্যাটে দু'জন মহিলা এসেছিলেন ৷ তাঁরা জয়পালদের সঙ্গে সারারাত ছিলেনও ৷ পরদিন সকালে বেরিয়ে যান সেখান থেকে ৷ পুলিশ ওই ফ্ল্যাট থেকে ব্যবহৃত কন্ডোমও উদ্ধার করেছে ৷ মহিলাদের পরিচয় এবং তাঁদের সঙ্গে জয়পাল এবং জসপ্রিতের কী সম্পর্ক ছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা ৷
3.Kunal Ghosh : প্রথমে নিজের বাবাকে শেখান, দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে শুভেন্দুকে আক্রমণ কুণালের
শুভেন্দু অধিকারীর দলত্যাগ বিরোধী আইন বিষয়ে এতই যখন জ্ঞান তাহলে তৃণমূলকে শেখানোর চেষ্টা না করে । প্রথমে তাঁর বাবা শিশিরদাকে শেখান । কারণ তিনি বিজেপিতে যোগদান করার পরেও তৃণমূল সাংসদ পদটি ধরে রেখেছেন । মন্তব্য কুণাল ঘোষের ।
4.চাকুলিয়ায় ট্রাক্টর-বাইকের সংঘর্ষে মৃত 2
চাকুলিয়ার সাহাসপুরে ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত 2 ৷ পুলিশ ট্রাক্টর ও বাইক বাজেয়াপ্ত করেছে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷
5.ভাঙড়ের কিশোর ভারতীর উদ্যোগে ভ্যাকসিনেশনের সঙ্গে চারাগাছ বিতরণ
ভাঙড়ের কিশোর ভারতীর তরফে করোনা সংক্রমণ রুখতে ভ্যাকসিনেশনের সঙ্গে চলছে চারাগাছ বিতরণ ৷ রবিবার প্রায় 200 জনকে ভ্যাকসিন দেওয়া হয় ৷
6.মৃত্যু বাড়লেও 72 দিনে সর্বনিম্ন সংক্রমণ দেশে
দেশে কমছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ সুস্থতার পথে এগোলেও মৃত্যুতে লাগাম আনা যাচ্ছে না ৷
7.Eatala Rajender : আজই বিজেপিতে যোগ দিতে পারেন তেলাঙ্গানার প্রাক্তন মন্ত্রী
শনিবারই রাজেন্দর সাংসদ পদের পদত্যাগপত্র জমা দেন ৷ আগেই টিআরএস ছেড়ে বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন এই নেতা ৷
8.Vaccine for Children : পরীক্ষা শেষ, শিশুদের জন্য নাজ়াল স্প্রে ভ্যাকসিন আনছে রাশিয়া
সম্প্রতি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে বিজ্ঞানী আলেকজ়েন্ডার গিনসবার্গ জানান, বিশেষভাবে ছোটদের জন্য তৈরি করা এই ভ্যাকসিন দেওয়া শুরু করা যেতে পারে 15 সেপ্টেম্বর থেকে ৷
9.বছর পার, তবুও অধরা সুশান্ত মৃত্যু রহস্য
আজকের দিনেই হারিয়ে গিয়েছিল সেই প্রাণোচ্ছ্বল হাসি ভরা মুখটা ৷ আজও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিভিন্ন ভিডিয়ো ভক্তদের সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে বিরাজমান ৷ প্রিয় অভিনেতার ন্যায় বিচারের অপেক্ষায় ভক্তরা ৷
10.Copa America 2021 : নায়ক নেইমার, ভেনেজুয়েলাকে 3-0-এ ওড়াল ব্রাজিল
এবারের কোপায় নেইমেরার বৈধ গোল জাল ছোঁয়, যখন 61 মিনিটে ভেনেজুয়েলা বক্সে ড্যানিলোকে ঠেলে ফেলে দেন কুমনা ৷ পেনাল্টি পায় ব্রাজিল ৷ হিমশীতল মস্তিষ্কের পরিচয় দিয়ে আন্তর্জাতিক ম্যাচের 65তম গোলটি করে ফেলেন নেইমার ৷