1.মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর
মঙ্গলবার রাতে ডিউটি ছেড়ে মা ফ্লাইওভার করে বাড়ি ফিরছিলেন ৷ পথে মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক । মৃত সাব-ইন্সপেক্টরের নাম সৌভিক দাস । বয়স 56 ।
2.ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই আরামবাগে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে অনুদান রাজ্যের
গতদিনের ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে রাজ্যে মোট 27 জনের মৃত্যু হয়েছে ৷ রাজ্য সরকার মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করে গতকাল রাতেই ৷ তার 24 ঘণ্টার মধ্যেই আরামবাগে মৃতদের পরিবারগুলিকে সেই অনুদানের চেক দেওয়া হল ৷
3.নির্বাচনে মিথ্যা প্রচার, লাভপুরে মাইকিং ক্ষমাপ্রার্থী বিজেপি কর্মীদের
একুশের বিধানসভা নির্বাচনে মিথ্যা প্রচার চালানো হয়েছে দলের তরফে ৷ তাই কর্মীরা টোটোয় করে এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে ক্ষমা চাইছেন ৷ এমনই দৃশ্য দেখা গেল বীরভূমের লাভপুরের বিপ্রটিকুরি এলাকায় ৷ বিজেপি কর্মীরা মাইংকি করে মানুষের কাছে ক্ষমা চাইলেন ৷ তাঁদের গলায় শোনা গেল তৃণমূল কংগ্রেসের স্লোগানও ৷
4.ত্রিপল চুরি আমার লেভেল নয় : শুভেন্দুকে পাল্টা অভিষেকের
মঙ্গলবার দিনের শেষে সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু-দিলীপকে একহাত নিলেন অভিষেক ৷ বললেন, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার আগে বিজেপি নেতৃত্ব নিজের অন্তর্কলহ মেটাক । পাশাপাশি নিজের রাজনৈতিক 'লেভেল'-ও স্পষ্ট করলেন ৷ বললেন, "ত্রিপল চুরি আমার লেভেল নয় ৷"
5.সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, রইল লাখের নিচেই
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1 লাখ 62 হাজার 664 জন ৷ এদিকে দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে 23 কোটি 90 লাখ 58 হাজার 360 জনকে ৷
6.কানপুরে বাস দুর্ঘটনায় মৃত 17, 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মোদি-যোগীর
কানপুরে আউটারের এসপি অস্তভুজা প্রসাদ সিং বলেন, কিষাণ নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ একটি দ্রুতগতির বাস রাস্তার ধরে দাঁড়িয়ে থাকা একটি জেসিবিকে ধাক্কা মারে ৷ ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, জেসিবিটি হাইওয়ের অন্যপ্রান্তে ছিটকে পড়ে ৷ বাসটিও উল্টে একটি পরিখাতে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন ৷
7.বেসরকারি হাসপাতালে করোনা টিকার দাম বেঁধে দিল কেন্দ্র
বেসরকারি হাসপাতালগুলির জন্য 25 শতাংশ ভ্যাকসিন বরাদ্দ করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এতে প্রশ্ন ওঠে যে কেন্দ্র ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিকে অনেক বেশি লাভের সুবিধে করে দিচ্ছে ৷ তাই এবার প্রাইভেট হাসাপাতালে টিকার সর্বোচ্চ দাম নির্দিষ্ট করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷
8.বাসের গায়ে পোস্টার লিখে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ মালিকদের
পোস্টার লিখে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ বাস মালিকদের ৷ কলকাতার বিভিন্ন এলাকায় বাসের সামনের কাচে পোস্টার সেঁটে অভিনব প্রতিবাদ শুরু করা হয়েছে ৷ বাস মালিকদের বক্তব্য, পরপর দু’বছর লকডাউন ও বিধিনিষেধের জেরে ঘোর বিপাকে পড়েছেন তাঁরা ৷ জ্বালানির দাম বৃদ্ধি পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে ৷ সমস্য়া সমাধানে মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী বাস মালিকরা ৷
9.সত্যজিতের 4 ছোট গল্পের সিরিজে নজরকাড়া অভিনয়, মুক্তি পেল রে-র ট্রেলার
মুক্তি পেল নেটফ্লিক্সের ফিল্ম রে-র ট্রেলার (Ray trailer) ৷ এই ছবি তৈরি হয়েছে সত্যজিত্ রায়ের (Satyajit Ray) চারটি ছোট গল্প নিয়ে ৷ মূখ্য চরিত্রে দেখা যাবে আলি ফজল, হর্ষবর্ধন কাপুর, কেকে মেনন ও মনোজ বাজপেয়িকে ৷
10.দর্শকের বিচারে সেরার সেরা টেস্ট সিরিজ় বর্ডার-গাভাসকর 2020-21
ফাইনালে 2020-21 বর্ডার-গাভাসকর সিরিজ়ের লড়াই হয় 1999 সালের ভারত-পাকিস্তান সিরিজ়ের সঙ্গে ৷ তবে শেষ পর্যন্ত বর্ডার-গাভাসকর সিরিজ় বেশি ভোট পায় ৷ 2005 সালের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ় সেমিফাইনালে 1999-র ইন্দো-পাক সিরিজ়ের কাছে হেরে যায় ৷