ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সকাল 11টা
টপ নিউজ় @ সকাল 11টা
author img

By

Published : Mar 26, 2021, 11:00 AM IST

1.নজরে দুই মেদিনীপুর, প্রথম দফার ভোট ঘিরে নিরাপত্তা তুঙ্গে

কাউন্টডাউন শুরু ৷ রাত পোহালেই রাজ্যে শুরু প্রথম দফার ভোট ৷ শনিবার 27 মার্চ পাঁচ জেলায় মোট 30টি আসনে ভোট হবে ৷ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভোট ঘিরে থাকছে কড়া নিরাপত্তা ৷ বাড়তি নজর থাকছে দুই মেদিনীপুরের উপর ৷ প্রথম দফায় ব্যবহার করা হবে 732 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।

2.করোনার পর আজ প্রথম বিদেশ সফরে মোদি, যাচ্ছেন বাংলাদেশ

আজ দু'দিনের বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান 'মুজিব বর্ষ'-এ অংশ নেবেন তিনি ৷ এছাড়া ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি ৷ 2015 সালে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ করোনা সংক্রমণের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ৷

3.আন্দোলনের চার মাস পূর্তিতে ভারত বনধ কৃষকদের, ব্যাহত রেল পরিষেবা

আন্দোলনের চার মাস পূর্তি উপলক্ষে আজ ভারত বনধ পালন করছেন কৃষকরা ৷ দিল্লি সীমানায় তাঁদের আন্দোলন শুরু হয়েছিল 26 নভেম্বর ৷ বনধের জেরে আজ ব্যাহত হয়েছে রেল পরিষেবা ৷

4.মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুন, মৃত 9

মুম্বইয়ের ভাণ্ডুপ এলাকার করোনা হাসপাতালে আগুন লেগে 9 জনের মৃত্যু হয়েছে। সেখানে 76 জন রোগী ছিলেন। তাই আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

5.বিজেপির ডাকা বনধে সকাল থেকে থমথমে শান্তিপুর

গতকাল নদিয়ার শান্তিপুর থানার মেথির দাঙ্গা এলাকা থেকে দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ বিজেপির দাবি, ওই দুই যুবক তাদের সক্রিয় কর্মী ছিলেন । এর প্রতিবাদে 12 ঘণ্টার শান্তিপুর বনধের ডাক দেয় বিজেপি।

6.মডেল সাতগাছিয়ার বুথ, প্রায় 80টি দেশকে ভোটপ্রক্রিয়া দেখাবে কমিশন

এই প্রথমবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার লাইভ সাক্ষী থাকবে 70 থেকে 80টি দেশ । বিহার নির্বাচনকে মডেল করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানেও । কীভাবে কোভিডের লাল চোখ রাঙানিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ ও সংক্রমণমুক্ত ভোট করা সম্ভব সেটাই বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করবে রাজ্য নির্বাচন কমিশন ।

7.প্রচারে ক্লান্তিহীন সায়নী, পাল্লা দিতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন দলীয় কর্মীরা

কখনও তিনি ছুটছেন, কখনও বসে পড়ছেন, কখনও আবার টোটোকে ধাক্কা দিচ্ছেন । প্রচারে বেরিয়ে তাঁর গতির সঙ্গে পাল্লা দিতে পারছেন না কেউই । মাইলের পর মাইল হেঁটে শিল্পাঞ্চলের আনাচে কানাচে প্রচার সারছেন আসানসোল দক্ষিন কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ আসানসোলের তপ্ত গরমে দলীয় নেতা কর্মীরা ক্লান্ত হয়ে গেলেও সায়নীর বিরাম নেই । বরং হাঁপিয়ে যাওয়া কর্মীদের সামনে তাঁদের থাকতে মানা করছেন সায়নী । এলাকার মানুষরাও সায়নীর এনার্জি দেখে অভিভূত ।

8.বিজেপি প্রার্থীর বৈঠকে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল; নামল র‍্যাফ

বিজেপি প্রার্থীর উপস্থিতিতে বুথ কমিটির বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতকাল আসানসোল রেলপাড় রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। ইট, পাটকেল, পাথর ছোড়া হয়। ভাঙচুর করা হয় গাড়ি। যারা পাথর ছুঁড়ছিল তারা "খেলা হবে" স্লোগান দিচ্ছিল বলে অভিযোগ বিজেপির। খবর পেয়ে পুলিশবাহিনী ও র‍্যাফ নামানো হয় এলাকায় । লাঠি উঁচিয়ে দু'পক্ষকে সরিয়ে দেয় পুলিশ।

9.সুন্দরবনের জীবনযুদ্ধ নিয়ে আসছেন পরিচালক প্রদীপ মিস্ত্রি

ছবির কেন্দ্রে আছে দুটি শিশু, অবিনাশ রাই ও রোহিনী সেন। সঙ্গে নেগেটিভ চরিত্রে প্রখ্যাত অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে দেখা যাবে দেবেশ রায়চৌধুরী, সন্দীপ মণ্ডল, শান্তনু দাস, চিত্রা মুখোপাধ্যায়, সুজিত মুখোপাধ্যায় সহ অনেককে।

10.দলে একাধিক পরিবর্তন ! সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে যাঁরা

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও দলের একাধিক খেলোয়াড় চোটের কবলে ৷ তাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের প্রথম একাদশে হচ্ছে বেশ কয়েকটি পরিবর্তন ৷ এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ গুটিয়ে ফেলতে চাইছে ভারত ৷ কেমন হতে পারে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম একাদশ? দেখে নেওয়া যাক ৷

1.নজরে দুই মেদিনীপুর, প্রথম দফার ভোট ঘিরে নিরাপত্তা তুঙ্গে

কাউন্টডাউন শুরু ৷ রাত পোহালেই রাজ্যে শুরু প্রথম দফার ভোট ৷ শনিবার 27 মার্চ পাঁচ জেলায় মোট 30টি আসনে ভোট হবে ৷ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভোট ঘিরে থাকছে কড়া নিরাপত্তা ৷ বাড়তি নজর থাকছে দুই মেদিনীপুরের উপর ৷ প্রথম দফায় ব্যবহার করা হবে 732 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।

2.করোনার পর আজ প্রথম বিদেশ সফরে মোদি, যাচ্ছেন বাংলাদেশ

আজ দু'দিনের বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান 'মুজিব বর্ষ'-এ অংশ নেবেন তিনি ৷ এছাড়া ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি ৷ 2015 সালে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ করোনা সংক্রমণের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ৷

3.আন্দোলনের চার মাস পূর্তিতে ভারত বনধ কৃষকদের, ব্যাহত রেল পরিষেবা

আন্দোলনের চার মাস পূর্তি উপলক্ষে আজ ভারত বনধ পালন করছেন কৃষকরা ৷ দিল্লি সীমানায় তাঁদের আন্দোলন শুরু হয়েছিল 26 নভেম্বর ৷ বনধের জেরে আজ ব্যাহত হয়েছে রেল পরিষেবা ৷

4.মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুন, মৃত 9

মুম্বইয়ের ভাণ্ডুপ এলাকার করোনা হাসপাতালে আগুন লেগে 9 জনের মৃত্যু হয়েছে। সেখানে 76 জন রোগী ছিলেন। তাই আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

5.বিজেপির ডাকা বনধে সকাল থেকে থমথমে শান্তিপুর

গতকাল নদিয়ার শান্তিপুর থানার মেথির দাঙ্গা এলাকা থেকে দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ বিজেপির দাবি, ওই দুই যুবক তাদের সক্রিয় কর্মী ছিলেন । এর প্রতিবাদে 12 ঘণ্টার শান্তিপুর বনধের ডাক দেয় বিজেপি।

6.মডেল সাতগাছিয়ার বুথ, প্রায় 80টি দেশকে ভোটপ্রক্রিয়া দেখাবে কমিশন

এই প্রথমবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার লাইভ সাক্ষী থাকবে 70 থেকে 80টি দেশ । বিহার নির্বাচনকে মডেল করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানেও । কীভাবে কোভিডের লাল চোখ রাঙানিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ ও সংক্রমণমুক্ত ভোট করা সম্ভব সেটাই বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করবে রাজ্য নির্বাচন কমিশন ।

7.প্রচারে ক্লান্তিহীন সায়নী, পাল্লা দিতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন দলীয় কর্মীরা

কখনও তিনি ছুটছেন, কখনও বসে পড়ছেন, কখনও আবার টোটোকে ধাক্কা দিচ্ছেন । প্রচারে বেরিয়ে তাঁর গতির সঙ্গে পাল্লা দিতে পারছেন না কেউই । মাইলের পর মাইল হেঁটে শিল্পাঞ্চলের আনাচে কানাচে প্রচার সারছেন আসানসোল দক্ষিন কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ আসানসোলের তপ্ত গরমে দলীয় নেতা কর্মীরা ক্লান্ত হয়ে গেলেও সায়নীর বিরাম নেই । বরং হাঁপিয়ে যাওয়া কর্মীদের সামনে তাঁদের থাকতে মানা করছেন সায়নী । এলাকার মানুষরাও সায়নীর এনার্জি দেখে অভিভূত ।

8.বিজেপি প্রার্থীর বৈঠকে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল; নামল র‍্যাফ

বিজেপি প্রার্থীর উপস্থিতিতে বুথ কমিটির বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতকাল আসানসোল রেলপাড় রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। ইট, পাটকেল, পাথর ছোড়া হয়। ভাঙচুর করা হয় গাড়ি। যারা পাথর ছুঁড়ছিল তারা "খেলা হবে" স্লোগান দিচ্ছিল বলে অভিযোগ বিজেপির। খবর পেয়ে পুলিশবাহিনী ও র‍্যাফ নামানো হয় এলাকায় । লাঠি উঁচিয়ে দু'পক্ষকে সরিয়ে দেয় পুলিশ।

9.সুন্দরবনের জীবনযুদ্ধ নিয়ে আসছেন পরিচালক প্রদীপ মিস্ত্রি

ছবির কেন্দ্রে আছে দুটি শিশু, অবিনাশ রাই ও রোহিনী সেন। সঙ্গে নেগেটিভ চরিত্রে প্রখ্যাত অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে দেখা যাবে দেবেশ রায়চৌধুরী, সন্দীপ মণ্ডল, শান্তনু দাস, চিত্রা মুখোপাধ্যায়, সুজিত মুখোপাধ্যায় সহ অনেককে।

10.দলে একাধিক পরিবর্তন ! সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে যাঁরা

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও দলের একাধিক খেলোয়াড় চোটের কবলে ৷ তাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের প্রথম একাদশে হচ্ছে বেশ কয়েকটি পরিবর্তন ৷ এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ গুটিয়ে ফেলতে চাইছে ভারত ৷ কেমন হতে পারে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম একাদশ? দেখে নেওয়া যাক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.