ETV Bharat / state

টপ নিউজ @ 11 - undefined

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 11 am
top news @ 11 am
author img

By

Published : Jan 11, 2021, 11:02 AM IST

1.আজ সুপ্রিম কোর্টে কৃষি আইন সংক্রান্ত একাধিক মামলার শুনানি

কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই । দিল্লি সীমান্তে টানা আন্দোলন করে যাচ্ছেন কৃষকরা । এরই মাঝে আজ সুপ্রিম কোর্টে কৃষি আইন সংক্রান্ত মামলার শুনানি । কৃষি আইনগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল । সেই আবেদনগুলিরই আজ শুনানি হবে । পাশাপাশি, দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ নিয়ে যাঁরা বিভিন্ন ধরনের ইশু তুলেছেন, সেই সংক্রান্ত বিষয়েও শুনানি রয়েছে আজ । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাগুলির শুনানি হবে ।

2.'মান ভুুলে' দলীয় কার্যালয়ে শোভন-বৈশাখি, আজ দক্ষিণ কলকাতায় মিছিল

বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের যে ইতিবাচক বৈঠক হয়েছে তা শোভন ও বৈশাখির কথাতেই স্পষ্ট ৷ বিজেপি নেতৃত্বের গলাতেও একই সুর ৷ সম্প্রতিক সময়ে, সংবাদমাধ্যমে বেশি মুখ খুলতে দেখা গেছে বৈশাখিকেই ৷ তবে গতকালের বৈঠকের পর সবাইকে কিছুটা অবাক করেই সাংবাদিকদের কাছে এগিয়ে এলেন শোভন ৷

3.মতুয়াদের মন বুঝতে আজ রানাঘাটে সভা মমতার

চলতি মাসেই ঠাকুরনগরে আসার কথা রয়েছে বিজেপি নেতা অমিত শাহর । তার আগে মতুয়াদের কাছে টানতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় । আজ রানাঘাটের হবিবপুরে সভা করবেন তিনি ।

4.টিকাকরণের প্রক্রিয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে প্রথম দফায় কোরোনার টিকা দেওয়ার কাজ । তার আগে আজ কোরোনার টিকা দেওয়া নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিকেল 4টে নাগাদ বৈঠকটি হওয়ার কথা ৷

5.সুন্দরবনে পর্যটকদের লঞ্চে আগুন

দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার দয়াপুরে পর্যটকদের একটি লঞ্চে আগুন লাগে । দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও লঞ্চটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । এম ভি মা চণ্ডী নামের ওই লঞ্চটিতে রাত এগারোটা নাগাদ আগুন লাগে ।

6.নাড্ডাকে শস্য দিয়েছিলেন, এবার তৃণমূল বিধায়কের সঙ্গে সাক্ষাৎ পাঁচ কৃষকের

শনিবার কাটোয়ার মুস্থুলি গ্রামে পাঁচ কৃষকের থেকে এক মুঠো করে শস্য নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । এরপর গত সন্ধেয় কাটোয়ার তৃণমূল বিধায়কের কার্যালয়ে গিয়ে দেখা করেন ওই পাঁচ কৃষক । আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

7.পৌষেই উধাও শীত, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি

আজ পৌষ মাসের 26 তারিখ থাকলেও কলকাতায় উধাও শীতের অনুভূতি । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেশি । আগামী 24 ঘন্টাতেও তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই ।

8.জয়ের আশা জাগিয়ে প্যাভিলিয়নে পন্থ, পূজারা

দ্বিতীয় ইনিংসে 400-র বেশি রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামাটা ভারতের জন্য মোটেই সহজ কাজ ছিল না । কিন্তু পন্থের স্বভাবসিদ্ধ সাহসী ব্যাটিংয়ের উপর ভর করে নতুন করে জয়ের আশা দেখতে শুরু করে ভারতীয় শিবির ।

9.মুম্বই চ্যালেঞ্জ সামলে শীর্ষে ওঠার লক্ষ্যে হাবাসের এটিকে মোহনবাগান

ব্যক্তিগত গোলের থেকে দলের তিন পয়েন্ট তাঁর কাছে এখন গুরুত্বপূর্ণ । ডেভিড উইলিয়ামসের সঙ্গে রয় কৃষ্ণের বোঝাপড়া বেশ ভালো ৷ মাঠের পারফরম্যান্সেও সাহায্য করে ।তবে গত নয়টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে রক্ষণের গোল হজম না করাকেই বেশি গুরুত্ব দিতে চান রয় কৃষ্ণ । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি শক্তিশালী প্রতিপক্ষ জানেন । তাই পয়েন্ট টেবিলের এক নম্বরে পৌঁছনোর জন্য নয়, বরং জয়ের অভ্যাস বজায় রাখতেই তিন পয়েন্ট দরকার বলে জানিয়েছেন এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ ।

10.সিনেমা হল না ওটিটি ? জমজমাট রবিবাসরীয় সিনে আড্ডা

বর্তমানে ওয়েব সিরিজ় বা ওয়েব সিনেমার ফলে বহু নতুন পরিচালক ও অভিনেতা কাজের সুযোগ পাচ্ছেন । তবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটাই আলাদা । কী বলছেন চলচ্চিত্র জগতের তারকারা ?

1.আজ সুপ্রিম কোর্টে কৃষি আইন সংক্রান্ত একাধিক মামলার শুনানি

কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই । দিল্লি সীমান্তে টানা আন্দোলন করে যাচ্ছেন কৃষকরা । এরই মাঝে আজ সুপ্রিম কোর্টে কৃষি আইন সংক্রান্ত মামলার শুনানি । কৃষি আইনগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল । সেই আবেদনগুলিরই আজ শুনানি হবে । পাশাপাশি, দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ নিয়ে যাঁরা বিভিন্ন ধরনের ইশু তুলেছেন, সেই সংক্রান্ত বিষয়েও শুনানি রয়েছে আজ । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাগুলির শুনানি হবে ।

2.'মান ভুুলে' দলীয় কার্যালয়ে শোভন-বৈশাখি, আজ দক্ষিণ কলকাতায় মিছিল

বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের যে ইতিবাচক বৈঠক হয়েছে তা শোভন ও বৈশাখির কথাতেই স্পষ্ট ৷ বিজেপি নেতৃত্বের গলাতেও একই সুর ৷ সম্প্রতিক সময়ে, সংবাদমাধ্যমে বেশি মুখ খুলতে দেখা গেছে বৈশাখিকেই ৷ তবে গতকালের বৈঠকের পর সবাইকে কিছুটা অবাক করেই সাংবাদিকদের কাছে এগিয়ে এলেন শোভন ৷

3.মতুয়াদের মন বুঝতে আজ রানাঘাটে সভা মমতার

চলতি মাসেই ঠাকুরনগরে আসার কথা রয়েছে বিজেপি নেতা অমিত শাহর । তার আগে মতুয়াদের কাছে টানতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় । আজ রানাঘাটের হবিবপুরে সভা করবেন তিনি ।

4.টিকাকরণের প্রক্রিয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে প্রথম দফায় কোরোনার টিকা দেওয়ার কাজ । তার আগে আজ কোরোনার টিকা দেওয়া নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিকেল 4টে নাগাদ বৈঠকটি হওয়ার কথা ৷

5.সুন্দরবনে পর্যটকদের লঞ্চে আগুন

দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার দয়াপুরে পর্যটকদের একটি লঞ্চে আগুন লাগে । দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও লঞ্চটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । এম ভি মা চণ্ডী নামের ওই লঞ্চটিতে রাত এগারোটা নাগাদ আগুন লাগে ।

6.নাড্ডাকে শস্য দিয়েছিলেন, এবার তৃণমূল বিধায়কের সঙ্গে সাক্ষাৎ পাঁচ কৃষকের

শনিবার কাটোয়ার মুস্থুলি গ্রামে পাঁচ কৃষকের থেকে এক মুঠো করে শস্য নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । এরপর গত সন্ধেয় কাটোয়ার তৃণমূল বিধায়কের কার্যালয়ে গিয়ে দেখা করেন ওই পাঁচ কৃষক । আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

7.পৌষেই উধাও শীত, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি

আজ পৌষ মাসের 26 তারিখ থাকলেও কলকাতায় উধাও শীতের অনুভূতি । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেশি । আগামী 24 ঘন্টাতেও তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই ।

8.জয়ের আশা জাগিয়ে প্যাভিলিয়নে পন্থ, পূজারা

দ্বিতীয় ইনিংসে 400-র বেশি রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামাটা ভারতের জন্য মোটেই সহজ কাজ ছিল না । কিন্তু পন্থের স্বভাবসিদ্ধ সাহসী ব্যাটিংয়ের উপর ভর করে নতুন করে জয়ের আশা দেখতে শুরু করে ভারতীয় শিবির ।

9.মুম্বই চ্যালেঞ্জ সামলে শীর্ষে ওঠার লক্ষ্যে হাবাসের এটিকে মোহনবাগান

ব্যক্তিগত গোলের থেকে দলের তিন পয়েন্ট তাঁর কাছে এখন গুরুত্বপূর্ণ । ডেভিড উইলিয়ামসের সঙ্গে রয় কৃষ্ণের বোঝাপড়া বেশ ভালো ৷ মাঠের পারফরম্যান্সেও সাহায্য করে ।তবে গত নয়টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে রক্ষণের গোল হজম না করাকেই বেশি গুরুত্ব দিতে চান রয় কৃষ্ণ । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি শক্তিশালী প্রতিপক্ষ জানেন । তাই পয়েন্ট টেবিলের এক নম্বরে পৌঁছনোর জন্য নয়, বরং জয়ের অভ্যাস বজায় রাখতেই তিন পয়েন্ট দরকার বলে জানিয়েছেন এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ ।

10.সিনেমা হল না ওটিটি ? জমজমাট রবিবাসরীয় সিনে আড্ডা

বর্তমানে ওয়েব সিরিজ় বা ওয়েব সিনেমার ফলে বহু নতুন পরিচালক ও অভিনেতা কাজের সুযোগ পাচ্ছেন । তবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটাই আলাদা । কী বলছেন চলচ্চিত্র জগতের তারকারা ?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.