1 . দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 48 লাখের গণ্ডি
আজ দেশে কমেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পাশাপাশি, বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও । বর্তমানে দেশে কোরোনায় সুস্থতার হার 77.88 % ও কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের হার 1.65 % ৷
2 . দেশ সেনার পাশে একজোট হয়ে বার্তা দিক সংসদ : মোদি
সংসদীয় অধিবেশন শুরু আগে চিরাচরিতভাবে দেশের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেনার পাশে থাকার বার্তা দেন তিনি ।
3 . ছুটিহীন 18 দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু আজ
আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশনে মোট 18 টি অধিবেশন হবে ৷ এই বর্ষাকালীন অধিবেশন চলাকালীন মোট 47 টি বিষয় গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে 45 টি বিল ও দু’টি অর্থসংক্রান্ত বিষয় রয়েছে ৷
4 . দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ
দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ ৷
5 . দেশীয় পদ্ধতিতে তৈরি ভাবা কবচ রুখে দেবে AK-47 রাইফেলের গুলি
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ভাবা কবচ নিয়ে 2015-2016 সাল থেকে গবেষণা চলছে । ভাবা অ্যাটমিক রিসার্চের তরফে এর টেকনোলজি গড়ে তোলা হয়েছে ।
6 . আর এক মাঁঝি! তিরিশ বছর ধরে খাল কেটে গ্রামে আনলেন জল
গ্রাম থেকে কিছু দূরে একটি পাহাড়ি টিলা রয়েছে । বর্ষার জল সেই টিলার ঢাল বেয়ে গড়িয়ে নামে । নদীতে গিয়ে মেশে । সেই জলকে নদীতে মেশার আগে কোনওভাবে গ্রামে নিয়ে আসা যায় ! ভাবতে শুরু করেন তিনি । যেমন ভাবা, তেমনি কাজ ।
7 . বিনা পারিশ্রমিকে কোরোনা রোগীদের পাশে টোটোচালক মুনমুন, প্রশংসা উপরাষ্ট্রপতির
বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের খোঁজে হিমশিম খাচ্ছে আক্রান্তের পরিজনেরা । এই পরিস্থিতিতে শিলিগুড়িবাসীর ত্রাতার ভূমিকায় মুনমুন । বিনা পারিশ্রমিকে তাঁর টোটোয় করে রোগীকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি ।
8 . বিষ্ণুপুরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 4
দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 4 ৷ বিষ্ণুপুরের মড়ার গ্রাম সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷
9 . বাংলায় ম্যাশআপ হল বাদশার 'গেন্দাফুল', গাইলেন স্রষ্টা রতন কাহার
এবার বাংলাতে ম্যাশআপ হল বাদশার 'গেন্দাফুল' । আর এই ম্যাশআপের মাধ্যমেই নিজের দেওয়া কথা রাখলেন বাদশা । কারণ ম্যাশআপটিতে গলা মেলালেন 'বড়লোকের বিটি লো' গানটির স্রষ্টা রতন কাহার । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
10 . প্রথম দুই সেটে পিছিয়ে থেকেও ঐতিহাসিক US ওপেন জয় থিয়েমের
পাঁচ সেটের ম্যাচে প্রথম দু’টিতে পিছিয়ে ছিলেন থিয়েম ৷ কিন্তু শেষ তিন সেটে তাঁর কামব্যাক ছিল দেখার মতো ৷ শেষ তিনটি সেটই তাঁকে গ্র্যান্ড স্লাম জেতাল ৷