কলকাতা, 10 এপ্রিল : আর কোনও প্রতিনিধি নয়, প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে শনিবার নিজেই যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরই লকডাউন নিয়ে কোনও বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে । আপতত এমন খবরই পাওয়া যাচ্ছে । তাই এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন মমতা । পাশাপাশি যদি লকডাউন বাড়ে তাহলে কী পদক্ষেপ করা হতে চলেছে সেই সমস্ত খুঁটিনাটিও বুঝে নিতে চান তিনি । নবান্ন সূত্রে খবর, রাজ্যের চাহিদা ও অর্থনৈতিক দাবিও তুলে ধরতে পারেন তিনি ।
এর আগে প্রধানমন্ত্রীর ডাকা পরপর কয়েকটি বৈঠকে প্রতিনিধি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা । রাজ্য সরকারের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেছিলেন তিনি।
এছাড়াও প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। প্রথমে কোনও প্রতিনিধি পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল । কিন্তু শেষ মুহূর্তে সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আরও একটি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। হবে ভিডিয়ো কনফারেন্স । শোনা যাচ্ছে কালকের বৈঠকেই লকডাউন নিয়েই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে । বিবেচনা করা হতে পারে রাজ্যের আবেদনগুলিও ।
তবে প্রধানমন্ত্রীর এবারের আহ্বানে কোনও প্রতিনিধি নয়, নিজেই হাজির থাকবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, লকডাউন নিয়ে রাজ্যের তরফে প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু প্রস্তাব রাখতে পারেন তিনি । লকডাউনের মেয়াদ বাড়ানো হলে পণ্য এবং জরুরি পরিষেবাকে স্বাভাবিক রাখার জন্য আবেদন করতে পারেন তিনি।