ETV Bharat / state

দার্জিলিংয়ে তুষারপাত, বঙ্গে আরও নামবে তাপমাত্রা ; রাজ্যের শীতভাগ্যে আশা দেখছে হাওয়া অফিস - আজকের আবহাওয়া

Weather Update of West Bengal: মরশুমের শুরুতেই মারকাটারি ইনিংস খেলছে শীত ৷ আর তাতেই বঙ্গবাসীর শীতভাগ্য ভালো হওয়ার আশা রয়েছে বলে মত আলিপুর আবহাওয়া দফতরের ৷

Etv Bharat
বঙ্গে আরও নামবে রাতের তাপমাত্রা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 7:41 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর: দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা হলে মরশুমের প্রথম তুষারপাত দেখবে শৈলরানি। রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসের বড় খবর এটাই। পাশাপাশি, হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের একটু নিচু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এছাড়া উত্তর থেকে দক্ষিণ, পাহাড় এবং সমতল সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে । ঠান্ডা যেমন চলছে তেমনই চলবে । আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাস জমিয়ে শীতের আগমনে কার্যত সিলমোহর দিয়ে দিয়েছে ।

ইতিমধ্যেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে । এতদিন যে তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিক, এখন তা অনেকটাই নীচে অবস্থান করছে । হাওয়া অফিস বলছে, সর্বনিম্ন তাপমাত্রার এই পতন আপাতত একইরকম থাকবে। তবে 20 ডিসেম্বরের পরে রাতের তাপমাত্রা আরও 2 ডিগ্রি নীচে নামার সম্ভাবনা রয়েছে ।

অর্থাৎ, রাতের ঠান্ডার অনুভূতি বাড়বে । বঙ্গজুড়ে আপাতত কোনও ঘূর্ণাবর্ত নেই । ফলে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনও ইঙ্গিত নেই । রাজ্যে উত্তুরে বাতাস অবাধভাবে প্রবেশ করছে । এই পরিস্থিতি আপাতত চলবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে পারদ গত কয়েকদিন ধরে বেশ খানিকটা নেমে গিয়েছে । তাপমাত্রা এখন 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে । ঠান্ডার এই স্পেলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলও বাদ যায়নি । সাধারণত বলা হয়, দক্ষিণবঙ্গে গোটা মরশুমে মাত্র 2 থেকে 3 দিন কনকনে শীত পড়ে। তবে এবার পরিস্থিতি আলাদ। শীত যেভাবে তার ইনিংস শুরু করেছে তাতে ঠান্ডা বেশিদিন থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90 শতাংশ । আজ শুক্রবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :

1 আজ রাশি রাশি অর্থাগম মীন রাশির জাতকদের, আপনার কি আছে জানুন রাশিফলে

2 শীতের মরশুমে লিভার ভারী হতে পারে, সুস্থ রাখুন এসব উপায়ে

3 আপনার জিভের রঙ বলে দেয় স্বাস্থ্যের রহস্য, চিনুন এই উপায়ে

কলকাতা, 15 ডিসেম্বর: দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা হলে মরশুমের প্রথম তুষারপাত দেখবে শৈলরানি। রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসের বড় খবর এটাই। পাশাপাশি, হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের একটু নিচু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এছাড়া উত্তর থেকে দক্ষিণ, পাহাড় এবং সমতল সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে । ঠান্ডা যেমন চলছে তেমনই চলবে । আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাস জমিয়ে শীতের আগমনে কার্যত সিলমোহর দিয়ে দিয়েছে ।

ইতিমধ্যেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে । এতদিন যে তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিক, এখন তা অনেকটাই নীচে অবস্থান করছে । হাওয়া অফিস বলছে, সর্বনিম্ন তাপমাত্রার এই পতন আপাতত একইরকম থাকবে। তবে 20 ডিসেম্বরের পরে রাতের তাপমাত্রা আরও 2 ডিগ্রি নীচে নামার সম্ভাবনা রয়েছে ।

অর্থাৎ, রাতের ঠান্ডার অনুভূতি বাড়বে । বঙ্গজুড়ে আপাতত কোনও ঘূর্ণাবর্ত নেই । ফলে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনও ইঙ্গিত নেই । রাজ্যে উত্তুরে বাতাস অবাধভাবে প্রবেশ করছে । এই পরিস্থিতি আপাতত চলবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে পারদ গত কয়েকদিন ধরে বেশ খানিকটা নেমে গিয়েছে । তাপমাত্রা এখন 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে । ঠান্ডার এই স্পেলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলও বাদ যায়নি । সাধারণত বলা হয়, দক্ষিণবঙ্গে গোটা মরশুমে মাত্র 2 থেকে 3 দিন কনকনে শীত পড়ে। তবে এবার পরিস্থিতি আলাদ। শীত যেভাবে তার ইনিংস শুরু করেছে তাতে ঠান্ডা বেশিদিন থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90 শতাংশ । আজ শুক্রবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :

1 আজ রাশি রাশি অর্থাগম মীন রাশির জাতকদের, আপনার কি আছে জানুন রাশিফলে

2 শীতের মরশুমে লিভার ভারী হতে পারে, সুস্থ রাখুন এসব উপায়ে

3 আপনার জিভের রঙ বলে দেয় স্বাস্থ্যের রহস্য, চিনুন এই উপায়ে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.