কলকাতা, 5 জুলাই: আরও দু'দিন দেখেই পঞ্চায়েত ভোট এবং ফলপ্রকাশের দিন আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস দেবে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত যা দেখা যাচ্ছে তাতে 8 জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন অন্য কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন এবং ফলাফলের দিন আবহাওয়ার গতি-প্রকৃতি কেমন তার পূর্বাভাস দিতে আরও দু'দিন অপেক্ষা করতে চান ।
আপাতত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। দক্ষিণবঙ্গে এখন সেভাবে ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির সতর্কতা অবশ্য রয়েছে। প্রতিদিনই বিকেল বা সন্ধ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অর্থাৎ একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন থাকবে তেমনই অন্যদিকে, বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি চলবে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ কমবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনি ও রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেল বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সকালের দিকে তাপমাত্রার বৃদ্ধি এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে।
আরও পড়ুন: বুধে কেরিয়ারে সাফল্য কোন কোন রাশির জানতে পড়ুন রাশিফল
তাপমাত্রার পরিসংখ্যান বলছে, মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88 শতাংশ। আজ বুধবার দিনের আকাশ আংমিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।