ETV Bharat / state

West Bengal Weather Update: সোম-মঙ্গলে কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গে, বুধ থেকে ফের বাড়বে গরম - বঙ্গে বৃষ্টি

আজ ও আগামিকাল বঙ্গে কালবৈশাখীর জেরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

Etv Bharat
আবহাওয়ার খবর
author img

By

Published : Apr 24, 2023, 6:56 AM IST

কলকাতা, 24 এপ্রিল: বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে বঙ্গের গরমে রাশ পড়বে । আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে শুক্রবার বিকেল থেকে তাপপ্রবাহে সাময়িক ইতি পড়েছে । উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হচ্ছে । রাজ্যের বাকি অংশে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হচ্ছে । রবিবার সারাদিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়াতেও বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে । তবে পূর্বাভাস থাকলেও বৃষ্টি নামেনি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে । যদিও বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়েনি ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া গরম না হলেও বুধবার থেকে তাপমাত্রা বাড়বে । প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে ঢুকছে । ফলে সোম ও মঙ্গলে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি । হাওয়া অফিসের অধিকর্তার দেওয়া পূর্বাভাস -

★ মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে । নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর টানে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে ।

★ কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গে । রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া । মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে ৷ সোম ও মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমলেও বুধবার থেকে আবার বাড়বে তাপমাত্রা ।

★ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ ৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে । সোম ও মঙ্গলের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে । বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে । 50 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে ।


★ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা । সোমবারে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার এবং মঙ্গলবারে দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে ।

★ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে । বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে । মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে ।

★ আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রী কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 82 শতাংশ ।

★ আজ সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা থাকবে । ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 25 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : আজ কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি বৃশ্চিকের, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

কলকাতা, 24 এপ্রিল: বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে বঙ্গের গরমে রাশ পড়বে । আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে শুক্রবার বিকেল থেকে তাপপ্রবাহে সাময়িক ইতি পড়েছে । উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হচ্ছে । রাজ্যের বাকি অংশে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হচ্ছে । রবিবার সারাদিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়াতেও বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে । তবে পূর্বাভাস থাকলেও বৃষ্টি নামেনি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে । যদিও বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়েনি ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া গরম না হলেও বুধবার থেকে তাপমাত্রা বাড়বে । প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে ঢুকছে । ফলে সোম ও মঙ্গলে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি । হাওয়া অফিসের অধিকর্তার দেওয়া পূর্বাভাস -

★ মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে । নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর টানে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে ।

★ কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গে । রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া । মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে ৷ সোম ও মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমলেও বুধবার থেকে আবার বাড়বে তাপমাত্রা ।

★ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ ৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে । সোম ও মঙ্গলের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে । বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে । 50 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে ।


★ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা । সোমবারে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার এবং মঙ্গলবারে দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে ।

★ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে । বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে । মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে ।

★ আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রী কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 82 শতাংশ ।

★ আজ সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা থাকবে । ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 25 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : আজ কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি বৃশ্চিকের, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.