কলকাতা, 30 নভেম্বর : এবার COVID-19-এ আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, জ্বরে ভুগছিলেন সুখেন্দুশেখর রায় । কিছু উপসর্গ দেখে চিকিৎসকের সন্দেহ হয় । এরপর সাংসদের COVID-19 টেস্ট করানো হয় । গত শুক্রবার রিপোর্ট পজ়িটিভ আসে । ওইদিনই তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ।
মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাংসদের শরীরে অক্সিজেনের পরিমাণ এবং তাঁর ফুসফুসের অবস্থা সন্তোষজনক । কিন্তু, বয়স এবং কোমর্বিডিটির বিষয়টি মাথায় রেখে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন । তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।