ETV Bharat / state

CAA-NRC বিরোধী মিছিল, মমতার লেখা গান গাইলেন দলীয় কর্মীরা

শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেছেন । সেখান থেকে দলীয় কর্মীদের নতুন স্লোগান শিখিয়েছেন । এবার দলীয় কর্মীদের জন্য CAA ও NRC বিরোধী গান লিখলেন মমতা ।

mamata
ফাইল ফোটো
author img

By

Published : Dec 18, 2019, 11:12 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জি-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেছেন । সেখান থেকে দলীয় কর্মীদের নতুন স্লোগান শিখিয়েছেন । এবার দলীয় কর্মীদের জন্য CAA ও NRC বিরোধী গান লিখলেন মমতা । আর আজ ধর্মতলায় প্রতিবাদি মঞ্চ থেকে সেই গান গাইলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ।

CAA ও NRC নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ পথে নেমেছে । সোমবার থেকে প্রতিবাদ মিছিল শুরু করেছেন মমতাও । আজ হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি । মিছিল শেষে সেখানে একটি সভা করেন মমতা । গতকাল প্রতিবাদ মিছিল শেষে কর্মীদের স্লোগান শিখিয়েছিলেন । আর আজ কর্মীদের জন্য গান লেখেন তিনি । "আমরা সবাই নাগরিক, NRC হবে না ।" সভা শুরু করার আগেই মমতার লেখা এই গান ধরেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ।

ওয়াকিবহাল মহলের মতে, মিছিল-মিটিং বা হিংসাত্মক আন্দোলন নয় । কবিতা বা গানকেই প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাই গত দু'দিন ধরে ছবি এঁকে, কবিতা লিখে বা গান গেয়ে প্রতিবাদ জানাতেই চাইছেন মমতা ।

কলকাতা, 18 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জি-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেছেন । সেখান থেকে দলীয় কর্মীদের নতুন স্লোগান শিখিয়েছেন । এবার দলীয় কর্মীদের জন্য CAA ও NRC বিরোধী গান লিখলেন মমতা । আর আজ ধর্মতলায় প্রতিবাদি মঞ্চ থেকে সেই গান গাইলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ।

CAA ও NRC নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ পথে নেমেছে । সোমবার থেকে প্রতিবাদ মিছিল শুরু করেছেন মমতাও । আজ হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি । মিছিল শেষে সেখানে একটি সভা করেন মমতা । গতকাল প্রতিবাদ মিছিল শেষে কর্মীদের স্লোগান শিখিয়েছিলেন । আর আজ কর্মীদের জন্য গান লেখেন তিনি । "আমরা সবাই নাগরিক, NRC হবে না ।" সভা শুরু করার আগেই মমতার লেখা এই গান ধরেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ।

ওয়াকিবহাল মহলের মতে, মিছিল-মিটিং বা হিংসাত্মক আন্দোলন নয় । কবিতা বা গানকেই প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাই গত দু'দিন ধরে ছবি এঁকে, কবিতা লিখে বা গান গেয়ে প্রতিবাদ জানাতেই চাইছেন মমতা ।

Intro:কলকাতা, ১৮ ডিসেম্বর: CAA এবং NRC বিরোধী আন্দোলনের সুর চড়িয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই দলীয় কর্মীদের জন্য তৈরি করে দিয়েছেন নতুন শ্লোগান। এবারে গান বেঁধে আন্দোলনকে অন্যমাত্রা দিতে চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ ধর্মতলায় কর্মী ও শিল্পীরা একসঙ্গে সুর করে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গান।


Body: মিছিল বা মিটিং বা হিংসাত্মক আন্দোলন নয় । কবিতা বা গান প্রতিবাদের ভাষা হতে পারে। এমনটাই মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী । গত দুদিন যাবত তিনি বলে চলেছেন হিংসা ছেড়ে ছবি এঁকে, কবিতা লিখে বা গান গেয়ে প্রতিবাদ জানান । এটা শুধু তাঁর মুখের কথা নয়, নিজেই লিখে ফেলেছেন আস্ত একটা গান । আজ হাওড়া থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে সেখানে ছোট্ট একটি সভা করেন তিনি । সভা শুরু করার আগেই রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন মমতার লেখা NRC বিরোধী গান ধরেন। সমবেত ভাবে তাঁর সঙ্গে লোকোশিল্পী এবং দলে কর্মীদের দেখা যায় গলা মেলাতে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.