কলকাতা, 15 অগাস্ট : 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা ভোটারকে পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস । আর সেই কারণে এক সপ্তাহের মধ্যে দেড় কোটি মহিলা ভোটারের সঙ্গে জনসংযোগের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । স্বাধীনতা দিবসের পরদিন অর্থাৎ 16 অগাস্ট থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষ এই জনসংযোগ কর্মসূচি শুরু হবে । নাম রাখা হয়েছে " স্বাধীনতার মাস স্বাধীন আকাশ "।
পশ্চিমবঙ্গে মহিলা ভোটার রয়েছে 3 কোটি 43 লাখ । এই বিপুল সংখ্যক ভোটারকে করায়ত্ত করতে মাঠে নামছে তৃণমূলের মহিলা সংগঠন । যার জন্য আগামী 16 অগাস্ট থেকে শুরু হচ্ছে বিশেষ কর্মসূচি । রাজ্যে মোট 70 হাজার বুথে জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়বেন 70 হাজার মহিলা কর্মী । অর্থাৎ প্রতি বুথ পিছু একজন করে মহিলা কর্মী । প্রতি বুথের 20 জন করে মহিলার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ ফরওয়ার্ড করবেন মহিলা কর্মীরা । কার্যত 10 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে তা জানানো হবে ।
এই প্রসঙ্গে তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য , মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন কাজের পাশাপাশি , কন্যাশ্রী, রূপশ্রী-সহ যাবতীয় সরকারি প্রকল্পের যে সুবিধাগুলি মহিলারা পান , সেগুলি তাঁদের জানানো হবে । তৃণমূল মহিলা সংগঠনের পক্ষ থেকে একটি PDF তৈরি করা হয়েছে । এই PDF-টিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে । কোরোনা আবাহ হলেও জনসংযোগের কাজে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস । দেড় কোটি মহিলা ভোটারকে লক্ষ্যমাত্রা রেখে এবারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জনসংযোগের কাজ সারতে উদ্যোগী হয়েছে তারা ।