কলকাতা, 22 মে : ভোটের আগের দিন রাতে এসেছিল জনা কয়েক যুবক । হুমকি দিয়েছিল, যেন ভোট দিতে না যায় কেউ । কিন্তু, সে কথা শোনেননি কেউ । নিষেধ না মেনেই ভোট দেন সবাই । আর তার পরই শুরু 'চরম' পদক্ষেপ । মারোদিয়া পরিবারের অভিযোগ, রবিবার রাত থেকেই শুরু হয় মানসিক চাপ । অভিযোগ, রবিবারের পর থেকে পরিবারের লোকজন প্রায় গৃহবন্দী ।
'অত্যাচার'-এর মাত্রা চরম আকার নেয় । মারোদিয়া পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ির দরজার সামনে বসিয়ে দেওয়া হয়েছে নীল-সাদা গুমটি। পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর বেলেঘাটা থানার পুলিশ এসে সেই গুমটি সরিয়ে দেয় ।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে । পরিবারের সদস্য মণীশ মারোদিয়ার দাবি, ''ভোট দিতে বারণ করা হয়েছিল। কিন্তু, আমরা না শোনায় এমন অত্যাচার করা হয় ।'' হুমকির ঘটনাটি মোবাইলে রেকর্ড করেছিলেন পরিবারের এক সদস্য । সেই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে । সেই ভিডিয়োটি পুলিশের হাতে তুলে দেওয়া হয় । তবে, বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ । তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে BJP-র রাহুল সিংহ-এর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে থেকেই এলাকায় দুই দলের মধ্যে ঝামেলা চলছিল। স্থানীয়দের অভিযোগ, ভোট হারানোর ভয়ে এলাকার তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছিলেন। অন্যদের মতো মণীশও তেমন হুমকির মুখে পড়েছিলেন।