কলকাতা, 14 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ে প্রমাণ হয়ে গিয়েছে যে বাংলার মানুষের জিতে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এমনটাই মনে করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ৷ শুক্রবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে দাঁড়িয়ে এই কথাই বলেছেন তিনি ৷
21 জুলাই তৃণমূলের শহিদ স্মরণের অনুষ্ঠানের খুঁটি পুজো হয় এ দিন ৷ সেই অনুষ্ঠানেই অংশ নিতে ধর্মতলায় এসেছিলেন সায়নী ৷ খুঁটির পর তিনি এই কথা বলেন ৷ ভোটে বিরোধীরা হিংসা নিয়ে যে অভিযোগ করছে, সেই জবাব দিতে গিয়েই বাংলার মানুষের মন মমতা বন্দ্য়োপাধ্যায় জিতে নিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি ৷
সায়নী ঘোষ বলেন, ‘‘কথায় বলে- রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে ! মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য যত কাজ করেছেন বিরোধীরা যতই অপপ্রচার করুন বাংলার মানুষের ভরসা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর । তিনি যে কথা দেন, সেই কথা দিয়ে রাখেন । যতদিন উনি সরকারে রয়েছেন উন্নয়নের কার্যক্রম চলবে । যারা এসে বিভেদ তৈরি করার চেষ্টা করেন এবং ভাবেন বহিরাগত পাখি হয়ে এখানে অশান্তি করে বাংলার মানুষের ভোট ওঁরা জয় করবেন, ওঁরা ভুল । বাংলার মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন । পঞ্চায়েতের এই বিপুল জয় তারই প্রমাণ ।’’
আরও পড়ুন: নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে অভিষেক
এ দিন একুশে জুলাইয়ের খুঁটি পুজো উপলক্ষে ধর্মতলায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । ছিলেন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ-সহ একাধিক যুব নেতৃত্ব । এই শহিদ স্মরণের গুরুত্ব বোঝাতে গিয়ে এ দিন সায়নী আরও বলেন, ‘‘একুশে জুলাইয়ের প্রস্তুতির শুভ সূচনা আমরা এখানে করলাম । কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নো আইডোন্টিটি কার্ড, নো ভোট এই দাবি নিয়ে নামতে গিয়ে কলকাতার রাজপথের শহিদ হয়েছিলেন 13টি জলজ্যান্ত প্রাণ । তাঁদের স্মরণে আজও এই দিনটিকে তৃণমূল কংগ্রেস শহিদ দিবস হিসেবে পালন করে । এবার এই দিনটিতে একুশের শহিদের পাশাপাশি সাম্প্রতিক ভোট হিংসায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের প্রতিও শ্রদ্ধা জানানো হবে ।’’
অন্যদিকে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘এবার 21 অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে । এই বছর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বাংলার মানুষ দু’হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ জানিয়েছেন, আমরা আশা রাখছি বহু মানুষ এবার কলকাতায় আসবেন । এই ভিক্টোরিয়া হাউস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যাবেন ও লোকসভার জন্য তৈরি হবেন ।’’
প্রসঙ্গত, সদ্য পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে বিপুল জয় পেয়েছে রাজ্যের শাসক দল । কিন্তু এই বিপুল জয়ের পর বিজয় উৎসব না করে এই জয়ের উদযাপন একুশে জুলাইয়ের শহিদ তর্পণের মাধ্যমেই করতে চায় রাজ্যের শাসক দল । ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, এবার একুশে জুলাই তাঁরা শ্রদ্ধা দিবস হিসেবে পালন করবেন । তারই মঞ্চ প্রস্তুতি শুক্রবার থেকে শুরু হয়ে গেল ।
আরও পড়ুন: জেলা পরিষদে 'সবুজ ঝড়ে' ফিকে হল গেরুয়া-লাল