ETV Bharat / state

Kunal Ghosh : রাজু যন্ত্রণায় ছিলেন, প্রত্যক্ষদর্শীরা তথ্য গোপন করবেন না বলে আশা কুণালের - হেস্টিংস

বিজেপি-র রাজ্যের সদর দফতর হেস্টিংসে হাতাহাতি-সংঘর্ষের পর গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিজেপির যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি রাজু সরকার ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সেখানে তিনি জানিয়েছেন, রাজু ভাল ছিলেন না ৷

রাজু সরকারের মৃত্যুতে কুণাল ঘোষের টুইট
রাজু সরকারের মৃত্যুতে কুণাল ঘোষের টুইট
author img

By

Published : Jul 27, 2021, 7:40 AM IST

Updated : Jul 27, 2021, 10:31 AM IST

কলকাতা, 27 জুলাই : বিজেপি-র সদর দফতর হেস্টিংসে বৈঠক চলছিল ৷ সে সময় দু'টি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের মাঝে অসুস্থ হয়ে পড়েন বিজেপি-র যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকার ৷ পরে মারা যান তিনি ৷ বিরোধী দলের প্রতিনিধি হলেও রঙের রাজনীতি ভুলে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷

টুইটে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে বিজেপি নেতা রাজু সরকার দেখা করতেন ৷ যোগাযোগ ছিল, হোয়্যাটসঅ্যাপেও কথাবার্তা হত দুই বিরোধী দলের নেতার মধ্যে ৷ তবে রাজু যন্ত্রণায় ছিলেন বলে দাবি করেছেন কুণাল ৷ বিজেপি-র সদর দফতরে কী ঘটেছে, তা নিয়ে নানা ধরনের খবর আসায় টুইটে ওই ঘটনা নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেননি তিনি ৷ তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে পারছেন না জানিয়ে এর পিছনে বিজেপির অন্দরে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিতকে উসকে দিয়েছেন তৃণমূল নেতা ৷ তবে তিনি আশা করছেন, ওই সময় ঘটনাস্থলে যাঁরা ছিলেন, তাঁরা "তথ্যগোপান বা বিকৃত" করবেন না ৷

আরও পডু়ন : BJP HASTINGS: হেস্টিংস অফিসে দুই গোষ্ঠীর হাতাহাতি-সংঘর্ষ, হৃদরোগে মৃত বিজেপি যুব নেতা

গতকাল বিজেপি-র রাজ্য সদর দফতর হেস্টিংসে দলীয় সাংগঠনিক বৈঠক ছিল ৷ বৈঠকের মাঝে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় ৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ অসুস্থ হয়ে পড়েন যুব মোর্চার নেতা রাজু সরকার ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৷

  • বিজেপির যুব সহসভাপতি রাজু সরকারের মৃত্যুতে শোক জানাচ্ছি। যোগাযোগ রাখত। দেখা করেছিল ক'দিন আগে। হোয়াটসঅ্যাপ করত। যন্ত্রণায় ছিল। বিজেপি দপ্তরে কী ঘটেছিল, নানারকম কথা আসছে। আশা করি উপস্থিতরা তথ্যগোপন বা বিকৃত করবেন না। আচমকা এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে কষ্ট হচ্ছে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে নির্বাচনের ফল বেরনোর পর থেকে হিংসাত্মক ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি, যার মধ্যে মুখ্য ভূমিকায় রয়েছে বিজেপি ৷ বারে বারে এ নিয়ে অভিযোগ জানাতে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন দলের শীর্ষ নেতৃত্বরা ৷ এমনকি সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের একটি দলও তাদের রিপোর্টে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলেছে ৷ এই পরিস্থিতিতে অভিযোগকারী বিজেপির সাংগঠনিক বৈঠকে দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে আসা, তার মধ্যে বিজেপির যুব মোর্চার এমন অসুস্থ হয়ে মৃত্যু রাজ্যের ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তোলে ৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল জানিয়েছিলেন, তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে জানাবেন ৷

কলকাতা, 27 জুলাই : বিজেপি-র সদর দফতর হেস্টিংসে বৈঠক চলছিল ৷ সে সময় দু'টি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের মাঝে অসুস্থ হয়ে পড়েন বিজেপি-র যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকার ৷ পরে মারা যান তিনি ৷ বিরোধী দলের প্রতিনিধি হলেও রঙের রাজনীতি ভুলে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷

টুইটে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে বিজেপি নেতা রাজু সরকার দেখা করতেন ৷ যোগাযোগ ছিল, হোয়্যাটসঅ্যাপেও কথাবার্তা হত দুই বিরোধী দলের নেতার মধ্যে ৷ তবে রাজু যন্ত্রণায় ছিলেন বলে দাবি করেছেন কুণাল ৷ বিজেপি-র সদর দফতরে কী ঘটেছে, তা নিয়ে নানা ধরনের খবর আসায় টুইটে ওই ঘটনা নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেননি তিনি ৷ তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে পারছেন না জানিয়ে এর পিছনে বিজেপির অন্দরে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিতকে উসকে দিয়েছেন তৃণমূল নেতা ৷ তবে তিনি আশা করছেন, ওই সময় ঘটনাস্থলে যাঁরা ছিলেন, তাঁরা "তথ্যগোপান বা বিকৃত" করবেন না ৷

আরও পডু়ন : BJP HASTINGS: হেস্টিংস অফিসে দুই গোষ্ঠীর হাতাহাতি-সংঘর্ষ, হৃদরোগে মৃত বিজেপি যুব নেতা

গতকাল বিজেপি-র রাজ্য সদর দফতর হেস্টিংসে দলীয় সাংগঠনিক বৈঠক ছিল ৷ বৈঠকের মাঝে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় ৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ অসুস্থ হয়ে পড়েন যুব মোর্চার নেতা রাজু সরকার ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৷

  • বিজেপির যুব সহসভাপতি রাজু সরকারের মৃত্যুতে শোক জানাচ্ছি। যোগাযোগ রাখত। দেখা করেছিল ক'দিন আগে। হোয়াটসঅ্যাপ করত। যন্ত্রণায় ছিল। বিজেপি দপ্তরে কী ঘটেছিল, নানারকম কথা আসছে। আশা করি উপস্থিতরা তথ্যগোপন বা বিকৃত করবেন না। আচমকা এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে কষ্ট হচ্ছে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে নির্বাচনের ফল বেরনোর পর থেকে হিংসাত্মক ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি, যার মধ্যে মুখ্য ভূমিকায় রয়েছে বিজেপি ৷ বারে বারে এ নিয়ে অভিযোগ জানাতে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন দলের শীর্ষ নেতৃত্বরা ৷ এমনকি সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের একটি দলও তাদের রিপোর্টে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলেছে ৷ এই পরিস্থিতিতে অভিযোগকারী বিজেপির সাংগঠনিক বৈঠকে দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে আসা, তার মধ্যে বিজেপির যুব মোর্চার এমন অসুস্থ হয়ে মৃত্যু রাজ্যের ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তোলে ৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল জানিয়েছিলেন, তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে জানাবেন ৷

Last Updated : Jul 27, 2021, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.