ETV Bharat / state

রেলে বেসরকারিকরণের প্রতিবাদে গড়িয়াহাটে তৃণমূলের বিক্ষোভ, নেতৃত্বে শোভনদেব চট্টোপাধ্যায় - Minister shovan deb chattopadhyay

রেলে বেসরকারিকরণের প্রতিবাদে আজ ফের পথে নামল রাজ্যের শাসকদল । গরিয়াহাট মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।

Tmc rally against privatization of railway
author img

By

Published : Jul 8, 2020, 10:00 PM IST

কলকাতা, 8 জুলাই : এবার রেলে বেসরকারিকরণের প্রতিবাদে পথে নামলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । 86 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ গড়িয়াহাট মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “কোনওভাবেই রেলে বেসরকারিকরণ করা যাবে না। রেল জাতীয় সম্পত্তি তাই কেন্দ্রের BJP সরকার ধীরে ধীরে সব ক্ষেত্রেই যেভাবে বেসরকারিকরণের উদ্যোগ নিচ্ছে তার বিরোধিতা করছি । সরকারের শক্তিশালী সংগঠনগুলিকে পুঁজিবাদীদের হাতে তুলে দিচ্ছে কেন্দ্র । 109টি রেল রুট বেসরকারিকরণের দিকে হাঁটছে কেন্দ্র। "


তিনি আরও বলেন, “বেসরকারিকরণের পথে হাঁটলে বহু মানুষ জীবিকা হারাবে। যদিও কেন্দ্রীয় সরকার দাবি করছে বেসরকারিকরণ হলে রেলের আয় বাড়বে, আরও বেশি করে কর্মসংস্থান হবে এবং রেল পরিষেবার উন্নতি ঘটবে। তবে আদতে তার উলটোটাই হবে। পাশাপাশি সাধারণ মানুষের পক্ষে ট্রেনে যাতায়াত আরও কঠিন হয়ে পড়বে।”

সম্প্রতি 109টি রুটে 151টি প্যাসেঞ্জার ট্রেনের জন্য শুরু হয়েছে দরপত্র (রিকোয়েস্ট ফর কোয়ালিকেশনের) চাওয়ার প্রক্রিয়া। আর তারপর থেকেই রেলের বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয়েছে একাধিক দল।

কলকাতা, 8 জুলাই : এবার রেলে বেসরকারিকরণের প্রতিবাদে পথে নামলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । 86 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ গড়িয়াহাট মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “কোনওভাবেই রেলে বেসরকারিকরণ করা যাবে না। রেল জাতীয় সম্পত্তি তাই কেন্দ্রের BJP সরকার ধীরে ধীরে সব ক্ষেত্রেই যেভাবে বেসরকারিকরণের উদ্যোগ নিচ্ছে তার বিরোধিতা করছি । সরকারের শক্তিশালী সংগঠনগুলিকে পুঁজিবাদীদের হাতে তুলে দিচ্ছে কেন্দ্র । 109টি রেল রুট বেসরকারিকরণের দিকে হাঁটছে কেন্দ্র। "


তিনি আরও বলেন, “বেসরকারিকরণের পথে হাঁটলে বহু মানুষ জীবিকা হারাবে। যদিও কেন্দ্রীয় সরকার দাবি করছে বেসরকারিকরণ হলে রেলের আয় বাড়বে, আরও বেশি করে কর্মসংস্থান হবে এবং রেল পরিষেবার উন্নতি ঘটবে। তবে আদতে তার উলটোটাই হবে। পাশাপাশি সাধারণ মানুষের পক্ষে ট্রেনে যাতায়াত আরও কঠিন হয়ে পড়বে।”

সম্প্রতি 109টি রুটে 151টি প্যাসেঞ্জার ট্রেনের জন্য শুরু হয়েছে দরপত্র (রিকোয়েস্ট ফর কোয়ালিকেশনের) চাওয়ার প্রক্রিয়া। আর তারপর থেকেই রেলের বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয়েছে একাধিক দল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.