ETV Bharat / state

TMC on Shah's Bengal Visit: অমিত শাহের বঙ্গ সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল - 2021 সালের বিধানসভা ভোট

আগামী 14 এপ্রিল পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এবার তিনি জনসভা করবেন বীরভূমে ৷ যদিও অমিত শাহের এই সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ৷

TMC on Shah's Bengal Visit
TMC on Shah's Bengal Visit
author img

By

Published : Apr 10, 2023, 7:19 PM IST

Updated : Apr 11, 2023, 8:33 AM IST

কলকাতা, 10 এপ্রিল: বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই শাহী সফরকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে না । তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, ‘‘অমিত শাহ রাজ্যে এসে কোনও প্রভাব ফেলতে পারবে না ।’’

সোমবার তিনি বলেন, ‘‘ভালোই হবে ৷ এ রাজ্যে যত সভা করবেন অমিত শাহ ও নরেন্দ্র মোদি, তত বিজেপির ভোট কমবে । ওই ধমক চমকের কথা, বাংলাকে শুকিয়ে মারব, বাংলাকে খেতে দেব না । এসব কথাই তো হবে । হিন্দিতে বলবেন সব কথা আর হাততালি দেবেন কিছু বিজেপি নেতা । ভাড়া করে প্রচুর লোক নিয়ে আসা হবে । 2021 সালেও তো আমরা এসব দেখেছি ।’’

তাঁর দাবি, 2021 সালের বিধানসভা ভোটের সময় অমিত শাহ তো ডেলি প্যাসেঞ্জারি করছিলেন । এরপর প্রায় 400 দিন আর বাংলামুখো হননি । এখন আসছেন আবার 2024 এর ভোটের লক্ষ্যে ৷ কিন্তু তাতে কোনও লাভ হবে না বলেই মনে করেন জয়প্রকাশ মজুমদার ৷ তিনি বলছেন, ‘‘চারিদিকের যা অবস্থা, তাতে আগামিদিনে আবার বিজেপির ফেরত আসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । আর সেই কারণেই আবার বাংলাতে ফেরত আসার কথা বলছেন । আসবেন এসে বক্তৃতা দেবেন আবার সন্ধ্যেবেলায় চলে যাবেন । তাতে কাজের কাজ কী হবে, তা আমরা জানি না ।’’

এই পালটা জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘কে কী বলছে জানি না । কারণ, তৃণমূল নেতাদের অর্ধেকই তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন । যাঁদের দল নিতে চাইছে না, তাঁরা একটু বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন । অতএব তৃণমূলকে নিয়ে ভেবে লাভ নেই ।’’

তাঁর দাবি, ‘‘ভারতীয় জনতা পার্টি গোটা দেশে একই পদ্ধতিতে নির্বাচনের প্রচার চালায় । এছাড়াও আমাদের সভা হয় । স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রথম সারির নেতা । স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে বড় ভোট কুশলী যদি কেউ থেকে থাকেন, তাহলে তিনি অমিত শাহ । পশ্চিমবঙ্গ জুড়ে অমিত শাহ সভা করবেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সভা করবেন, এ রাজ্যের নেতারা সভা করবেন । এটাই আমাদের সর্বভারতীয় রীতি । আসলে বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল ৷ তাই এসব বলছে ।’’

আরও পড়ুন: 14 এপ্রিল বাংলায় আসছেন অমিত, বীরভূমে জনসভা

কলকাতা, 10 এপ্রিল: বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই শাহী সফরকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে না । তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, ‘‘অমিত শাহ রাজ্যে এসে কোনও প্রভাব ফেলতে পারবে না ।’’

সোমবার তিনি বলেন, ‘‘ভালোই হবে ৷ এ রাজ্যে যত সভা করবেন অমিত শাহ ও নরেন্দ্র মোদি, তত বিজেপির ভোট কমবে । ওই ধমক চমকের কথা, বাংলাকে শুকিয়ে মারব, বাংলাকে খেতে দেব না । এসব কথাই তো হবে । হিন্দিতে বলবেন সব কথা আর হাততালি দেবেন কিছু বিজেপি নেতা । ভাড়া করে প্রচুর লোক নিয়ে আসা হবে । 2021 সালেও তো আমরা এসব দেখেছি ।’’

তাঁর দাবি, 2021 সালের বিধানসভা ভোটের সময় অমিত শাহ তো ডেলি প্যাসেঞ্জারি করছিলেন । এরপর প্রায় 400 দিন আর বাংলামুখো হননি । এখন আসছেন আবার 2024 এর ভোটের লক্ষ্যে ৷ কিন্তু তাতে কোনও লাভ হবে না বলেই মনে করেন জয়প্রকাশ মজুমদার ৷ তিনি বলছেন, ‘‘চারিদিকের যা অবস্থা, তাতে আগামিদিনে আবার বিজেপির ফেরত আসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । আর সেই কারণেই আবার বাংলাতে ফেরত আসার কথা বলছেন । আসবেন এসে বক্তৃতা দেবেন আবার সন্ধ্যেবেলায় চলে যাবেন । তাতে কাজের কাজ কী হবে, তা আমরা জানি না ।’’

এই পালটা জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘কে কী বলছে জানি না । কারণ, তৃণমূল নেতাদের অর্ধেকই তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন । যাঁদের দল নিতে চাইছে না, তাঁরা একটু বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন । অতএব তৃণমূলকে নিয়ে ভেবে লাভ নেই ।’’

তাঁর দাবি, ‘‘ভারতীয় জনতা পার্টি গোটা দেশে একই পদ্ধতিতে নির্বাচনের প্রচার চালায় । এছাড়াও আমাদের সভা হয় । স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রথম সারির নেতা । স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে বড় ভোট কুশলী যদি কেউ থেকে থাকেন, তাহলে তিনি অমিত শাহ । পশ্চিমবঙ্গ জুড়ে অমিত শাহ সভা করবেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সভা করবেন, এ রাজ্যের নেতারা সভা করবেন । এটাই আমাদের সর্বভারতীয় রীতি । আসলে বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল ৷ তাই এসব বলছে ।’’

আরও পড়ুন: 14 এপ্রিল বাংলায় আসছেন অমিত, বীরভূমে জনসভা

Last Updated : Apr 11, 2023, 8:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.