কলকাতা, 10 জুলাই: রাজ্যসভার 6টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল ৷ এই তালিকায় তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের নাম রয়েছে ৷ সোমবার সকালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া পেজে রাজ্যসভার 6 প্রার্থীর নাম প্রকাশ করা হয় ৷ তালিকায় সাকেতের পাশাপাশি আরও দু’টি নতুন মুখ রয়েছে ৷
তাঁরা হলেন, বাংলা সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সমিরুল ইসলাম ৷ ৷ আরেক নতুন মুখ হলেন, আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক ৷ বাকি তিন সদস্যের তালিকায় রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় এবং দোলা সেন ৷ তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান সাংসদ সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রী ৷ তাঁরা যে বাদ পড়বেন তাঁর একটা গুঞ্জন তৃণমূলের অন্দরে আগে থেকেই শুরু হয়েছিল ৷ সেই গুঞ্জনই এবার সত্যি হল ৷ তবে, সুস্মিতা দেবের বদলে অসমের তৃণমূল রাজ্য সভাপতি রিপুন বোরাকে প্রার্থী করা হতে পারে বলে যে অনুমান করা হয়েছিল তা সত্যি হল না ৷
-
We take great pleasure in announcing the candidatures of @derekobrienmp , @Dolasen7 , @Sukhendusekhar, @Samirul65556476 , @ChikPrakash , and @SaketGokhale for the forthcoming Rajya Sabha elections. May they persist in their dedication to serving the people and uphold Trinamool's…
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We take great pleasure in announcing the candidatures of @derekobrienmp , @Dolasen7 , @Sukhendusekhar, @Samirul65556476 , @ChikPrakash , and @SaketGokhale for the forthcoming Rajya Sabha elections. May they persist in their dedication to serving the people and uphold Trinamool's…
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023We take great pleasure in announcing the candidatures of @derekobrienmp , @Dolasen7 , @Sukhendusekhar, @Samirul65556476 , @ChikPrakash , and @SaketGokhale for the forthcoming Rajya Sabha elections. May they persist in their dedication to serving the people and uphold Trinamool's…
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023
তবে, সাকেত গোখলেকে প্রার্থী করা তৃণমূলের এবারের সবচেয়ে বড় চমক ৷ উল্লেখ্য, তৃণমূলের এই নেতা প্রথম জাতীয় স্তরে আলোচনায় উঠে আসে গুজরাতে মোরবি ব্রিজ ভেঙে পড়ার ঘটনার পর ৷ গতবছর ছট পুজোর সময় মোরবিতে ফুট ব্রিজ ভেঙে বহু মানুষের মৃত্যু হয় ৷ যে ঘটনায় সাকেত গোখলে প্রধানমন্ত্রীকে নিশানা করে একটি টুইট করেছিলেন ৷ যার জেরে জয়পুর বিমানবন্দরের ভিতর থেকে তাঁকে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে ভূপেন্দ্র প্যাটেল প্রশাসনের পুলিশ ৷ এমনকী আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর, তাঁকে অন্য একটি মামলায় ফের গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন: রাজ্যসভায় সুস্মিতা দেবের জায়গায় কি এবার রিপুন বোরা ?
সেই ঘটনায় স্বয়ং তৃণমূল সুপ্রিমো নিজে প্রতিবাদ জানিয়েছিলেন ৷ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন মমতা ৷ এবার সেই সাকেত গোখলেকেই রাজ্যসভার টিকিট দিলেন মমতা ৷ এ দিন রাজ্যসভার প্রার্থী পদ পাওয়ার পর, সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সাকেত ৷ দীর্ঘ ওই টুইটে তিনি লিখেছেন, ‘‘আমি আমার নেতাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন ৷’’
-
I’m extremely grateful to my leaders @MamataOfficial & @abhishekaitc for fielding me as a candidate for election as Member of Parliament, Rajya Sabha.
— Saket Gokhale (@SaketGokhale) July 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
I’m overwhelmed by their faith in me & for giving this opportunity to a young middle-class boy who comes from a non-political… https://t.co/q13h9F79up
">I’m extremely grateful to my leaders @MamataOfficial & @abhishekaitc for fielding me as a candidate for election as Member of Parliament, Rajya Sabha.
— Saket Gokhale (@SaketGokhale) July 10, 2023
I’m overwhelmed by their faith in me & for giving this opportunity to a young middle-class boy who comes from a non-political… https://t.co/q13h9F79upI’m extremely grateful to my leaders @MamataOfficial & @abhishekaitc for fielding me as a candidate for election as Member of Parliament, Rajya Sabha.
— Saket Gokhale (@SaketGokhale) July 10, 2023
I’m overwhelmed by their faith in me & for giving this opportunity to a young middle-class boy who comes from a non-political… https://t.co/q13h9F79up
আরও পড়ুন: প্রতিহিংসামূলক আচরণ, সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া মমতার
পাশাপাশি, ডেরেক ও’ব্রায়েনকেও ধন্যবাদ জানিয়েছেন সাকেত গোখলে ৷ ডেরেককে একপ্রকার নিজের রাজনৈতিক গুরু হিসেবে উল্লেখ করেছেন তিনি ৷ লেখেন, ‘‘ডেরেক ও’ব্রায়েন যিনি আমাকে রাজনীতি সম্পর্কে সবকিছু শিখিয়েছেন ৷ আমার জীবনের প্রতিটি পদক্ষেপে উপদেষ্টা হিসেবে এগিয়ে এসেছেন ৷ আমি একজন সংসদীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারলে, তার অর্ধেকটা কৃতিত্ব ডেরেক ও’ব্রায়েনের থাকবে ৷’’
তবে, রাজ্যসভায় তৃণমূলের তরফে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি হিসেবে শান্তা ছেত্রী ছিলেন ৷ এবার তাঁর বদলে উত্তরবঙ্গ থেকে এবার প্রার্থী করা হয়েছে আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইককে ৷ অন্যদিকে, সুস্মিতা দেবকে 2021 সালে রাজ্যসভায় পাঠানোর পর, এবার আর টিকিট দিল না ঘাসফুল শিবির ৷