ETV Bharat / state

Saugata Roy : আরও 6 মাস বিনামূল্যে রেশন চলুক, প্রধানমন্ত্রীকে অনুরোধ সৌগতর - Yogi Adityanath

30 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষের ঘোষণা হলেও, উত্তরপ্রদেশের মতো রাজ্য এর আওতায় পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷ কারণ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দোল পর্যন্ত বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন রাজ্যবাসী ৷

TMC MP Saugata Roy writes to Narendra Modi to continue free ration service for 6 more months
মোদিকে লেখা সৌগতর চিঠি ।
author img

By

Published : Nov 7, 2021, 2:22 PM IST

Updated : Nov 7, 2021, 4:58 PM IST

কলকাতা, 7 নভেম্বর : বিনামূল্যে রেশন পরিষেবা এখনই বন্ধ না করতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে চিঠি তৃণমূল সাংসদ সৌগত রায়ের । তাঁর যুক্তি, অতিমারির প্রকোপ এখনও পুরোপুরি কাটেনি ৷ বহু মানুষের রোজগার বন্ধ ৷ তাই অন্তত আরও 6 মাস এই প্রকল্প চালু রাখা হোক ৷

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দমদমের সাংসদ সৌগত লেখেন, ‘30 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ৷ কিন্তু অতিমারির প্রভাব এখনও অনুভূত হচ্ছে ৷ বরং কোথাও কোথাও তা আরও প্রকট হয়েছে ৷ এমন পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর অনুরোধ জানাচ্ছি ।’

আরও পড়ুন: Suvendu Adhikari : নন্দীগ্রামে নিশিকান্ত মণ্ডল খুনে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন আবু তাহের

করোনা কালে দেশের 80 কোটি দরিদ্র মানুষের জন্য বিনামূল্য, চাল, ডাল, গম দেওয়ার ব্যবস্থা করে কেন্দ্র ৷ ওই প্রকল্পের নাম দেওয়া হয় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’৷ 30 নভেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে ৷ তার আগে আরও 6 মাস এই প্রকল্প চালু রাখতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সৌগত ৷

tmc-mp-saugata-roy-writes-to-narendra-modi-to-continue-free-ration-service-for-6-more-months
বিনামূল্যে রেশন পরিষেবা এখনই বন্ধ না করতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে চিঠি তৃণমূল সাংসদ সৌগত রায়ের

তবে 30 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষের ঘোষণা করলেও, উত্তরপ্রদেশের মতো রাজ্য এর আওতায় পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷ কারণ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দোল পর্যন্ত বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন রাজ্যবাসী ৷

আরও পড়ুন: BJP Leader Murder: ভগবানপুরে বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন

কলকাতা, 7 নভেম্বর : বিনামূল্যে রেশন পরিষেবা এখনই বন্ধ না করতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে চিঠি তৃণমূল সাংসদ সৌগত রায়ের । তাঁর যুক্তি, অতিমারির প্রকোপ এখনও পুরোপুরি কাটেনি ৷ বহু মানুষের রোজগার বন্ধ ৷ তাই অন্তত আরও 6 মাস এই প্রকল্প চালু রাখা হোক ৷

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দমদমের সাংসদ সৌগত লেখেন, ‘30 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ৷ কিন্তু অতিমারির প্রভাব এখনও অনুভূত হচ্ছে ৷ বরং কোথাও কোথাও তা আরও প্রকট হয়েছে ৷ এমন পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর অনুরোধ জানাচ্ছি ।’

আরও পড়ুন: Suvendu Adhikari : নন্দীগ্রামে নিশিকান্ত মণ্ডল খুনে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন আবু তাহের

করোনা কালে দেশের 80 কোটি দরিদ্র মানুষের জন্য বিনামূল্য, চাল, ডাল, গম দেওয়ার ব্যবস্থা করে কেন্দ্র ৷ ওই প্রকল্পের নাম দেওয়া হয় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’৷ 30 নভেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে ৷ তার আগে আরও 6 মাস এই প্রকল্প চালু রাখতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সৌগত ৷

tmc-mp-saugata-roy-writes-to-narendra-modi-to-continue-free-ration-service-for-6-more-months
বিনামূল্যে রেশন পরিষেবা এখনই বন্ধ না করতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে চিঠি তৃণমূল সাংসদ সৌগত রায়ের

তবে 30 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষের ঘোষণা করলেও, উত্তরপ্রদেশের মতো রাজ্য এর আওতায় পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷ কারণ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দোল পর্যন্ত বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন রাজ্যবাসী ৷

আরও পড়ুন: BJP Leader Murder: ভগবানপুরে বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন

Last Updated : Nov 7, 2021, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.