কলকাতা, 7 নভেম্বর : বিনামূল্যে রেশন পরিষেবা এখনই বন্ধ না করতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে চিঠি তৃণমূল সাংসদ সৌগত রায়ের । তাঁর যুক্তি, অতিমারির প্রকোপ এখনও পুরোপুরি কাটেনি ৷ বহু মানুষের রোজগার বন্ধ ৷ তাই অন্তত আরও 6 মাস এই প্রকল্প চালু রাখা হোক ৷
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দমদমের সাংসদ সৌগত লেখেন, ‘30 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ৷ কিন্তু অতিমারির প্রভাব এখনও অনুভূত হচ্ছে ৷ বরং কোথাও কোথাও তা আরও প্রকট হয়েছে ৷ এমন পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর অনুরোধ জানাচ্ছি ।’
আরও পড়ুন: Suvendu Adhikari : নন্দীগ্রামে নিশিকান্ত মণ্ডল খুনে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন আবু তাহের
করোনা কালে দেশের 80 কোটি দরিদ্র মানুষের জন্য বিনামূল্য, চাল, ডাল, গম দেওয়ার ব্যবস্থা করে কেন্দ্র ৷ ওই প্রকল্পের নাম দেওয়া হয় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’৷ 30 নভেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে ৷ তার আগে আরও 6 মাস এই প্রকল্প চালু রাখতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সৌগত ৷
তবে 30 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষের ঘোষণা করলেও, উত্তরপ্রদেশের মতো রাজ্য এর আওতায় পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷ কারণ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দোল পর্যন্ত বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন রাজ্যবাসী ৷
আরও পড়ুন: BJP Leader Murder: ভগবানপুরে বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন